আমরা সাধারনত বড় আকারের কোন ফাইল শেয়ার করতে ভয় পাই। কারন আমাদের নেটের যা গতি তাতে বড় ফাইল আপলোড করা বেশ দুরুহ। যেদিন বিশ্বকাপ শুরু হয় সেদিন থেকেই চেষ্টা করছিলাম শাকিরার ভিডিও গানটা আমি মিডিয়া ফায়ারে আপলোড করব। কিন্তু ৩ বার চেষ্টা করেও করতে পারিনি। এই সমস্যার সমাধানের চেষ্টা করছিলাম হঠাৎ পেয়ে গেলাম একটি সাইটের খোজ (না সফটওয়্যার) এখানে অনেক বড় ফাইল কোন রকম লগইন ছাড়া শেয়ার করা যায়।
যেকোন বড় ফাইল শেয়ার করার এর চেয়ে কাযর্কর কোন সফটওয়্যার আছে কিনা সন্দেহ। আবার এর একটি সুন্দর এডওনস আছে যা ফায়ারফক্স/ক্রোম/এক্সপ্লোরার ইত্যাদির সাথে সুন্দর কাজ করে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কাস্টম ডাউনলোড ইউআরএলও বেছে নিতে পারেন। ঠিকানা: http://www.drop.io সবাইকে ধন্যবাদ।
আমি মাহাবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়, কোন প্রাপ্তিই দেয়না পূর্ণ তৃপ্তি... হেলাল হাফিজ
শেয়ার করার জন্য ধন্যবাদ।