পরম করুনাময় আল্লাহতায়ালার নামে শুরু করছি।
আশা করি আল্লাহর অশেষ দয়ায় সকলে ভালো আছেন
জিপ ফাইল খুলতে সফটওয়্যার লাগে এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি যখন অন্যের কম্পিউটারে কাজ করবেন তখন সেখানে জিপ ফাইল খোলার সফটওয়্যার না-ও থাকতে পারে।তখন যদি দরকারী কোন জিপ ফাইল খোলার দরকার পড়ে তাহলে কি করবেন ? এরকম বিপদে আপনার সহায় হতে পারে http://www.openrarfile.com/ ওয়েবসাইটটি।এই সাইট থেকে ZIP, RAR ফরম্যাটের ফাইল আনজিপ,কম্প্রেস করতে পারবেন।
মনে করুন,আপনি অনলাইন থেকে একটি জিপ ফাইল ডাওনলোড করবেন যার ভেতরের একটি ফাইলই শুধু আপনার দরকার,বাকী ফাইলগুলো দরকার নেই।আপনি ইচ্ছে করলে বেছে বেছে শুধু ঐ একটি ফাইলই আলাদাভাবে ডাওনলোড করে নিতে পারবেন।আশা করি এর গুরুত্ব বোঝাতে পেরেছি।
টিউনটি যখন পড়েই ফেলেছেন তাহলে কমেন্ট দেয়ার কথা ভুলে যাবেন না।কারন কমেন্ট ছাড়া একটি টিউনের ভালো মন্দ বোঝা সম্ভব নয়।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
ভাই টিউন টা ভাল কিন্তু জিপ বা র্যার খুলতে কি ঐ ওয়েব সাইটে ফাইল আপলোড করতে হবে।যা অনেক সময়ের ব্যাপার ছোট ফাইল হলে কোন অসুবিধা নাই কিন্তু বড় ফাইল হলে সমস্যা।আর এ ৫ মেঃবাঃ এর বেশি ফাইল আপলোড হয় না মনে হয়।
টিউন টির জন্য ধন্যবাদ।
সাইটে কোন কিছু আপলোড করলে নিচের মতো লেখা আসে।
Unlimited Lifetime Access $7.97
Unlimited Use of OpenRarFile.com
Free Software to Quickly & Easily Open Large Rar Files On Your Desktop (recommended for large files over 5mb)
Unlimited Technical Support & Troubleshooting
Rar File Open Guarantee – 100% Guarantee to Open Your File or Your Money Back