আপনি কি কখনও ডায়নাডট ডট কম থেকে ডোমেইন কিনেছেন?
এখানের সার্ভিস কেমন?
আপনি কি কখনও এখান থেকে ডোমেইন ট্রান্সফার করেছেন?
বাংলাদেশ থেকে যদি কেউ এদের সাথে ডোমেইন কিনে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতার কথা লিখুন।
তাদের হোষ্টিং সার্ভিস কেমন?
এছাড়াও যদি কোন সমস্যা বা অন্যন্য অভিজ্ঞতা তাদের সাথে থেকে থাকে তাহলে জানান
তথ্যগুলা পেলে উপকৃত হতাম
ধন্যবাদ
আমি sumonhoss784। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
২ বছরের বেশি সময় ধরে আছি। গোটা বিশেক ডোমেইন কেনা আছে ওদের কাছ থেকে। সার্ভিস বেশ ভাল মনে হয়েছে। তবে কোন ডোমেইন ট্রান্সফার করি নাই। তাই বলতে পারছি না। আর মাঝে হোস্টিং কিনেছিলাম তবে দাম একটু বেশি আর এদিকে বাংলাদেশের হোস্টিংএর খরচা ওদের তলনায় কম তাই মানি ব্যাক করেছি। তবে মানি ব্যাক মানে পেপালে মানি ব্যাক নয়। একাউন্টেই ছিল পরে অন্য ডোমেইন কেনার সময় ইউজ করেছি। পেপাল/স্কীলে আবার ফেরত আনা যায় কি না শিওর না।
তবে গোড্যাডিতে যাভাবে প্রোমো অফার থাকে ওদের ওখানে তা খুব রেয়ার। মাঝে মাঝে দেয় তবে ১-২ ডলার বা ৫-১০% হ্রাস অফার থাকে।
মূলত আনভ্যারিফাইড পেপাল দিয়েও কেনা-কাটা করার জন্যই ওখানে একাউন্ট করেছিলাম।
একবারের একটা ঘটনা বলিঃ ওদের একবার ১ ডলার হ্রাসের একটা অফার চলছিল তবে আমি জানতাম না কিন্তু পরে ফেজবুকে দেখলাম যে অনেকেই ইউজ করছে, তাই আমি ওদের পেজে কমেন্ট লিখলাম যে প্রোমো কোড কি এবং আমি একটা ডোমেইন কিনতে চাই। সাথে এও জানালাম যে আমি প্রোমো কোড ছাড়াই আজ একটা ডোমেইন কিনেছি। একটু পরেই দেখি রিপ্লাই দিয়েছে যে আমার পারচেজ কোড ও একাউন্ট নাম্বার কত , এবং পরে ঐ ১ ডলার আমার একাউন্টে ফেরত দিয়েছিল।