যারা এই চাঁদের পাহাড় সম্পরকে জানেন না তাদের বলছি। এইটি মুলত আফ্রিকার জঙ্গলকে নিয়ে সংকরের (সিনেমাতে দেব যার ভূমিকা করছে।) দুঃসাহসিক অভিজান। আর সংকরের সঙ্গি ডিয়েগো এল্ভারেজ। বিপদ এর ওপর বিপদ। খাবার ফুরিয়ে যায়। পথ হারায় তারপর death circle (Death Circle মানে হলো বিস্তীর্ণ Africa বা মরুভুমিতে একিই জাইগাতে মাসের পর মাস আপনি ঘুরবেন মনে হবে আপনি কতো দূর চলে গেছেন কিন্তু আপনি ওই জাইগাতেই আছেন। ঘুরে ফিরে একি জাইগাতে বারবার থাকতে থাকতে একসময় মারা পড়বেন ) এ পড়ে । তারপর আরো অনেক বিপদ থাকে যেমন ব্ল্যাক মাম্বা সাপ এর কবল এ পড়ে সংকর। তাছাড়াও সিংহ বাঘ ইত্যাদি তো আছেই।
আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা শোনার পড় যদি না ভালো লাগে then আমার সাথে বোঝা পড়া করবেন।
আর মুল কথা কোনো উপন্যাস যদি শুয়ে বসে শেষ করা যাই তাঁর মত মজাদায়ক আর কি হতে পারে।
আপনারা হয়ত অনেকে sunday suspense শুনে থাকেন। এর মত মজাদায়ক জিনিস বোধ হয় এর নেই। আমার তো a to z collection আছে। কিন্ত এই sunday suspense এর তৈরি কারকরাই readio mirchi team এক সময় তৈরি করলো চাদের পাহাড়। যা একবার শুনলে বার বার শুনতে মনে যাবে।
Download Now
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tahmid Hasan@যদি অনন্য বাক্তিদেরকে জ্ঞানের কথা জানতে পারি তাহলে লেখাতো যাইয় ।আপনাকে ধন্যবাদ সময় পেলে দেখব।