এবারের সংগ্রাম ইন্টারনেটের দাম কমানোর সংগ্রাম

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?
ভাইয়েরা আমার,
আজ দুঃখ. ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
বর্তমান এ আমাদের দেশের 10 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
কিন্তু 2014 সালে এসেও ইন্টারনেট এর আকাশ্চুম্বি দাম আর গরুর গাড়ির মত স্পিড বেশ হতাসাজনক।
আপনারা সবই জানেন এবং বঝেন।
ইন্টারনেটের ব্যান্ডউইথ এর দাম দফায় দফায় কমান হলেও গ্রাহক পর‍্যায়ে এর কোনো প্রভাব পড়েনি।
যখন দেশে নেটের আকাশ্চুম্বি দাম তখন সরকার হাজারো লোকের প্রানের দাবি উপেককরে-জনগন কে বুড়ো আংুল দেখিয়ে ভারতের কাছে 100Gbps bandwidth মাত্র বার্ষিক 61 কোটি রুপিতে বিক্রি করে দেয়!!!
কি অপরাধ করেছিলাম আমরা???
কেন আজ এদেশের মানুষ হয়েও আমাদের 345 টাকা দিয়ে 1 জিবি ইন্টারনেট কিন্তে হয়???
বন্ধুগন,
ইন্টারনেট এর দাম কমানোর দাবি আমাদের অনেক দিনের।
কিন্তু সরকার বা ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের এ ব্যপারে কোন মাথা ব্যথায় নেই!!!
আজ আমাদের কে তাদের অবিচার অন্যায় সহ্য করতে হচ্ছে।
এটাই কি তবে ডিজিটাল বাংলাদেশ?
অনেক সাধের 3g বহু বছর বাদে দেশে আসল।
কিন্তু হায়! 3g এর যা দাম তাতে কি আমাদের 3g চালানো হবে???
মনে হয় আমাদেরকে 3g এর সপ্ন দেখেই যেতে হবে.....
ধিক্কার যানাই সরকার কে আর রক্তচোষা কুচক্রী লোভী ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের।
বন্ধুগন,
আমরা আর সহ্য করব না।দরকার হলে আন্দলন করব।তবুও এই অন্যায় অবিচার মেনে নেব না।
BTRC কে বল কোন লাভ নেয়। ওরা তো সার্ভিস প্রভাইডারদের গোলাম।
যে করেই হোক এবার আমাদের দাবি মানতেই হবে।
যদি এবারো নেট এর দাম কমানো না হয়,যদি আবার আশা দেখানো হয়,তবে প্রত্যক ফেসবুক এর ওয়াল এ,প্রত্যেক ব্লগ এ আন্দলনের আগুন ছড়িয়ে দাও।
এই আন্দলন এ যুক্ত কর সবাইকে।
এবার সরকার, সার্ভিস প্রভাইডারদের দাস BTRC. আর সার্ভিস প্রভাইডারদের বিরুদ্ধে আন্দলন গড়ে তোল।
আর এর জন্য নিজেকে একটু কাজে লাগাও।
আমরা যারা নেট ব্যবহার করি তাদের সকলেরি ফেসবুক আইডি আছে।
আপনারা এই পোষ্ট টা কপি করে আপনাদের ওয়াল এ পোষ্ট করুন।
আর আপনাদের বন্ধুদের ও করতে বলুন। সবার মাঝে আগুন ছড়িয়ে দিন।
আর ব্লগার ভাইয়েরা আপবারা আপনাদের ব্লগ এ এ সম্পর্কে লিখুন।
আপনাদের একটু ছোট্ট কাজ অনেক বড় কিছু করতে পারে।
আর যদি এত কিছুর পরেও নেট এর দাম না কমায় তবে সাধারন ব্যবহারকারী রা মাসে অন্তত 4 দিন নেট ব্যবহার করবেন না বা খুব কম ব্যবহার করবেন।
কেন করবেন জানেন?
ধরুন দেশে 10 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে।এখন যদি সাধারন ব্যবহারকারি 7 কোটি থাকে র তারা যদি দিনে এক টাকারো নেট খরচ কম করে তবে সার্ভিস প্রভাইডারদের দের দিনে 7 কোটি টাকার ক্ষতি।
ভেবে দেখুন যদি সাধারন ব্যবহারকারী রা মাসে 4 দিন নেট ব্যবহার না করে তবে ওদের কর ক্ষতি হবে!!!?
ওদের শেয়ারের লালবাতি জলবে।।।
সুতরাং নিজেদের ছোট ভাবিয়েন না!
ওদের ভিত আমরা চাইলেই নড়াতে পারি।
তবে তবে একাজে আমাদের সাথে থাকতে হবে।র সবাইকে যানানোর বা একত্রিত করার জন্য ফেসবুক এর মত সাইট আর টেকটিউনস এর মত বড় ব্লগ আর ফোনের ছোট্ট এসএমএস কে ব্যবহার করুন।
মনে রাখবেন আপনাদের ছোট একটু কাজ পুরো কাজটাকে পানির মত সহজ করে দিবে।

আমি সরকার, BTRC আর সার্ভিস প্রভাইডারদের বলছি,,,
অনেক তো হল।এবার রক্তচোষা বন্ধ করুন।
আমরা বাংালি।খুব সহজে খেপি না।কিন্তু খেপ্লে কি করি তা সবাই যানেন।আর যানে ইতিহাস।
এবার নেট এর দাম আপদের কমাতেই হবে।নতুবা আমার মত হাজার লোক যখন আপনাদের বিরুদ্ধে যাবে তখন দৌড়ে ও পালাতে পারবেন না।
আমাদের দাবি মেনে নিন।

পরিশেষে এক্টি কথা বলতে চাই,
°° এবারের সংগ্রাম ইন্টারনেট এর দাম কমানোর সংগ্রাম, এবারের সংগ্রাম রক্তচোষা ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দের বিরুদ্ধে সংগ্রাম°°

Level 0

আমি AponMona Ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tuner ভাই। সম্পূর্ণ ঠিক বলেছেন । ইন্টারনেট এর দাম কমানর সংগ্রাম অনেক বার হয়েছে। সে ২০০৬ থেকে করে আসছি। কিন্তু প্রতিবারই রক্ত চোষা কম্পানি গুলো দাম কমায় নি । এখন ইন্টারনেট এর দাম কমানর জন্য আমাদের সকলের মাসে ৭ দিন ইন্টারনেট না চালানো উচিৎ। সকল এর সহযোগিতাই Mobile Operator দের ক্ষতি করে চলতে হবে।

    Tuner ভাই। সম্পূর্ণ ঠিক বলেছেন । ইন্টারনেট এর দাম কমানর সংগ্রাম অনেক বার হয়েছে। সে ২০০৬ থেকে করে আসছি। কিন্তু প্রতিবারই রক্ত চোষা কম্পানি গুলো দাম কমায় নি । এখন ইন্টারনেট এর দাম কমানর জন্য আমাদের সকলের মাসে ৭ দিন ইন্টারনেট না চালানো উচিৎ। সকল এর সহযোগিতাই Mobile Operator দের ক্ষতি করে চলতে হবে।

Level 0

আপনারা সংগ্রাম করতে থাকেন আর সরকার bandwidth ভারত এ পাচার করতে থাকুক। যেইদিন রাস্তায় নামবেন সেইদিন সন্ত্রাসী বলে পুলিশ গুলি চালাবে আর আপনাদের সব সংগ্রাম শেষ হয়ে যাবে । এইটাই হচ্ছে এই সংগ্রাম এর পরিনতি ।

    @neel333: কিন্তু আমরাও বাঙালি তারা আমাদের রক্ত চুষবে আর আমরা মেনে নেব কক্ষনও না। আপনি নিশ্চয় যানেন ১৯৭১ সালে পাকিস্তানীরা আমাদের ওপর অত্যাচার চালাতে চালাতে যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আমরা কি করেছি ।আমরাও পারি
    গ্রামীন ফোন বাঙলালিংক রবি বা এয়ারটেল অফিসে যেয়ে তাদের সারভার সিস্টেম সব চেঞ্জ করে
    প্রত্যেকটি বাঙ্গালীর জন্য ইন্টারনেট ফ্রি করতে ।যখন আমরা অসাধু প্রসাসনকে হটিয়ে চেয়ারে বসব বাধ্য হবে তারা । তখন প্রত্যেকটি এম পি থেকে মন্ত্রী পর্যন্ত মাঠে নেমে দুহাত জোড় করে ভিক্ষা চাবে বলবে “মাফ চাই , আমরা মাফ সেই ৭১ রের বীর মুক্তি যোদ্ধা থেকে সেই বীর মা ,বীরাঙ্গনা দের কাছে যাদের জীবন -রক্ত দিয়ে জয় এই সোনার বাংলাদেশ। মাফ চাই সেই প্রত্যেকটি বাঙ্গালীর জন্য যাদের সরলতার সুজগে লুট-পুটে খেয়েছি এই সোনার বাংলাদেশ ” ইন্টার প্রোভাইডারের জন্যে কিছুই বললাম না সেই ভার রাখলাম লাল-সবুজের কথা বলা প্রত্যেকটি মানুষের কাছে ………

      Level 0

      @অ্যান্ড্রয়েড গেমওয়ালা: ভাই আপনার কথা গুলা ভালো লাগলো কিন্তু পুলিশ যখন গুলি চালাবে তখন আমরা কি করবো বলেন । এখন কি আর সেই রকম দেশ প্রেমিক আছে?

ভাই আমরা সব পারি।
খালি আমাদের সংগঠিত হতে হবে।
আমরাই পারি এসব হারামিদের শেষ করতে।
আমরা সবাই কাজ করতে পারলে সব ঠিক হয়ে যাবে।
যেদিন সবাই এক হয়ে এক সাথে ওদের পেদানি দিবে তখন বাপ বাপ করেও তাল পাবে না।
কিভাবে এই ওসহ্য নেটের বিল সহ্য করা যায়???
হারামির ফোন বন্ধো সিম এ অফার দেয়। আরে শালা যারা সারা বছর টাকা খরচ করে নেট চালাই তাদের অফার না দিয়ে যারা সিম বন্ধ করে তাদের অফার দেয়…
এদের চেয়ে রাস্তার কুত্তাও ভাল।
র একটা জিনিস জিপি ক্লিক প্যাকেজ হিসেবে কিছুদিন আগে 2.88 পয়সাই 7 এমবি দিল 3 দিনের জন্য।
যদিও সব সিম এর জন্য ছিল না।
কিন্তু কিছুদিন পর একি অফার প্রায় একি টাকা তে মাত্র 4 এমবি দিচ্ছে।
কত্ত বড় হারামি দেখছেন????
এদের কলিজা মুরগির চেয়েও কম।
খালি আমরা যদি এক হই প্যান্ট খুলে পালাবে।
এদের উপর মেজাজ প্রচন্ড গরম আছে।

ভাই আস্তে আস্তে পেইন দিব।
একেবারে পেইন দিলে মারা যাবে।
ওদের মত শয়তান দের পেইন দিয়ে না মারলে শান্তি নাই।@প্রযুক্তি প্রেমিক

Level 0

Vai ame ase … abr thake Teletalk ray sara jabe na oray bass ditay hobe ………

Level 0

apnar sathe ami ek mot poson korchi. amader sanggothonik soktir okkhomotar jonno protibar e amader andolon badha grostho hocche,, amar mone hoy ai dabi amader sokoler. so……. akhon gonojagoron ghotate hobe…………….. i we need a good leader, bcoz kono andolon e leadership chara tar gontobbe pouchate pare na ,

Level 0

আসুন, নেট ব্যবহারকারীদের প্রাণের দাবীতে আমরা সবাই এক হই। ইন্টানেট এক্সপার্ট ভাইদের কাছে একটি প্রশ্ন, 100GBPS বাৎসরিক ৬১ কোটি রুপী হলে 1GB এর দাম কত হয় কেউ বলবেন কি?

Level 0

ভাইয়েরা এই টিউনটি বেশিবেশি করে ফেসবুকে পোস্ট করুন।প্রয়োজনে রাস্তায় নামুন।আমরা আছি আপনাদের সাথে।মনে রাখবেন প্রাণের মায়া করে কোনদিন কোন আন্দলন সফল হয়নি। বীর বাঙালি এগিয়ে চলো।

ভাইয়েরা এইভাবে সবাই এক হলে কারো বাপের ক্ষমতা নাই আমাদের আটকায়। আপনারা সবাই একসাথে থাকুন। র ফেসবুক এর ওয়াল ও পেজ আর গ্রুপ এ এই ধরনের পোষ্ট দিন । আমি তাড়াতাড়ি একটা গ্রুপ খুলসি।
আপনারা ফেসবুক এ আমাকে Aponmona Ripon এই. আইডি তে পাবেন। আর লিডার কাকে বানানো হবে ওটা সবার মতামত নিয়ে নির্বাচন করতে হবে।
আপনারা গ্রুপ এ join করে আপনাদের মতামত দিবেন।

গ্রুপ খোলা শেষ। আপনারা সবাই ‘দশের লাঠি একের বোঝা’
এই গ্রুপ টায় জয়েন করুন। আপনারা আপনাদের মতামত দিন।
গ্রুপ লিংক :-http://www.facebook.com/groups/281890288631288

লাভ নেই, সরকার শিক্ষকদের উপরও পিপার স্প্রে ব্যবহার করতে দিধা করেনি।

@all : কত লেখালেখি হল কত ,নেটে আলচনা হল , কিচ্ছু লাভ হয়নাই ! আসেন না ভাই সকলে মিলে একটু সামান্য একটু কস্টকরে আন্দলনে নামি ! সবাই ঐক্যবদ্ধ হই ! আসেন না প্লিস !

Level 0

কঠিন আন্দোলন গড়ে তোলা ছাড়া উপায় নাই। আসুন সবাই যার যার অবস্থান থেকে জনমত গড়ে তুলি।
সমস্বরে আওয়াজ তুলি- ব্যান্ডউইথের দাম কমিয়ে দাও, কমাতে হবে…

ভাই একমত হতে না পারেন দয়া করে লাভ নেই কথাটা বলে উতসাহ নষ্ট করবেন না।
যদি আমরা একমত হয়ে কাজ করি তবে সরকারের বাপ দাম কমাতে বাধ্য হবে।
আপনার সবাই আমাদের গ্রুপ এ জয়েন করে আপনাদের মতামত দিন।এত দাম দিয়ে নেট কিভাবে চালান যাই?
অন্য দেশ গুলার দিকে একবার তাকালেই বুজবেন।এ সম্পরকে পোষ্ট দিতে হবে। মানষকে সচেতন করতেই হবে@All

Level 0

ভাই সরকার এর কাছে দাবি জানাতে হবে। অথবা স্মারক লিপি দিতে হবে এবং এইটা বুজাইতে হবে। ইনসাআল্লাহ কাজ হবে।

Level 2

আপনাদের যত রাগ ক্ষোভ সব তো অনলাইনে কেয়-বোর্ড দিয়া ঝাইড়া ফেললেন। আর বাইরে আন্দোলন কইরা লাভ নাই।

ভাই অনলাইন এ পুলিশ গুলি করে না
আপাতত আন্দলন টা অনলাইন এ হোক।
যদি তাও দাম না কমায়, মাসে 4 দিন নেট চালাব না।
তাও না কমালে সরকারের কাছে দাবি জানাবো।
তাও না কমালে রাস্তায় নামব।

    Level 0

    @ARIFUZZAMAN RIPON: ঠিক বলছেন ভাই আপনাকে ধন্যবাদ!

বিরক্ত হয়ে গেছি। আর না। সহ্যর একটা সীমা আছে। এবার শালার নেট এর দাম কমিয়েই ঠাণ্ডা হব।

ঠিক বলছেন ভাই। অসহ্য হয়ে গেছে।
মাঝে মাঝে মন হয় ওই কুত্তাদের সার্ভার পুড়িয়ে দিয়ে নিজেই একটা কোম্পানি বানাই।কি হয় একটু দাম কমিয়ে দিলে?????

Level 0

এই কচ্ছপ গতির ইন্টারনেট এবং আকাশ চুম্বি দাম সত্যিই হতাশা জনক