আজকে দেখলাম যে Techtunes এ একজন আর একটা New free internet দিয়েছে। কিন্তু আপানারা কেনো বুঝতে পারেছেন না বর্তমানে একটি ফ্রী ইন্টারনেট সবাই চালাচ্ছে। এই অবস্থাই আর একটা ফ্রী ইন্টারনেট কেনো। আপনারা কি আমাদের দরিদ্র দেশের কষ্ট বোঝেন না? যে রক্তচোষা কম্পানি গুলোর জন্য আমার সাধ্যমত ইন্টারনেট চলাতে পারি না। সেই জন্য ফ্রী ইন্টারনেট চালাই।
আর এই রকম বেকুবের মত যদি আমার একটি ফ্রী ইন্টারনেট চুলা কালিন অবস্থাতে আর একটা ফ্রী ইন্টারনেট এর নিয়ম পোস্ট করি তাহলে ২ টা একসঙ্গে যখন বন্ধ হবে তখন অনেক দিন কিছুই করার থাকবে না। এই ব্যাপারে আমি জাহিদ ভাই এর সঙ্গেও কথা বলেছি। তিনি অত্তন্ত সচেতন মানুষ। এবং আমাদের কথা বোঝেন তাই একটা ফ্রী ইন্টারনেট এর নিয়ম পোস্ট করা হলে আর একটা দেন না। যেমনটা সেইদিন আমি জাহিদ ভাই কে বলেছিলাম। Facebook এ পোস্ট করলেন যে আমার হয়ত অনেকেই ভয় করছি যে এই ফ্রী ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আমার কি করব কিন্তু তিনি আর একটা ফ্রী ইন্টারনেট আবিষ্কার করে রেখেছেন । এই বর্তমান ফ্রী ইন্টারনেট বন্ধ হওয়ার ২ ঘন্টার মদ্ধেই তিনি new free internet এর পোস্ট দিয়ে দিবে। এই নিয়ম বন্ধ হলে তবে তিনি নিউ ফ্রী ইন্টারনেট পোস্ট করবেন কারন তিনি সচেতন মানুষ ভালো করে জানেন যে ২ টা একসঙ্গে বন্ধ হলে আরও কিছু দিন আমাদের কষ্টে থাকতে হবে।
অজাথা এই ধরনের বেকুব এর মত কাজ না করে বরং আসুন আমার চিন্তা করি কিভাবে ফ্রী ইন্টারনেট বন্ধের হাত থেকে নিজেদের safe রাখা যাই।
আর ফ্রী ইন্টারনেট বন্ধের কারন হলো গ্রামীন ফোন বুঝে ফেলে যে কি server আর কি proxy ব্যাবহার করা হয়েছে। যেমন simple server এ Phone server wap.gpwaorld.co বেবহার করা হয়েছে। এইসকল জিনিস দেখলে তো গ্রামীনফোন বুঝে জাবেই যে কি ভাবে ফ্রী ইন্টারনেট চলছে। তাই আমাদের এমন কোনো ফ্রী ইন্টারনেট আবিষ্কার করতে হবে যে জেনো কেও না বুঝতে পারে যে কি server ব্যাবহার করা হয়েছে ফ্রী ইন্টারনেট এর জন্য।
আসুন আমার এইরকম কোনো ভুল বা বেকুব এর মত কাজ না করে বরং সার্থক বাঙালি হিসেবে পরিশস্রম করে এমন একটি পদ্ধতি বের করি জেনো কেও না বুঝতে পারে যে কি server ব্যাবহার করা হয়েছে ফ্রী ইন্টারনেট এর জন্য। ইনশাল্লাহ আমার একদিন সফল হব।
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Amar kase to bortomaner tai nai!