আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আমি শারীরিক ও মানসিক ভাবে ভাল নেই , আমার জন্য দোয়া করবেন ।।
পিসিতে গ্রামীনফোন ফ্রি নেট ব্যবহার করার জন্য আমি সব শেষ Simple Server বিষয়ে টিউন করেছিলাম , যা এখনও কাজ করে । কিন্তু Simple Server বর্তমানে বেশ ঝামেলা করে , তাই আজ এই ছোট টিউন টি করলাম । আশা করি ভাল লাগবে ...।
১। APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন ।
২। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে extract করুন ।
৩। লাল আইকন বিশিষ্ট XT181PP ফাইল ওপেন করুন ।
৪। Listen এ ক্লিক করুন ।
৫। Browser এবং IDM এ proxy- 127.0.0.1 , port- 8080 সেট করুন ।।
এবার গ্রামীনফোনে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@জাহিদ ইসলাম: ভাই, আমি আপনার কোন সাড়া না পাওয়ায় তৃতীয়বার কমেন্ট করছি। আপনি যদি সুস্থ্য থাকেন এবং অনলাইনে থাকেন তাহলে আমাকে অন্তত একটি রিপ্লাই দিন। ওডেক্স টিম কানেকশন পায়না। ওডেক্স কানেশন প্রিফারেন্সে সেটিং এ আপনার দেয়া প্র্ক্সি সেট করেও দেখেছি কিন্তু ওডেক্স টিম কানেক্ট হয় না।
তাই আপনার সাহায্য প্রয়োজন। আপনি যদি একটু বলে দিতেন যে, ফ্রি ইন্টারনেট প্রক্সি ব্যবহার করে কি ওডেক্স টিম চালানো যায়? যদি জানা থাকে তাহলে দয়া করে শেয়ার করুন।
আপনার সময়ের জন্য অগ্রিম ধন্যবাদ। এছাড়া আপনি যদি আপনার ফোন নম্বরটি একবার দিতেন তাহলে খুবই উপকৃত হতাম।
@জাহিদ ইসলাম: Listen এ ক্লিক করলে “Adress alredy in use (#10048) in Bind ” এই লেখা আসে …
ছবিটা এই লিঙ্কে >> https://dl.dropboxusercontent.com/u/116948843/Emon%20Vai/zahid_vai.PNG
আস সালামু আলাইকুম , ধইন্নাপাতা আপনাকে জাহিদ ভাই । ভাই আর একটা জিনিস টা হল ঃ- প্রিয় জাহিদ ভাইয়া আপনার দৃষ্টি আর্কশন করছি । আপনার জন্য আজ আমরা উপকৃত । বর্তমান সমস্যার সমাধান দিলে আমরা আরও উপকৃত হব । আমাদের যাদের একাধিক মডেম আছে আমরা একসাথে ব্যবহার করে ডবল স্পিডে ব্যবহার করতে চাই । আমি সহ আরও অনেকে এটা ( https://www.techtunes.io/internet/tune-id/257269) ব্যবহার করেছি কিন্তু কোন কাজ হয়নি । কারন এখানে আপনি সফট এর কোন ভার্শন ব্যবহার করেছেন তা বলেন নি । এ সমস্যা সমাধানে আপনাকে অনুরোধ করছি । আশাকরি আপনি আমাদের এ সমস্যা সমাধানে এগিয়ে আসবেন । ধন্যবাদ । এটা কি ss / XT181PP দিয়া কাজ করবে। পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ করবেন যেভাবে । | Techtunes | টেকটিউনস http://www.techtunes.io পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ করবেন যেভাবে । | Techtunes | টেকটিউনস http://www.techtunes.io
জাহিদ ভাই আপনাকে আমরা অনেক ভালোবাসি । যদি কোনদিন সুযোগ পাই তাহলে আপনার সাথে দেখা করবো । ভাই please আমাকে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এ অ্যাড করেন। এই id তে আপনার ফেসবুক লিঙ্ক টা দেন please. [email protected] amar email id.
@ইউনুস আহমেদ কোমল:ইউনুস আহমেদ কোমল ও অন্যান্য ভাইয়েরা ইহার আশাও ছেরে দিতে হবে । জাহিদ ভাই একা আর কতটুকুই করতে পারেন । এখন আমাদেরকে মাঠে নামতে হবে নেটের দাম কমানোর জন্যে, না হলে আশেপাশের সব টাউয়ার আর কেয়ার সেন্টার গুলো উধাউ করে দিতে হবে । কারন যে দলের সরকার আসুক না কেন সব হারামি নিজের চিন্তায় বাস্ত তাই নিজের চিন্তা নিজেকেই করতে হবে । তবে জাহিদ ভাইকে অশেষ ধন্যবাদ ।
জাহিদ ভাই অনেক ধন্যবাদ। মডেম দিয়া কাজ হয় কিন্তু আমি যদি আমার অ্যান্ড্রয়েড ফোন- এ ও্য়াইফাই হটস্পট বানিয়ে ইউজ করতে চাই তখন আর কাজ হয় না। “dial-up” অপশন এর ওখানে কিছু আসেনা। এর আগে ওয়াইফাই হটস্পট দিয়ে simple server ইউজ করতাম, কাজ হইত। এখনও করি কিন্তু অনেক প্রবলেম। আপনার সফট এ ডায়াল-আপ ছাড়া ওয়াইফাই দিয়ে কাজ হবে না…? 🙁
Simple Server এর পরিবরতে এইটা use করবো ?