আমারা কেনো এতো বেকুব এর মত কাজ করছি।

আজকে দেখলাম যে Techtunes এ একজন আর একটা New free internet দিয়েছে। কিন্তু আপানারা কেনো বুঝতে পারেছেন না বর্তমানে একটি ফ্রী ইন্টারনেট সবাই চালাচ্ছে। এই অবস্থাই আর একটা ফ্রী ইন্টারনেট কেনো। আপনারা কি আমাদের দরিদ্র দেশের কষ্ট বোঝেন না? যে রক্তচোষা কম্পানি গুলোর জন্য আমার সাধ্যমত ইন্টারনেট চলাতে পারি না। সেই জন্য ফ্রী ইন্টারনেট চালাই।

আর এই রকম বেকুবের মত যদি আমার একটি ফ্রী ইন্টারনেট চুলা কালিন অবস্থাতে আর একটা ফ্রী ইন্টারনেট এর নিয়ম পোস্ট করি তাহলে ২ টা একসঙ্গে যখন বন্ধ হবে তখন অনেক দিন কিছুই করার থাকবে না। এই ব্যাপারে আমি জাহিদ ভাই এর সঙ্গেও কথা বলেছি। তিনি অত্তন্ত সচেতন মানুষ। এবং আমাদের কথা বোঝেন তাই একটা ফ্রী ইন্টারনেট এর নিয়ম পোস্ট করা হলে আর একটা দেন না। যেমনটা সেইদিন আমি জাহিদ ভাই কে বলেছিলাম। Facebook এ পোস্ট করলেন যে আমার হয়ত অনেকেই ভয় করছি যে এই ফ্রী ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আমার কি করব কিন্তু তিনি আর একটা ফ্রী ইন্টারনেট আবিষ্কার করে রেখেছেন । এই বর্তমান ফ্রী ইন্টারনেট বন্ধ হওয়ার ২ ঘন্টার মদ্ধেই তিনি new free internet এর পোস্ট দিয়ে দিবে। এই নিয়ম বন্ধ হলে তবে তিনি নিউ ফ্রী ইন্টারনেট পোস্ট করবেন কারন তিনি সচেতন মানুষ ভালো করে জানেন যে ২ টা একসঙ্গে বন্ধ হলে আরও কিছু দিন আমাদের কষ্টে থাকতে হবে।

অজাথা এই ধরনের বেকুব এর মত কাজ না করে বরং আসুন আমার চিন্তা করি কিভাবে ফ্রী ইন্টারনেট বন্ধের হাত থেকে নিজেদের safe রাখা যাই।

আর ফ্রী ইন্টারনেট বন্ধের কারন হলো গ্রামীন ফোন বুঝে ফেলে যে কি server আর কি proxy ব্যাবহার করা হয়েছে। যেমন simple server এ Phone server wap.gpwaorld.co বেবহার করা হয়েছে। এইসকল জিনিস দেখলে তো গ্রামীনফোন বুঝে জাবেই যে কি ভাবে ফ্রী ইন্টারনেট চলছে। তাই আমাদের এমন কোনো ফ্রী ইন্টারনেট আবিষ্কার করতে হবে যে জেনো কেও না বুঝতে পারে যে কি server ব্যাবহার করা হয়েছে ফ্রী ইন্টারনেট এর জন্য।

আসুন আমার এইরকম কোনো ভুল বা বেকুব এর মত কাজ না করে বরং সার্থক বাঙালি হিসেবে পরিশস্রম করে এমন একটি পদ্ধতি বের করি জেনো কেও না বুঝতে পারে যে কি server ব্যাবহার করা হয়েছে ফ্রী ইন্টারনেট এর জন্য। ইনশাল্লাহ আমার একদিন সফল হব।

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Amar kase to bortomaner tai nai!

Level 0

Bhai-re bhai, process abishkar korle-to mobile operationgon-to janbe-i,(Noi-to j-abishkar kore take-i bebohar korte hobe(secret), karon, Amader moto monush-i to sekhane job kore)
Tai, ami mone kore amader net price/cost kivabe kombe ta niye bhaba uchit

    @mana: Operator রা যদি তাদের দাম কমাতোই তাহলে আর জাহিদ ভাই এর মত লোকদের ফ্রী ইন্টারনেট নিয়ে মাথা ঘামানো লাগতো না। আর আপনি confident হারিয়ে ফেলছেন কেনো ফ্রী নেট চালাবো operator রা জানবে কিভাবে যদি আমার এমন কোনো সফটওয়্যার আবিষ্কার করি যাতে দেখা যাবে না যে কি server and proxy ব্যাবহার করা হয়েছে।

      Level 0

      @প্রযুক্তি প্রেমিকa : Bhai-re, ami-to simply bolechi
      1. Net-er dam khomano uchit
      2. keo jodi process discover kore tobe take-i bebohar korte bobe, onnora janle beshi lasting korbe na(Amader moto monush-i to sekhane(customer care-e) job kore)

        @mana : আপনি confidence হারাবেন না। আপনি সুধু ভয় করছেন যে আমাদের মত মানুষই যদি customer care এ job করে তাহলে তারাও আমাদের process টা বুঝে যাবে তাই তো। আমিই তো প্রাই সফল হয়েছিলাম Simple Server এ যেই প্রক্সি আর Server বেবহার করা হয়ছে সেই গুলোকে লিকুয়ে ফেলতে।কিন্তু লুকালে কি হবে ফ্রী ইন্টারনেট চলানোর সময় তো Simple Server এ যখন লেখা গুলো উপর থেকে নিচের দিকে নামে তখন বোঝা যাই যে কি server ব্যাবহার করা হয়েছে।

Level 0

ভাই একদম ঠিক কথা বলসেন…

একটু আগে এক চোর রে ধরসি, Akib Hasan Pavel, বিশিষ্ট প্রোগ্রামার (?) Simple Server দিয়া Smart Proxy 2.0 বানাইসে, তাও আবার চলব gpmms দিয়া, মাথাই নষ্ট!!!

পরে ভিতরে ঢুইকা দেহি LiteCoin Click এর জন্য একটা terminal বানাইসে…

    @Sufal:সে অবশ্যই প্রোগ্রামার না। Software টা এমন ভাবে তৈরি করা হয়েছে যে Smart Proxy ধরে Start এর উপর ক্লিক করলেই Simple server Open হয়ে যাবে। এইসব ভন্ড লোকেদের জন্য আমার খারাপ লাগেছে। আর ঐ ফ্রী ইন্টারনেট তো কাজ করবে না। কারন Gpmms দিয়ে Net connect করে Gpwap এর server ব্যাবহার করা হয়েছে।

      Level 0

      @প্রযুক্তি প্রেমিক: Vai apne akdom thik, kentu ami nokia e7 Symbian Mobile chali, PLEASE ami Banglalink Sim dea kevabe free net chalabo jodi bolten tahole onak upkrito hotam r amar shate aro onak friend o khushi hoto. PLEASE…
      amar email address [email protected]

Level 2

}{প্রযুক্তি প্রেমিক}{ আপনি ঠিকই বলেছেন এ কথাটা যদি টেকটিউনস নীতিমালায় থাকত তাহলে সবচেয়ে ভাল হত ,
তাহলে Akib Hasan Pavel টেকটিউনস নীতিমালার বাহিরে তাহলে এর টিউনটা বাঝে আপ্ত করাহত তাহলেই সব সমাধান হয়েযেত।

    @Kalamfaim : আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি একজন সচেতন মানুষ। কিন্তু তিনি যদি নিতিমালার Tune টা বুঝেও করত তাহলেও এইখানে চুরি করা হত। কারন তিনি জাহিদ ভাই এর ব্যাবহার করা Server তাই বসিয়েছে। তিনি Simple Server ব্যাবহার করুক কিন্তু জাহিদ ভাই এর একিই Server ব্যাবহার করবে তাও নিজের নাম দিবে তা মানা যাই না।

Level 0

@প্রযুক্তি প্রেমিক: আপনার সাথে একমত…
Akib Hasan Pavel (AxeScript) যে আসলেই একটা চোর তার প্রমাণ দিসে, আমি Smart Proxy 2.0 এর পোস্ট টাতে তার ভণ্ডামি ধরাইয়া দিয়া একটা কমেন্ট করসিলাম, সেটা ডিলিট করে দিসে…

টেকটিউনস দুই দিন পর পরই তো নীতিমালা নিয়া পোস্ট দেয়, তারপরও এই টাইপ এর ভুয়া পোস্ট+পোস্টকারীর বিরুদ্ধে কেন যে কোন অ্যাকশান নেয় না বুঝি না…

    Level 0

    @Sufal: আমিও তো বললাম, আপনি দেখছেন, সেটাও ডিলেট করে দিছে।

    @Sufal: আপনার মাঝে যে প্রযুক্তি প্রেম রয়েছে এবং সচেতনতার প্রমান দিচ্ছেন তা বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ।

জি ভাই ফ্রী নেট চালু হইলে কিছু আবাল ক্রেডিট নেওয়ার জন্য বার বার একি পোস্ট করে…।। এইসব পাগল ছাগল এর জন্য ফ্রী নেট অফ হয়

একদম সত্যকথা

Level 0

Whatever it is Free internet is not working on my area’s gp internet. I tried many tricks and jahid vai’s trick too but nothing happend. Both for my w7 pc and phone.
Also none of my friends and anybody known by me was not successful in this area (even after doing all correctly.) to use free.
(Special methods can be sent)Samerd40000@(gmail).com `

    Level 2

    @M.Sameer: wrong Free internet is working on my area’s gp internet 100% successful

Level 0

আমার মনে হয় এখন কোম্পানিগুলোকে হারামি না বলে আমাদের সরকারকে বলা উচিত…. কারন সরকার আমাদের ইন্টারনেটর এর সেবা পুরোপুরি না দিয়ে বাকি ব্যান্ডউইথ ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে.. সরকার যদি ইচ্ছা করে তাহলেই আমরা বাকি ব্যান্ডউইথ এর মাধ্যমে আমরা অনেক কম দামে ইন্টারনেট ব্যবহার করতে পারি…

ভাই আপনার কি মনে হয় গ্রামিনফোন কোটি কোটি টাকা বেতন দিয়া বিদেশ থেকে কিছু গরু টাইপের IT Engineer নিয়া আসছে ? আপনার ধারনা ভুল । wap.gpwaorld.co এই server কেন খোলা রাখছে যাতে এইটা দিয়া আপনে ফ্রি নেট চালাতে পারেন । এইটা ওদের বন্ধ করতে 1 মিনিট লাগবে না ।আর আপনার কি মনে ওরা এগুলা বুঝে না বা জানে না ?
ওদের কম্পানিতে যারা চাকুরী করে তাদের মধ্যে অনেকে এই ভাবে ফ্রি নেট চালায় । এটা ওরা দেয় বলেই আমরা চালাতে পারি ।ভাই কথা গুলো আপনাকে ছোট করার জন্য বলিনাই ।কষ্ট পেলে নিজগুনে ক্ষমা করবেন

@ REBEL CRAPIEO…Ek dom thik kotha bolecen vai.