আমাদের দেশের গ্রামীনফন রক্ত চোষা কম্পানিকে তো আপনারা খুব ভালো করেই চিনেন। সারা জীবন দেশে প্রত্তেক বার এই Operator টির লোভ বেশি ছিলো সে call rate ই বলুন আর SMS বা MMS rate বা এখন 3G তে আকাশ ছোয়া দাম। যেখানে ভারতে ৩৪ টাকাই 1GB পাওয়া যাই সেখানে আমাদের দেশে 350 টাকা লাগে। কিন্তু দেখেন এইসব কম্পানি 14 টাকা দিয়ে 1GB কিনছে আর আমাদের কাছে বিক্রি করছে ৩৫০ টাকা দিয়ে।
এখন আজকে যখন গ্রামীন ফোন দেখলো যে Teletalk পুরো বাংলাদেশ wifi করে দিচ্ছে তখন গ্রামীন দেখেছে যে আমদের গ্রাহক সংখা কমে যাবে তাই ফ্রী করে দিলো m.facebook.com
কিন্তু আমার কি কষ্ট করেছি এই ইন্টারনেট এর দাম কমানোর জন্য।
কিন্তু আজ Teletalk আমাদের দুঃখের অবশান ঘটাবে। কারও আর কোনো দিন ইন্টারনেট এর বিল দিতে হবে না। ইন্টারনেট হবে উন্মুক্ত। আমাদের Inteligent ভাইদের আর ইন্টারনেটের দাম কমানোর জন্য আন্দোলন করতে হবে না। মাথা খাটাতে হবে না ফ্রী ইন্টারনেট নিয়ে।
বিঃদ্রঃ লেখার ফন্ত গুলো ভেঙ্গে গেলো তাই কারো লেখাটা বুঝতে কষ্ট হলে আমি দুঃখীত
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই Teletalk- এর ফ্রি ইন্টারনেট কবে নাগাদ পাওয়া যাবে তার ঠিক নাই… আর পাওয়া গেলেও যার স্প্রিড হবে ২৫৬ কেবিপিএস, যা বর্তমান 3G এর জামানায় খুব সামান্য হবে।
বাংলাদেশের রক্তচোষা ও কিছু অসাধু মহলের লুটপাটের জন্য ব্যান্ডউইথ থাকা স্বত্তেও আমরা সুলভ মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা…..