বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফরম সাইটে স্বাগতম।

বাংলাদেশ সরকারের ই-সিটিজেন সার্ভিস প্রচষ্টার অংশ বিশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারী ফরমসমূহ ওয়েবসাইট ও সিডিরম মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণের ব্যবহারোপযোগী করে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করার উদ্যোগ গ্রহন করেছে। এই ওয়েব সাইটের আওতায় প্রাপ্তব্য সরকারী ফরমগুলো সিলেক্ট, ভিউ, ডাউনলোড করাসহ ইলেকট্রনিক মাধ্যমে পরুণ করা ও ছাপানো যাবে। উপরন্তু ওয়েবসাইটে প্রাপ্ত খালি ফরম স্ব-হস্তে পূরণপূর্বক যথাযথ কৃর্তপক্ষ বা অফিস বরাবরে প্রেরন কারা যাবে।

লিংক: http://www.forms.gov.bd

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুরুটা ভালই হয়, এখন দেখার বিষয় কোথায় গিয়ে শেষ হয়। ধন্যবাদ আপনাকে।

thx vai..

িডিজটাল পਤিতেত সংরিਉত বাংলােদশ সরকােরর অিফিসয়াল ফরম-এর সাইেট আপনােদর ਖ਼াগতম ৲

সরকারি সাইটের এই অবস্থা কেন ? আমার পিসিতে লেখা গুলো এরকম দেখায়।

    আমারও তো ভাই একই অবস্থা। fonts থাকলে please লিংকটা দিবেন, ভুইলেন না যেন !!!

    Level 0

    Microsoft internet explorer এই সাইটটির লেখা গুলো ভালো দেখায়।

Thanks brb

Level 0

হয় হয়
সরকার যে কন্ঠে থেইকে DigiTal বাংলাদেশ গইড়বে তাই দেইখবার বিষয়

Level 0

এরি সাথে সাথে আপনি ছক্কা মেরেছেন, কিন্তু আপনি ক্লাসিক শট মারেননি
আরো কোয়ালীটি সম্পন্ন টিউন হতে হবে।
উদাহরন স্বরূপ বলা যায় আমি যদি ১টা না ৪-৫ ওয়েবসাইট নিয়েই একটা টিউন করি তাহলেত আমিই টপ টিউনার হয়ে যেতাম

এই যদি হয় ডিজিটাল সরকারের ওয়েব সাইটের লেখা তা হলে আর কি বলব,আমাদের সরকারের ভান্ডারে এমন একজন বিশেষজ্ঞও নাই যে একটা ভাল বাংলা ওয়েব সাইট বানাতে পারে তাহা হইলে পুরা বাংলাদেশ কি করে ডিজিটাল হবে আমার বুঝে আসেনা।

যাক খারাপ হলে ও চেষ্টা করছে।

কাজের জিনিস দিয়েছেন। অনেক ধন্যবাদ।