অনেক দিন হল কোন Tune করি না সময়ের অভাবে।আজ অনেকদিন পর হাজির হলাম একটা অতি দরকারি Tips নিয়ে।আমরা অনেকে ইতি মধ্যেই GP তে ৯ টাকায় ১GB এবং ২০ টাকায় ১GB অফার টা নিয়েছি।কিন্তু সেটার মেয়াদ প্রায় শেষের দিকে তাই হয়তো আপনি ভাবছেন বড় কোন ফাইল ডাউনলোড দিয়ে MB গুলকে শেষ করে দিই।কিন্তু না আপনি মাত্র ২.৮৮ পয়সায় আপনার অব্যাবহিত MB এর মেয়াদ ১ মাস বাড়িয়ে নিতে পারেন।এর জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন............ 🙄
প্রথমে *500*0# এটা ডায়েল করুন।এতে আপনার P1 প্যাকেজ টি চালু হবে।এটা Confrim হওয়ার পর যেকোনো একটি ছোট প্যাকেজ কিনুন ।GP এর সবচেয়ে ছোট প্যাকেজ হল P11 (2.88/=)এটা কিনতে ডায়েল করুন *111*6*1*2*1*5# এবার দেখুন আপনার নেটের মেয়াদ ১ মাস বেড়ে গেছে।
এই Tune টি এখানে আগে করা থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত!!! 😥
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal
Thanks for your tune but 3G meyad barabo kivabe??????????