Gp তে m.facebook.com ফ্রী। এর রহস্য আমি এইটা অনুমান করছি।

আমাদের দেশের গ্রামীনফন রক্ত চোষা কম্পানিকে তো আপনারা খুব ভালো করেই চিনেন। সারা জীবন দেশে প্রত্তেক বার এই Operator টির লোভ বেশি ছিলো সে call rate ই বলুন আর SMS বা MMS rate বা এখন 3G তে আকাশ ছোয়া দাম। যেখানে ভারতে ৩৪ টাকাই 1GB পাওয়া যাই সেখানে আমাদের দেশে 350 টাকা লাগে। কিন্তু দেখেন এইসব কম্পানি 14 টাকা দিয়ে 1GB কিনছে আর আমাদের কাছে বিক্রি করছে ৩৫০ টাকা দিয়ে।

এখন আজকে যখন গ্রামীন ফোন দেখলো যে Teletalk পুরো বাংলাদেশ wifi করে দিচ্ছে তখন গ্রামীন দেখেছে যে আমদের গ্রাহক সংখা কমে যাবে তাই ফ্রী করে দিলো m.facebook.com
কিন্তু আমার কি কষ্ট করেছি এই ইন্টারনেট এর দাম কমানোর জন্য।

কিন্তু আজ Teletalk আমাদের দুঃখের অবশান ঘটাবে। কারও আর কোনো দিন ইন্টারনেট এর বিল দিতে হবে না। ইন্টারনেট হবে উন্মুক্ত। আমাদের Inteligent ভাইদের আর ইন্টারনেটের দাম কমানোর জন্য আন্দোলন করতে হবে না। মাথা খাটাতে হবে না ফ্রী ইন্টারনেট নিয়ে।

বিঃদ্রঃ লেখার ফন্ত গুলো ভেঙ্গে গেলো তাই কারো লেখাটা বুঝতে কষ্ট হলে আমি দুঃখীত

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই Teletalk- এর ফ্রি ইন্টারনেট কবে নাগাদ পাওয়া যাবে তার ঠিক নাই… আর পাওয়া গেলেও যার স্প্রিড হবে ২৫৬ কেবিপিএস, যা বর্তমান 3G এর জামানায় খুব সামান্য হবে।

বাংলাদেশের রক্তচোষা ও কিছু অসাধু মহলের লুটপাটের জন্য ব্যান্ডউইথ থাকা স্বত্তেও আমরা সুলভ মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা…..

    @wtechcity : কথাটা মন্দ বলেননি। আমাদের দেশে তো ১৮ মাসে বছর। কিন্তু আমার কিছুতেই ঐ লোভি Operator দের কাছ থেকে ইন্টারনেট এর দাম কমাতে পারিনি আন্দোলন করে। কি লোভ ওদের । অথছ ইন্টারনেটের দাম কমলে আমদের দেশ প্রজুক্তিতে এগিয়ে যাবে।

Level 0

GP te m.facebook.com free ke bollo? r kobe theke free? India te 1GB 34 TK, it is false… See http://www.airtel.in/Airtel3G/tariff.html

Level 0

আমার গ্রামীন ফোন মোডেম টা ল্যাপটপ এ ঢুকাইলে The Ui name of Autorun.dat are missing. Please check it! দেখাচ্ছে।plz help me.

@Rohossotex : আপনার ল্যাপটপে Autorun.dat File টি Delete হয়ে গেছে মডেমটি ভালো ভাবে আবার Reinstall করুন ঠিক হয়ে যাবে।

ভাই টেলিটকের ওয়াইফাই প্রকল্প বাস্তব হবে নাকি সপ্নই থাকবে সেটাই এখন দেখার বিষয় ।

Level 0

vi .modem to install nisse [email protected] vi

জিপি কবে m.facebook.com ফ্রি করে দিলো!!!

টেলিটক কে এত হেয় করাটা ঠিক হবে না কারন সরকারী মাল, বলা যায় না কখন কি করে ফেলে, যে কাজ টা প্রাইভেট অপারেটর করতে পারবে না সেই কাজ কিন্তু সরকারী এই টেলিটক কোনো বাধা ছাড়াই করে ফেলতে পারবে, আর এর উদাহরন হলো সর্ব প্রথম ৩জি পাওয়া এবং তাও আবার ১০মেগাহার্টজ তরঙ্গে……………।। So don’t underestimate the power of a common & general Bangladeshi Operator…………. :p

Level 0

ভাই, কোনোদিন কি তা সম্ভাব হবে? ফ্রী wifi

    @ sundorban : 99.9 % হওয়ার কথা কারন টেলিটক অপেরেটররা চিনের কাছ থেকে তাদের wifi এর জন্য ৬০০ কোটি টাকার জিনিস কিনে নিয়েছে। আর বলা হয়েছে যে সব জেলার সব সিমান্তে 3G পোঁছে গেলে প্রতিটি Tower এর সঙ্গে একটি করে wifi roughter বসানো হবে।

Level New

vai sudu m.facebook.com na ami to aij pc theke direct web dia facebook chalaitesi, amar mone hoy eita sudu aj valentines day er jonno, jody realy free kore tobe agamikal boja jabe

আসলে আমরা বাংগালী তো তাই কিছু ফ্রি এর কথা শুনলে আগে নাকছিকানি দেই, তবে সেটা হাত এর নাগালে পেলে ঠিক ই ব্যবহার করি, সো অপেক্ষা করেন, জানি নাক ছিপানি দিয়া কইবেন “টেলিটক!!! কি বাংলাদেশী অপারেটর এর দেওয়া ফ্রি ওয়াই ফাই চালাবো!!” বাট যখন দেখবেন যে আদার অপারেটর গণ এক ই ওয়াইফাই নেটওয়ার্ক টেলিটক অপেক্ষা ২গুন দাম এ ছারছে, তখন, এখন যেমন সবাই সস্তা মনে কইরা স্বদেস প্রেম এর নাম করে টাকা বাচাতে টেলিটক ৩জি ব্যবহার করছেন, তখন একই ভাবে টেলিটক ফ্রি ওয়াইফাই ইউজ করবেন…… যাইহোক আমার জ্ঞান অতি সামান্য তবে বলে রাখছি আজ যে টেলিটক এর নাম শুনে এত হুই তামাশা মুলক কথা বলছেন, একদিন এই অপারেটর ই হবে ফাস্ট এন্ড বেস্ট চয়েস…… ধন্যবাদ

Level 0

@প্রযুক্তি প্রেমিক
via…. apnar fb id ta kindly ektu diben? ami apnar & jahid vi er onekboro 1jon fan…. jodi kindly diten? r aro ekta sundor tune korar jonno dhonnobad. 😀

@Asjad : Faceboo ID [email protected]/[email protected] মূল কথা হলো আমদের সচেতন হওয়া আমার তো কোনো ফ্রী নেট পেলেই কিছু না ভেবেই Publish করে দেই কিন্তু এই Publish এর আগে একবারও ভাবি না যে এই ফ্রী নেট ছাড়লে grameenphone জেনো বুঝতে না পারে যে কি server ব্যাবহার করা হয়েছে।আমি এই নিয়েই গবেষণা করছি সফলও হয়েছিলাম কিন্তু ঝামেলা হলো Simple server এর .ini ফাইল টি লুকিয়ে ফেলা গেলেও Simple Server চলার সময় সব দেখা যায় যে কি server ব্যাবহার করা হয়েছে।

    Level 0

    @প্রযুক্তি প্রেমিক: ji vai… amio apnar sathe ek mot (y)