সামুতে পেলাম। খুবই খারাপ লাগল তাই শেয়ার করলাম। আমরা যে নেট কানেকশন ব্যবহার করি তাকে আমরা স্লো বলতে পারি না। একে বলতে হবে সুপার স্লো(বা আরও বেশি কিছু)। এর উপর ভাগ বসাচ্ছে ভারত তাও আবার ৫০% কম মূল্য। মূল পোষ্টটি তুলে ধরা হল।
ড
কেন এই রপ্তানীঃ ভারতকে টেলিকরিডোর দেয়া হচ্ছে। ভারতী এয়ারটেল ও রিলায়েন্স কমিউনিকেশন্স যৌথভাবে বিটিআরসির কাছে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতে ফাইবার অপটিক নেটওয়ার্কের টেলিকরিডোর স্থাপন করার অনুমতি চাওয়ায় সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে গত ডিসেম্বরে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। তবে এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
বর্তমানে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো ভিস্যাটের মাধ্যমে ভারতের কেন্দ্র ও বহির্বিশ্বের সঙ্গে যুক্ত, যা খুবই ব্যয়বহুল। তাই গোপনীয়তা বজায় রেখে এই টেন্ডারে কোরিডোরে ব্যাবন্ডউইথ দেয়া হবে অর্থাৎ ভারতে ইন্টারনেট রফতানী করা হবে।
বাংলাদেশ তার অভ্যন্তরে বিশ্বের সর্বনীম্ন মূল্যের চেয়ে তিনগুন বেশি মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করছে।
মূল লিঙ্ক এখানে।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউন টা পড়ে খারাপ লাগলো।