দেশের চেয়ে ৫০ শতাংশ কম মূল্যে বাংলাদেশ ভারতে ইন্টারনেট রপ্তানী করছে।

সামুতে পেলাম। খুবই খারাপ লাগল তাই শেয়ার করলাম। আমরা যে নেট কানেকশন ব্যবহার করি তাকে আমরা স্লো বলতে পারি না। একে বলতে হবে সুপার স্লো(বা আরও বেশি কিছু)। এর উপর ভাগ বসাচ্ছে ভারত তাও আবার ৫০% কম মূল্য। মূল পোষ্টটি তুলে ধরা হল।

কেন এই রপ্তানীঃ ভারতকে টেলিকরিডোর দেয়া হচ্ছে। ভারতী এয়ারটেল ও রিলায়েন্স কমিউনিকেশন্স যৌথভাবে বিটিআরসির কাছে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতে ফাইবার অপটিক নেটওয়ার্কের টেলিকরিডোর স্থাপন করার অনুমতি চাওয়ায় সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে গত ডিসেম্বরে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। তবে এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

বর্তমানে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো ভিস্যাটের মাধ্যমে ভারতের কেন্দ্র ও বহির্বিশ্বের সঙ্গে যুক্ত, যা খুবই ব্যয়বহুল। তাই গোপনীয়তা বজায় রেখে এই টেন্ডারে কোরিডোরে ব্যাবন্ডউইথ দেয়া হবে অর্থাৎ ভারতে ইন্টারনেট রফতানী করা হবে।

বাংলাদেশ তার অভ্যন্তরে বিশ্বের সর্বনীম্ন মূল্যের চেয়ে তিনগুন বেশি মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করছে।

মূল লিঙ্ক এখানে

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন টা পড়ে খারাপ লাগলো।

Level 0

আমাদের সোনার বাংলা, আসলেই সোনার বাংলা আছে? আমাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা আছে। আমরা চালাই ১২-১৮ কেবি ৮০০ টাকা দিয়া, সেখানে ভারত ৫০% কম মূল্যে ইন্টারনেট পাবে!!!!!! আমাদের দেশের নেট কেন দেব ওদের? ভারতের দালাল রা দেশকে ডিজিটাল করতেছে।

valoi to……………………………………………………………………

http://www.rangpurjob.blogspot.com

    কোন দিক দিয়ে ? আমার তো নিজের চুলই ছিড়তে ইচ্ছা করছে ।

Level 0

ভাই এটাই হলো ডিজিটাল বাংলাদেশের অংশ। আরো কত কি দেখতে পাবেন পরবর্তীতে। আশায় থাকেন একদিন এ দেশ ভারতের অঙ্গরাজ্য হতে পারে ডিজিটাল করতে গিয়ে

    Level 0

    বাংলাদেশ DigiTAL = বাংলাটাল অংগরাজ্যের ব্রেকিং নিউজ ………………

আমাদের দুঃখ করা ছাড়া কিছুই করার নেই।

Level 0

this is the sample of a freedom country, this is possible only for Bangladesh. freedom means, we have no dimension of our sea, we have no capability to take our resources from our mines by ours.any way here the definition of “freedom” is applicable only for Bangladesh.the freedom war of 1971 is only is the history, not more than that.what a unlucky nation we are!!!!!!!!!!!!!!!

Level 0

this is the time to be fight again to get our appropriate right. be aware……………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

দেশ ডিজিটাল হবে কি না জানি না। তবে ভরতের চাপে টাল হবে এটা বোঝা যাচ্ছে ২৫০%।আর আমাদের ব্যন্ডউইথ ওদের কেন দিব এ কথা আমাদের যোগাযোগ মন্ত্রালয় ভালো বলতে পারবে। আর পারবে মন্ত্রির পিএ যে পকেটে কত গেল……………………………..

    ঐ যে উপরের ছবিতে পারভেজ এম আসরাফ এর মোবাইল ও ইমেইল দেওয়া আছে ওনার কাছে কি জিজ্ঞাসা করলে হয় না।

    সাবধন ip ট্রাক করে ধরে নিয়ে যাবে উরি বাবা।

এই ভাবে কি ডিজিটাল বাংলাদেশ গড়া যাবে ?

আমার মনে হচ্ছে এটা Already শুরু হয়ে গেছে । তা-না- হলে আমার নেট কয়েকদিন ধরে এত Slow যাচ্ছে কেন !?!?!? এই টেকটিউনসে ঢুকতে এখন আমার ৫ মিনিটের মত সময় লাগছে । ভয়ে এখন আর টেকটিউনসে ঢুকতে মন চায় না !!

আলহামদুলিল্লাহ পরেন ৫০% নিছে পুরা ফাওতো আর নেয় নাই!সেটা চাইলেও মনে হয় আমাদের সরকার দিত,কারন মনেরই টান বড় টান ভালবাসার কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা,জনগনের দিকে নজর দেয়ার সময় কই বরং নিজেদের দিকে নজর দিলেই বেশী লাভ।
তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    সবাই বলেন আলহামদুলুল্লাহ

    ঠিক বলছেন আতাউর ভাই… । আমরা লিমিটেড ব্যান্ডউইথ, স্লো কানেকশন আর বেশি খরচের জন্য ইন্টারনেট থেকে উবুন্টূ নামাতে বিষম খাই আর তারা আমাদের ব্যান্ডুইথ ইন্ডিয়া রে বেচে অর্ধেক দামে।

এইটির নাম কি বলবো কেন ভাই বলে না ইয়ে হে হামারা ডিজিটাউটার ( ভাই কেও কিছু মনে কইরেন না আমি একটু হিন্দি ব্যবহার করলাম)

……….
. .
. .
. .
. .
. .
. .
. …

ডিজিটাল সরকার এর চেহারায়…

ডিজিটাল পাগল সরকার। এই আর কি সবই ভারতকে দিয়ে দাও।আমরা সব সাইটে পিছনে থেকে গেলাম।মনে হয় কপালটাই খারাপ আমাদের।

    মনে হয় মানে…….পুরা কপালটাই খারাপ……..একত থার্ড ওয়ার্ল্ড কানন্ট্রিতে পরছি আরেক থার্ডক্লাস ডিজিটাল সরকার

Level 3

আমার নেটের স্পিড ৩ থেকে ৫ কি.বা.। ডাউনলোড তো করিনা স্পিডের ভয়ে আবার এ ধরণের খবর দিলেন।

খুবই খারাপ লাগছে খবরটা জেনে, আমাদের দুঃখ আর নিন্দা করা ছাড়া কিছুই করার নেই।
ডিজিলাল করেই ছাড়বে

Level 0

এর কি কোন প্রতিকার আমাদের কাছে নেই????

    প্রতিকার ? হাসালেন আপা, যখন প্রতিকার এর সময় হয় তখনতো নাকি কান্না দেখে আমরা সব ভুলে যাই।

    @প্রচেষ্টা : সবসময় আমরা একটাই ডায়লগ শুনি, “আমি আমার পরিবাররের সবাইকে হারিয়েছি” ।

কি আর বলব সরকারই দেশটাকে পিছিয়ে নিচ্ছে। ডিজিটালের নামে এরা যা শুরু করছে। আমাদের দুঃখ ছাড়া আর কিছু করার নেই।

আ-হা-রে- আমার অভাগা দেশ!
আর আমাদের কিছুই করার নাই—- আসুন উক্ত নাম্বারে সবাই একবার করে ফোন করে ব্যটারে জিজ্ঞাসা করি— কারন কি? আপনারা কী বলেন।

আমার মনে হয় সবার এই ব্যপার নিয়ে সচ্চার হওয়া উচিত ….

দুঃখজনকভাবে হাস্যকর!
বাংলাদেশের নেওয়া ৮০গিবা ব্যান্ডউইথ-এর যেখানে মাত্র ১০গিবা সারা দেশে ব্যবহার হয় সেখানে আবার কি দিবে?
ঊচ্চমূল্যের কারণেই কোনো ISP সরকারের কাছ থেকে বেশি ব্যান্ডউইথ কিনতে চায়না।
আমি বুঝিনা, সরকারিভাবে ঐ ৮০গিবা’র proper use করার স্টেপ কেন নেয়া হচ্ছেনা; টেলিটকের বিজনেস এত খারাপ – ওরা কিন্তু এই দিয়ে নিজেদের পজিশনটা বেশ ভাল করে নিতে পারতো! 🙁

Level 0

ডিজিটার সরকারের এনালগ কর্মকান্ড।