বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?
ভাইয়েরা আমার,
আজ দুঃখ. ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
বর্তমান এ আমাদের দেশের 10 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
কিন্তু 2014 সালে এসেও ইন্টারনেট এর আকাশ্চুম্বি দাম আর গরুর গাড়ির মত স্পিড বেশ হতাসাজনক।
আপনারা সবই জানেন এবং বঝেন।
ইন্টারনেটের ব্যান্ডউইথ এর দাম দফায় দফায় কমান হলেও গ্রাহক পর্যায়ে এর কোনো প্রভাব পড়েনি।
যখন দেশে নেটের আকাশ্চুম্বি দাম তখন সরকার হাজারো লোকের প্রানের দাবি উপেককরে-জনগন কে বুড়ো আংুল দেখিয়ে ভারতের কাছে 100Gbps bandwidth মাত্র বার্ষিক 61 কোটি রুপিতে বিক্রি করে দেয়!!!
কি অপরাধ করেছিলাম আমরা???
কেন আজ এদেশের মানুষ হয়েও আমাদের 345 টাকা দিয়ে 1 জিবি ইন্টারনেট কিন্তে হয়???
বন্ধুগন,
ইন্টারনেট এর দাম কমানোর দাবি আমাদের অনেক দিনের।
কিন্তু সরকার বা ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের এ ব্যপারে কোন মাথা ব্যথায় নেই!!!
আজ আমাদের কে তাদের অবিচার অন্যায় সহ্য করতে হচ্ছে।
এটাই কি তবে ডিজিটাল বাংলাদেশ?
অনেক সাধের 3g বহু বছর বাদে দেশে আসল।
কিন্তু হায়! 3g এর যা দাম তাতে কি আমাদের 3g চালানো হবে???
মনে হয় আমাদেরকে 3g এর সপ্ন দেখেই যেতে হবে.....
ধিক্কার যানাই সরকার কে আর রক্তচোষা কুচক্রী লোভী ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের।
বন্ধুগন,
আমরা আর সহ্য করব না।দরকার হলে আন্দলন করব।তবুও এই অন্যায় অবিচার মেনে নেব না।
BTRC কে বল কোন লাভ নেয়। ওরা তো সার্ভিস প্রভাইডারদের গোলাম।
যে করেই হোক এবার আমাদের দাবি মানতেই হবে।
যদি এবারো নেট এর দাম কমানো না হয়,যদি আবার আশা দেখানো হয়,তবে প্রত্যক ফেসবুক এর ওয়াল এ,প্রত্যেক ব্লগ এ আন্দলনের আগুন ছড়িয়ে দাও।
এই আন্দলন এ যুক্ত কর সবাইকে।
এবার সরকার, সার্ভিস প্রভাইডারদের দাস BTRC. আর সার্ভিস প্রভাইডারদের বিরুদ্ধে আন্দলন গড়ে তোল।
আর এর জন্য নিজেকে একটু কাজে লাগাও।
আমরা যারা নেট ব্যবহার করি তাদের সকলেরি ফেসবুক আইডি আছে।
আপনারা এই পোষ্ট টা কপি করে আপনাদের ওয়াল এ পোষ্ট করুন।
আর আপনাদের বন্ধুদের ও করতে বলুন। সবার মাঝে আগুন ছড়িয়ে দিন।
আর ব্লগার ভাইয়েরা আপবারা আপনাদের ব্লগ এ এ সম্পর্কে লিখুন।
আপনাদের একটু ছোট্ট কাজ অনেক বড় কিছু করতে পারে।
আর যদি এত কিছুর পরেও নেট এর দাম না কমায় তবে সাধারন ব্যবহারকারী রা মাসে অন্তত 4 দিন নেট ব্যবহার করবেন না বা খুব কম ব্যবহার করবেন।
কেন করবেন জানেন?
ধরুন দেশে 10 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে।এখন যদি সাধারন ব্যবহারকারি 7 কোটি থাকে র তারা যদি দিনে এক টাকারো নেট খরচ কম করে তবে সার্ভিস প্রভাইডারদের দের দিনে 7 কোটি টাকার ক্ষতি।
ভেবে দেখুন যদি সাধারন ব্যবহারকারী রা মাসে 4 দিন নেট ব্যবহার না করে তবে ওদের কর ক্ষতি হবে!!!?
ওদের শেয়ারের লালবাতি জলবে।।।
সুতরাং নিজেদের ছোট ভাবিয়েন না!
ওদের ভিত আমরা চাইলেই নড়াতে পারি।
তবে তবে একাজে আমাদের সাথে থাকতে হবে।র সবাইকে যানানোর বা একত্রিত করার জন্য ফেসবুক এর মত সাইট আর টেকটিউনস এর মত বড় ব্লগ আর ফোনের ছোট্ট এসএমএস কে ব্যবহার করুন।
মনে রাখবেন আপনাদের ছোট একটু কাজ পুরো কাজটাকে পানির মত সহজ করে দিবে।
আমি সরকার, BTRC আর সার্ভিস প্রভাইডারদের বলছি,,,
অনেক তো হল।এবার রক্তচোষা বন্ধ করুন।
আমরা বাংালি।খুব সহজে খেপি না।কিন্তু খেপ্লে কি করি তা সবাই যানেন।আর যানে ইতিহাস।
এবার নেট এর দাম আপদের কমাতেই হবে।নতুবা আমার মত হাজার লোক যখন আপনাদের বিরুদ্ধে যাবে তখন দৌড়ে ও পালাতে পারবেন না।
আমাদের দাবি মেনে নিন।
পরিশেষে এক্টি কথা বলতে চাই,
°° এবারের সংগ্রাম ইন্টারনেট এর দাম কমানোর সংগ্রাম, এবারের সংগ্রাম রক্তচোষা ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দের বিরুদ্ধে সংগ্রাম°°
আমি AponMona Ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tuner ভাই। সম্পূর্ণ ঠিক বলেছেন । ইন্টারনেট এর দাম কমানর সংগ্রাম অনেক বার হয়েছে। সে ২০০৬ থেকে করে আসছি। কিন্তু প্রতিবারই রক্ত চোষা কম্পানি গুলো দাম কমায় নি । এখন ইন্টারনেট এর দাম কমানর জন্য আমাদের সকলের মাসে ৭ দিন ইন্টারনেট না চালানো উচিৎ। সকল এর সহযোগিতাই Mobile Operator দের ক্ষতি করে চলতে হবে।