আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি । এক মাস ব্যবহারের পর আর সেটা ব্যবহার করতে পারি না। কোন মাধ্যমে নির্দিষ্ট কয়দিন সার্ভিস পেলেও পরক্ষণে আবার ব্যবহার করা যায় না । বিশেষ করে সবাই অনলাইন এর বিভিন্ন সাইট থেকে যে ভার্সন ডাউনলোড করে থাকেন তা দিয়ে ১ মাসের বেশী ভালো সার্ভিস পাওয়া যায় না । সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফুল এবং ফাইনাল ভার্সন ব্যবহার করতে হবে । আর এটা ব্যবহার করলে কেয়মত পর্যন্ত আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন । শত জল্পনা কল্পনা ছাড়া আইডিএম এর এ ভার্সন একেবারেই নির্ভেজাল। তাই আমি আপনাকে সাজেস্ট করবো এখনি ডাউনলোড করে নিতে ।
আর হ্যাঁ, ইনস্টল এর আগে অবশ্যই পূর্বের মরাধরা সব ভার্সন আনইন্সটল করে দিবেন ।
শুভ কামনা রইলো সবার জন্য ।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে...
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
IDM এর সর্বশেষ অফিশিয়াল ভার্সন হচ্ছে ৬.১৯। আর আপনার দেয়া লিঙ্কে আছে ৭.১।
এটা কি করে সম্ভব ?? এটা কি আপনি নিজে বানাইসেন ?? না বানাইলে কোন সাইট থেকে পেয়েছেন ??