Dynadot Dot Com সম্পর্কে রিভিউ প্রয়োজন।

আপনি কি কখনও ডায়নাডট ডট কম থেকে ডোমেইন কিনেছেন?

এখানের সার্ভিস কেমন?

আপনি কি কখনও এখান থেকে ডোমেইন ট্রান্সফার করেছেন?

বাংলাদেশ থেকে যদি কেউ এদের সাথে ডোমেইন কিনে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতার কথা লিখুন।

তাদের হোষ্টিং সার্ভিস কেমন?

এছাড়াও যদি কোন সমস্যা বা  অন্যন্য অভিজ্ঞতা তাদের সাথে থেকে থাকে তাহলে জানান

তথ্যগুলা পেলে উপকৃত হতাম

ধন্যবাদ

Level 0

আমি sumonhoss784। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২ বছরের বেশি সময় ধরে আছি। গোটা বিশেক ডোমেইন কেনা আছে ওদের কাছ থেকে। সার্ভিস বেশ ভাল মনে হয়েছে। তবে কোন ডোমেইন ট্রান্সফার করি নাই। তাই বলতে পারছি না। আর মাঝে হোস্টিং কিনেছিলাম তবে দাম একটু বেশি আর এদিকে বাংলাদেশের হোস্টিংএর খরচা ওদের তলনায় কম তাই মানি ব্যাক করেছি। তবে মানি ব্যাক মানে পেপালে মানি ব্যাক নয়। একাউন্টেই ছিল পরে অন্য ডোমেইন কেনার সময় ইউজ করেছি। পেপাল/স্কীলে আবার ফেরত আনা যায় কি না শিওর না।

তবে গোড্যাডিতে যাভাবে প্রোমো অফার থাকে ওদের ওখানে তা খুব রেয়ার। মাঝে মাঝে দেয় তবে ১-২ ডলার বা ৫-১০% হ্রাস অফার থাকে।

মূলত আনভ্যারিফাইড পেপাল দিয়েও কেনা-কাটা করার জন্যই ওখানে একাউন্ট করেছিলাম।

একবারের একটা ঘটনা বলিঃ ওদের একবার ১ ডলার হ্রাসের একটা অফার চলছিল তবে আমি জানতাম না কিন্তু পরে ফেজবুকে দেখলাম যে অনেকেই ইউজ করছে, তাই আমি ওদের পেজে কমেন্ট লিখলাম যে প্রোমো কোড কি এবং আমি একটা ডোমেইন কিনতে চাই। সাথে এও জানালাম যে আমি প্রোমো কোড ছাড়াই আজ একটা ডোমেইন কিনেছি। একটু পরেই দেখি রিপ্লাই দিয়েছে যে আমার পারচেজ কোড ও একাউন্ট নাম্বার কত , এবং পরে ঐ ১ ডলার আমার একাউন্টে ফেরত দিয়েছিল।

    @এ কে এম বোরহানিছ বাপ্পি: সুন্দরভাবে এবং গুছিয়ে পুরনো অভিজ্ঞতাসহ লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

    তাহলে একটি তাদের থেকে ডোমেইন কিনতে পারি?
    ধন্যবাদ।

Dynadot খারাপ না , তবে আমাকে যে একখান বাঁশ দিছে সারাজিবন মনে রাখার মত ।
আমার প্রায় ৫ টা ডোমেইন ছিলো আমি বেশির ভাগ ই পে করেছি মানিবুকারস দিয়ে কোন সমস্যা হয়নাই ।
তবে একবার আনভেরিফাই পেপাল দিয়ে হোস্টিং এর পেমেন্ট দিতে গিয়ে কি জানি গড়বড় হয় টাকা রিফান্ড করে দেয় এবং আমার পেপাল এবং ডাইনাডট এক্যাউন্ট ব্লক করে দেয়।
কয়েকবার যোগাযোগ করেছি ডাইনাডটের সাথে লাভ হয়নাই বলে আগে পেপাল ভেরিফাই করেন তারপর আপনার এক্যাউন্ট ওকে করা হবে ।
আমি কানাডার অ্যাড্রেস ব্যবহার করে পেপাল খুলেছিলাম ভেরিফাই করা সম্ভব হয়নাই , আমার ডোমেইন গুলাও পাওয়া হয়নাই ।
তবে আপনি ডোমেইন ট্রান্সফার করতে পারবেন সহজে ।

    @Tahrat Shuvo: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। এছাড়াও সময় করে কমেন্টটি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেকদিন ধরেই ব্যাবহার করে আসছি। বেশ কিছু ডোমেইনও আছে। ডোমেইন ট্রান্সফারের প্রয়োজন হয় নাই তাই তাদের ট্রান্সফাস ফিচার সম্পর্কে বলতে পারলাম না।

তবে হোস্টিং খারাপ হবে বলে মনে হয় না। পরিচিত কয়েকজন ইউজ করতেছে।

    @কেএম মুত্তাকী: ভাই কতদিন ধরে ব্যবহার করছেন? কমেন্ট করার জন্য ধন্যবাদ।

ওদের হোস্টিং কখনো ব্যাবহার করি নাই। আমার কয়েকটি ডোমেইন ওদের ওখানে ছিল। এখন নিজেই ডোমেইন হোস্টিং বিক্রি করি, সেই জন্য ওদের থেকে ডোমেইন গুলো নিজের প্যানেলে নিয়ে এসেছি। আপনার যদি ভেরিফাই পেমেন্ট মেথুড থাকে, তবে ওদের থেকে নিতে পারেন।

    @সুমির: প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনার মন্তব্যের জন্য। আপনার মন্তব্যটি পড়ে বুঝতে পারলাম যে, আপনি কোন এক সময় তাদের থেকে ডোমেইন কিনেছিলেনএবং পড়ে তা সফলভাবে ট্রান্সফার করে আপনার নিজের প্যানেলে নিয়ে আসছেন। তাই তো?

    আর হ্যাঁ, ভাই,আমার ভেরিফাইড পেমেন্ট মেথড আছে।

    আচ্ছা ভাই, কতগুলো ডোমেইন আপনি কিনেছিলেন এবং কতগুলো ট্রান্সফার করেছিলেন?
    যদি সফলভাবে ট্রান্সফার করে থাকেন তো ট্রান্সফার করার সময় কোন সমস্যা হয়েছিল? অথবা তারা কোন ডকুমেন্ট চেয়েছিল?

    এতগুলো প্রশ্ন কেন জানতে চাচ্ছি তার কারন হল, যতটা সম্ভব জেনে শুনে ডোমেইন রেজিষ্ট্রার করা উচিত। তাই জিজ্ঞাসা করছি।
    আবারও ধন্যবাদ।