অ্যালেক্সা ডট কম হল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি সাইট যা সকল ওয়েব সাইটের ট্র্যাফিক বিষয়ক তথ্য প্রদান করে থাকে। আলেক্সা ডট কম সম্পর্কে প্রায় সবাই জানে। অ্যালেক্সা আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে আপনার সাইটের র্যাংক, শতকরা পেজ ভিউ, বাউন্স রেটসহ আরও অনেক ধরনের তথ্য প্রদান করে থাকে। তাই ওয়েবসাইট বা ব্লগের সত্ত্বাধিকারীদের কাছে অ্যালেক্সা র্যাংকিং অনেক গুরুত্বপূর্ণ। যদিও এখনও অনেকের কাছে অ্যালেক্সা র্যাংকিং অধিক গুরুত্বপূর্ণ মনে করেন না। কিন্তু এখন সময় পাল্টে গেছে। অ্যালেক্সা র্যাংকিং এখন প্রায় সবার কাছেই গুরুত্বপূর্ণ। যাদের ব্লগ বা ওয়েব সাইট নেই তারাও অ্যালেক্সার অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ধরুন, একটি ওয়েব সাইট আপনি ভিজিট করেছেন। সেই সাইট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইলে অ্যালেক্সায় গিয়ে জেনে নিতে পারবেন।
অ্যালেক্সা এর ব্যবহারকারীদের জন্য একটি ব্রাউজার টুলবারের-ও ব্যবস্থা রেখেছে। টুলবারটি ডাউনলোড করলে আপনি যেকোন ওয়েবসাইটে ভিজিট করলে ব্রাউজারে তাৎক্ষনিক সেই সাইটের গ্লোবাল র্যাংক এবং কান্ট্রি র্যাংক জানতে পারবেন। ফলে আপনাকে সেই সাইটের র্যাংক জানতে অ্যালেক্সা ডট কমে গিয়ে আলাদাভাবে জেনে নিতে হবেনা। এছাড়াও শুধু র্যাংক নয়, আরও কিছু সুবিধা পাবেন এই টুলবারে। আর টুলবারটি যদি আপনার সাইটের ব্যবহারকারির ব্রাউজারে ইন্সটল দেয়া থাকে এবং সেই ভিজিটর যদি আপনার ব্লগ বা সাইটে ভিজিট করে তবে আপনার র্যাংক বাড়াতে এই টুলবারটিই অনেক কার্যকরী হয়ে উঠবে।
অ্যালেক্সা টুলবারের ফিচারসমূহঃ
- ওয়েব সার্চঃ অ্যালেক্সা টুলবারে আপনি একটি সার্চ বক্সও পাবেন। যেখানে আপনি ইন্টারনেটে যেকোন কিছু সার্চ করতে পারবেন।
- সাইট ইনফোঃ এই অপশনে আপনি যে সাইটে ভিজিট করবেন সেই সাইটের Global Rank এবং Country Rank জানতে পারবেন। ফলে একটি সাইটের জনপ্রিয়তা আপনি সহজেই বুঝে উঠতে পারবেন।
- রিলেটেড লিঙ্কঃ আপনি কোন ওয়েব সাইট ভিজিট করলে সেই সাইটের মতই অনান্য সাইট বা লিংকসমূহ প্রদর্শন করবে অ্যালেক্সা টুলবার।
- ওয়ে ব্যাক মেশিনঃ এই অপশন আপনাকে আপনার প্রিয় সাইটের আর্কাইভ কপি সংরক্ষন করে থাকে। অর্থাৎ আপনি পূর্বের কোন তারিখে আপনার নির্দিষ্ট সাইট কেমন ছিল, কি কি পাতা ছিল, কি কি পোস্ট ছিল এসব যাবতীয় সুবিধা প্রদান করবে Way back Machine অপশন।
- হট টপিকসঃ প্রতি মিনিটে অনলাইন ব্যবহারকারীরা যেসব টপিকস দেখছে সেগুলোর জনপ্রিয়তার ভিত্তিতে টপ হট টপিকসগুলো জানতে পারবেন।
- এছাড়াও পাবেন ফেসবুক এবং জিমেইল নোটিফিকেশন সুবিধা। নতুন মেইল আসলেই জানিয়ে দিবে আপনার টুলবার।
যেভাবে অ্যালেক্সা টুলবার ডাউনলোড এবং ইন্সটল করবেনঃ
খুব সহজেই আপনি অ্যালেক্সা টুলবার ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন আপনার ইন্টারনেট ব্রাউজারে। কিন্তু অ্যালেক্সা টুলবার ব্যবহারের জন্য আপনার ব্রাউজার অবশ্যই আপডেটেড ভার্সন হতে হবে।
- প্রথমে যে ব্রাউজারে ইন্সটল করতে চান সেই ব্রাউজার থেকে এখানে যান।
- সেখানে আপনি টুলবার ডাউনলোডের অপশন পাবেন। ক্লিক করে ডাউনলোড করুন।
- এরপর কয়েক KB টুলসটি ডাউনলোডের শেষে ইন্সটল দিন।
- তারপর ব্রাউজার রিস্টার্ট দিলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত টুলবার।
কেমন লাগলো আজকের পোস্ট। জানতে কখনও ভুলবেন না। ধন্যবাদ...
[[ পোস্টটি ব্লগার মারুফের লেখা এবং ব্লগার মারুফের ব্লগ সাইটে প্রথম প্রকাশিত। আপনাদেরকে ব্লগার মারুফের ব্লগ সাইটে আমন্ত্রণ রইল। ঘুরে আসুন এখান থেকে। ব্লগটি ভালো লাগবে, কথা দিচ্ছি]]