ফ্রি ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত অভিজ্ঞতা (সকলের অবগতির জন্য)

 

আমরা সবাই চাই ইন্টারনেট যদি নরমাল রেটে পাওয়া যেত! আমরা সবাই চাই ইন্টারনেটকে যদি ফ্রিতে ব্যবহার করা যেত! কিন্তু সেটা কোনদিনই সম্ভব নয়। তবে চুরি করা অন্য ব্যাপার।

ইদানিং প্রায়ই ফ্রি ইন্টারনেট ব্যবহার নিয়ে বেশকিছু টিউন দেখা যাচ্ছে।আর তা দেখে সত্যিই আমরা খুব খুশিমনে সেই পোষ্টগুলো পড়ে অনুসরণের চেষ্টা করে থাকি।আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাতে চাই।

কয়েক দিন ধরে ফ্রি ইন্টারনেট চালাবো বলে সিদ্ধান্ত নেই। যেকরে হোক ফ্রি ইন্টারনেট ব্যবহার করতেই হবে এই চিন্তা মনে নিয়ে কনফিগারেশন শুরু করলাম। অনেকেরে অনেক টিউন ফলো করে যা পেলাম। তা হল সবাই প্রক্সি ব্যবহার করছে।  তো যাই হোক যথারীতি নিয়মানুযায়ী সবকিছু করলাম। এরপর দেখলাম সত্যিই ইন্টারনেট ফ্রিতে চলছে। ততক্ষনে আমার প্রায় ৩০ মিনিট চলে গেছে। তো আধা ঘন্টা অপচয় করলেও ফ্রিতে চলার পর সত্যিই ভাল অনুভব করলাম।

নিচে সমস্যাগুলো তুলে ধরা হল:

সময় অপচয়

অনেক দিন ফ্রি ইন্টারনেট সেট আপ করতে যেয়ে আজে বাজে টিউন পড়ে অনেক সময় নষ্ট করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজকে সফল হলাম।

ইন্টারনেটের গতি নিয়ে সারাদিন খেলা করা:

১ দিন যেতে না যেতেই ইন্টারনেটের গতি জিরো হয়ে গেলো মাঝে মাঝে ওঠে আর মাঝে মাঝে জিরো। এই খেলা খেলতে খেলতে ২ দিন পার করলাম। সুতরাং মূল্যবান সময় নষ্ট করলাম।

যখন ইন্টারনেট ০/কেবি স্পিডে চলছিল তখন ভাবলাম হায় এই হলো ফ্রি ইন্টারনেট। কি লাভ হল? হিসেব করে দেখলাম। স্বাভাবিকভাবে কম্পিউটারে কাজ করতে গিয়ে যে পরিমান মেধা ও টেনশন কাজে লাগাই তার থেকে ৫ গুন টেনশন এই ২ দিনে আমারে ছিল।

কিন্তু কাজের কাজ কিছুই হলোনা।

সবথেকে বড় কথা হলো এভাবে আপনি সবোর্চ্চ ২০০ মেগাবাইট খরচ করতে আপনি ২ দিন পাগলের মত খাটতে হবে।

এছাড়া কত ধরনের যে ঝামেলা রয়েছে তা একমাত্র তারাই জানে যারা এগুলো চালায়। যেমন: এইচটিটিপিএস সাইট, সফটওয়্যার কানেক্ট হয়না, স্লো গতি, মাঝে মাঝে স্পিড নাই। এবং এভাবে ১০ মিনিট, ২০ মিনিট এমনকি ঘন্টাও যায়। তাহলে কি হলো? বরং মাথা নষ্ট হল।

অনেক ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে এটাকে ভালভাবে চালানোর জন্য কিন্ত কি আর বলবো। যেই লাউ সেই কদু।

তাছাড়া কোন নিশ্চয়তায় আপনারা যার তার সেট করা সফট্ওয়্যার দেখার সাথে সাথেই ডাউনলোড করছেন।

পরিশেষে একটি কথা আপনাদের বলতে চাই দয়া করে ফ্রি ইন্টারনেট ব্যবহার নিয়ে আর সময় নষ্ট করবেন না। ফ্রিতে যা পাওয়া যায় তার চেয়ে বেশি কেড়ে নেয়। আপনার সময়কে ভাল একটা কাজে ব্যয় করুন। কিছু শিখুন। এগুলো করে কোন লাভ নেই। সবই লস।

আর মাত্র কয়েক দিন এর বেশী কেউ এগুলো চালাতে পারে না।কারন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এগুলো বন্ধ করে দেয়। তাই এভাবে না করে নিজের সময়কে বাচান। কিছু করুন, কিছু শিখুন।

এখনও ইচ্ছা করলে অনেকের মতো ইন্টারনেট সাথে ফ্রিতে খেলা করতে পারি। কিন্তু কোন লাভ নেই। যে নেটওয়ার্ক আর ভিখারীর মতো স্পিড পাওয়া যায় তা দেখলে প্রচন্ড রাগ সৃষ্টি হয়। তাই সবাইকে বলছি দয়া করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না।

এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে লিখুন।  

 

Level 0

আমি sumonhoss784। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nai mamar ceye kana mama valo vai…..r atu time diya ki korbo vai loss tu hoithache dakthai parthache

Level 0

ভাল বলেছেন ভাই… ফ্রী নেট এ আমি আর নেই।

ভাই আপনার সাথে আমি কিছুটা একমত হলেও পুরা একমত নই।আসলে দোষটা ফ্রি ইন্টারেনট ব্যবহারের নয়।দোষটা আমাদের পদ্ধতিগত।আমাদের এমন পদ্ধতি বের করতে হবে যেটা বন্ধ করতে service provider দের অনেক চিন্তা করতে হবে।এর বড় প্রমাণ হল GPMMS settings দিয়ে প্রায় ৬ মাসের মত ব্যবহার করেছি নির্ঝামেলায় । মূল লাইন থেকেও ভাল স্পিডে।এটা বন্ধ করতে সময় লেগেছিল কারণ এর জন্যে server এর পুরা সেটিং বদলাতে হয়েছিল।আজও আমরা যদি এমন পদ্ধতি বের করতে পারি তাহলে আবার তা সম্ভব।

এই সমস্যাটা আমি অনেকদিন আগেই বুঝেছিলাম আর তাই ৫ই ও ৬ই আগস্ট দুটো টিউন করেছিলাম যার জন্য আমাকে প্রচুর আক্রমন করে টিউমেন্ট করা হয় … অবশ্যই টিউন দুটো পড়ে দেখবেন যারা এখনো পড়েননি।
http://www.techtunes.io/internet/tune-id/229761 – 5th August 2013
http://www.techtunes.io/internet/tune-id/230084 – 6th August 2013

I am agree with u but except 1 of thing, formula জানলে লস নেই কিন্তু formula follow করলে লস, কি বুঝাতে চাইছি আসা করি বুঝেছেন৷

    Level 2

    @Zia Uddin Ahmed: THIK BOLACHAN! ONEK MANUSH PROXY, PORT ETC. NA BUIJHA FOLLOW KORA SHURU KORAY. KIVABA TRICK TA KAJ KORAY SEITA BUJHAR CHESTA KORAY NA.

আমার এখানে সেইরকম স্পীড থ্রী জি ইউস করি এবং ডেইলি কমপক্ষে ২ জিবি ইউস করি………………।।

ভাই, আপনি অবশ্যই জানেন যে যারা এসব ফ্রী নেটের পদ্ধতি উদ্ভাবন করেন তারা নেটওয়ার্কিংয়ে কতটা এক্সপার্ট। ইন্টারনেটের মূল্য হ্রাস এর জন্য যে আন্দোলোন চলে আসছিলো, এটা তারই একটি অংশ মাত্র।
ধরুন খুব ভালো স্পীড, থ্রীজি, কিন্তু ২ জিবির দাম কত??? আর এতো ভালো স্পীডে দুই জিবি চলেই বা কতক্ষন???? আপনাগে মেলা টাকা, তাই কিনে ইউজ করেন, আমরা আমাদের এই নিরব প্রতিবাদ চালিয়েই যাবো

নেট এর দাম কমালেই সব সমস্যার সমাধান হতো

আমরা অনেকে গরিব বাবা মার সন্তান।বাংলাদেশে ১ গিগাবাইট নেট এর দাম ২০০ টাকা।তাই অনেকের সামর্থ্য হয়না এত উচ্চ দামে ডাটা কেনার।তাই আমরা বাধ্য হয়ে ফ্রি নেট ব্যাবহার করি।যদি অপারেটররা কম দামে নেট দিত তাইলে কেউ কষ্ট ফ্রি নেট ব্যাবহার করত না। যদি অপারেটররা কম দামে নেট দিত তাইলে তারা লাভবান হইত আমরাও লাভবান হইতাম।

Level 0

আমি ফ্রী ইন্টারনেট দিয়ে প্রতিদিন ১জিবির মত ডাউনলোড করি কোন সমস্যা হয় না সবসময় 30-35KB Speed থাকে,আপনারা কেন সমস্যার মুখমুখি হচ্ছেন ঠিক বুজলাম না…………।

    Level 0

    @Ospark: Vi jesob gandu eisob simple method use kore free chalate parchena tarai esob dalali korche…are beta net use korle somoy opochoy hoy ke koiche…ha tui jodi adult niye bose thakis seta ek jinis

    @অমৃত দাশ বিজয়: @Ospark: শুনে খুব ভাল লাগলো যে আপনি কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করছেন। আমি শুধু বলেছি এবং বোঝাতে চেয়েছি যে, ফ্রি ইন্টারনেট দিয়ে কোন ভরসা করা যায় না বরং ফ্রি ইন্টারনেট স্বাভাবিকের চেয়ে অনেক সময় অপচয় করে। তবে এটির বিপক্ষে নয়।আপনি কোন সিস্টেম ব্যবহার করেন জানালে উপকৃত হব।

ভাই সবার এরিয়াতে Broadband লাইন নেই । যারা বিভিন্ন অপারেটর ইউজ করে তারা যদি আনলিমিটেড ইউজ করতে চাই তাহলে অনেক অর্থ ব্যয় করতে হয় ।তারপরও আপনি জানেন তাদের সব আনলিমিটেড প্যাকেজগুলোতে নির্দিষ্ট ব্যবহারের পর ফেয়ার ইউজেস পলিসি চালু হয়ে যায় ফলে আর ডাউনলোড করা যায় না ।তাই তাদের ক্ষেত্রে এটাই সমাধান মনে হয় । আর সময় নষ্ট কেন হবে তা বুজলাম না ।আর এই ফ্রী বন্ধ অত সহজে হবে বলে মনে হয় না ।কারন সিস্টেমে ত্রুটি বের করাই হ্যাকরদের কাজ ।

ভাই একটা কথা বলি মাইন্ড কইরেন না। আমি গরীব ঘরের ছেলে। আমার স্বপ্ন গ্রাফিক্স ডিজাইনার হবো। এর জন্য ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করে প্রাকটিস করি। দিনে প্রায় ১ থেকে ১.৫ ডাউনলোড করি (করতে হয়)। কিন্তু টাকা দিয়ে করলে আমার যে টাকা খরচ হত তাতে জায়গা জমি সব বিক্রি করলেও হতো কিনা আল্লাই জানে। ফ্রি ইন্টারনেট চালানো বৈধ নয় জানি। কিন্তু ইন্টারনেটের যে মূল্য তাতে অন্য আর কোন রাস্তা নেই। বুকে হাত দিয়ে বলতে পারি ইন্টারনেটের মূল্য যদি আমার মত সাধারণ ঘরের ছেলেদের সাধ্যের মধ্যে থাকত তাহলে ফ্রি ইন্টারনেটের চিন্তা করতাম না। আমি ফ্রি ইন্টারনেট চালাই ২ কারনে। ১। টাকার অভাবে, ২। উচ্চমূল্যের ইন্টারনেটের প্রতিবাদে। আর যাদের বাপের টাকার অভাব নাই তারা হয়তো আমার কষ্টটা বুঝতে পারবেন না। কষ্ট পেলে ক্ষমা করবেন।

    @arabi kabir: @আবির আহমেদ: কষ্ট পাব কেন ভাই! আমরাও আপনাই মতো। তবে আমি শুধু বলতে চেয়েছি যে ফ্রি ইন্টারনেটের যে স্পিড তা দিয়ে কোন কাজ ঠিকভাবে করা যায়না। তবে এই কথাটি সকলের ক্ষেত্রে সত্য নয়। মনে হচ্ছে আপনি কোন ভাল পন্থা জানেন,আপনার সিস্টেমটি বললে খুশি হবো।

Level 2

সব অপারেটর সালাগো জুতা পেটা করতে মঞ্চায়।

    @motaleb52: ঠিক বলেছেন।

আপনার কথার কিছুটা যুক্তি আছে । ৫০০ টাকায় ১০ জিবি দিলে এমন নেট চুরি করা লাগতো না ।

আপনার অর্থনৈতিক ব্যপার নিয়ে মন্তব্য করার ইচ্ছা আমার নেই ।

Level 0

অনেকে টাকা দিয়ে নেট ব্যাবহারকে বিলাসিতা মনে করে। তাদের জন্য ফ্রি নেট তাদের জ্ঞান অর্জনের পথ প্রসারিত করবে। বাংলাদেশের মত গরিব দেশে অবশ্যই ফ্রি নেট এর দরকার আছে। অনেকের ১৫০০-২০০০ টাকা দিয়ে মোবাইল কেনার ক্ষমতা থাকলেও নেট বাবহারের সামর্থ্য নেই তাই ফ্রি নেট খুব দরকারি

Level 0

vai jan otirikto poriman gonjika sebon koriya asicen……

    @saif3700: হা হা হা হা! হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা!হা হা হা হা! ভাইজান আপনার এই কথাটি পড়ে না হেসে থাকতে পারলাম না। কারন আমি এখন পর্যন্ত গাজা খাওয়া তো দূরের কথা গাজা দেখি নাই।

    আমার মনে হয় আপনি নিয়মিত গাজা খেয়ে ইন্টারনেট ব্রাউজিং করতে বসেন। তাই আপনার মনে হয় কোন সমস্যা হয় না। কিন্তু ভাই আমরা যারা গাজা খাইয়া, কিংবা কোনদিন গাজা দেখিনি তারা আপনার মতো পারবোনা।

    সম্পূর্ন মাথাটা আপনার নষ্ট হয়ে গেছে।
    এতদিন জানতাম না এখন দেখছি এখানে এই একটা গাজাখোর কমেন্টার আছে।

Level 0

Company gulo jokhon 14 tk 1gb data kine 350 tk sale kore, tokhon seta kono dhoroner churi ba oporadher vitore pore na. but amra jokhon ey onnayer protibad janay tokhon seta amader oporadh. er protibade apni rastay namle pulish die apnake pitano hobe, r ekhon jeta hocche seta ke apnara churi bolcen. SO WHAT CAN WE DO???

Level 0

goto rat theke amar free net off hoye gese, HELP me PLEASE!!!

    Level 0

    @sumonhoss784: @suney: Amar mone hoy tui gaza na choros khas….gandu beta

Level 0

apnar kothay kisu logic ase kintu ami puro puri ekmot noi. free net sara valo vabe use korte pare na, tader jonno loss. but ami to 3g speed a use korsi amr jonno profit. vai ami 100 GB download kore felesi . apni bolun tk diye use korle koto tk lagto..

    @Zaheer: ভাই আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন জানালেউপকৃত হবো। আর ভাই আমি ফ্রি ইন্টারনেটের বিরুদ্ধে নই। তবে প্রচুর সমস্যা হয়। আপনি কোন সিস্টেম ইউজ করেন, যদি খুব ভালভাবে চলে তাহলে জানালে উপকৃত হবো।

Level 0

Goto 15 dine 8gb download korechi er modhdhe software o ache ha eta thik je goto 3/4 din theke prob hochche but normaly net kine use korleo je goti pawa jai ta free er cheyeo kharap so dalali sob jaigai na korai valo…r tomar somoyer eto dam toh ekhane post diye kar somoy nosto korcho…..ei site gulote muloto student r bekar polapain ase so dnt think about time better oil your own machine…ok

Level 0

Dalalir sovab ta Banglai ropto koreche 1971 theke ja ekhono pura puri chharte pareni….

    @pixiemnz: ছি ভাইজান, আমাকে ভুল বুঝবেন না।আমি কোন অপারেটরের সাপোর্ট করছিনা। কারন সব অপারেটররা খুব খারাপ। তবে গ্রামীনফোন সবচেয়ে বেশি খারাপ। আমি শুধু অসুবিধার কথাগুলো বোঝাতে চেয়েছি।

    জানিনা আপনার সময়ের মূল্য কতখানি! তবে যদি খুব ভালভাবে ফ্রি নেট চালাতে পারেন তাহলে কোন সমস্যা নেই। কিন্তু সে গ্যারান্টি কে দিবে? কেননা ফ্রি নেট ব্যবহারে ভাল স্পিড পাওয়া যায়না। তাই আমাদের অনেক সময়ের অপচয় হয়। আপনি যদি কথাটিকে দালালি ভাবেন তাহলে আপনি চরম ভূল করবেন।

    আশাকরি বুঝতে পেরেছেন।

Level 0

vai sunen apnar motho polapain na j sara din use korum …. free maje maje use kori …… u can control all every-think

    @SK Miskat: ভাই, প্রকৃতপক্ষে কে আসল পোলাপান তা আমার এই কমেন্ট পড়লে বুঝতে পারবেন।পোলাপান বলেই প্রতিদিন ৯-১০ ঘন্টা ইন্টারনেট থাকার প্রয়োজন হয়। আর আপনি বুড়া মানুষ বলেই মাঝে মাঝে ব্যবহার করেন।

    কারন আপনি ইন্টারনেটে কোন কাজ করেন না। ফালতু সময় নষ্ট করেন। তাই আমার কথার মর্মতা আপনার মতো বুড়া মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।

    ২ দিন ইন্টারনেট ব্যবহার করে আমাকে পোলাপান বললেন। আমি পোলাপানই থাকতে চাই। তবে আমার মনে হয় আমার কাছে আপনি ইন্টারনেটে সদ্য জন্ম নেয়া এক শিশুর মতো।

Level 0

@writerbuddha sala DALAL mokto techtunes chi ……..

nai mamar ceye kana mama valo. ar uni sotti e bura. thik e boliechen@sumonhoss784

Level 0

@sumonhoss784 khoto rokom j dala deklam e tectunes e ………….

Level 0

ভাই কি গাজা খেয়ে পোষ্ট করেন আপনার বাবার মনেহয় অনেক টাকা তাই এরকম কথা বলেন

আমার প্রতিদিন ১ জিবি ডাউনলোড হয়। ব্রাউজিং বাদ দিলাম। সমস্যা কিসের??

ভা্ই মনে হয় গাজা খেয়ে পোষ্ট করেছেন আমার পক্ষে এত টাকা ব্যয় করে প্রতিমাসে নেট নেওয়া সম্ভব না তাই তো ফ্রি ব্যবহার করা চেষ্টা করি। আর এতে আমি মোটামুটি ভাল গতি পাই। বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলি যদি ৫০০ টাকায় ১০ জিবি দিলে এমন নেট চুরি করা লাগতো না তখন টাকা দিয়েই ব্যবহার করতাম। আর ভাই আপনার বাপের টাকা বেশি তো তাই এধরনের পোষ্ট করে থাকেন।

মোটেও একমত হতে পারলাম না। আপনি বড্ড দেরি করে ফেলেছেন। পূর্বে ফ্রি নেটের এই অবস্থা ছিল না। আমি নিজে Proxifier ইউজ করে ৭-৮ জিবি ডাউনলোড দিছি। সত্যি বলতে গেলে, Proxifier ইউজ করলে স্পিড আরো বেড়ে যেত। বিশ্বাস না হলে যারা ইউজ করেছে তাদেরকে জিজ্ঞেস করুন।
পাশাপাশি মোবাইলেও ফ্রি ইন্টারনেট চুটিয়ে চালাইছি Orbot দিয়ে । কাজেই আপনি যে ব্যর্থতার কথা বলেছেন তা আপনার ব্যক্তিগত ব্যর্থতা, দুর্দিনে ফ্রি নেট ইউজ করলে এই অবস্থাই তো হবে…

আরে ভাই, ফ্রি নেট সবার জন্য না।
আপনার কথাগুলো আপনার জন্যই প্রযোজ্য।
আমি নিজের বের করা ঝামেলাহীন ফ্রি নেট চালাচ্ছি।
ফ্রি নেট ইজ বেস্ট ওয়ে।