মাইক্রোওয়ার্কারস – সবার জন্য ডাটা এন্ট্রি

মাইক্রোওয়ার্কারস নিয়ে ব্লগে এর আগেও একটি লেখা লিখেছিলাম। এবার "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের পাঠকদের জন্য আরেকটু বিস্তারিতভাবে সাইটটি নিয়ে বর্ণনা করলাম।


ডাটা এন্ট্রি কাজ যারা করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিন। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই এ ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে। এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায় ভুগতে হয়। প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলেন। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড বা আবেদন করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে মাইক্রোওয়ার্কারস (http://www.microworkers.com)।

প্রথম দর্শনেই সাইটটিকে সহজবোধ্য মনে হবে। মাইক্রোওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ৯ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।

মাইক্রোওয়ার্কারস সাইটে একজন ফ্রিল্যান্সারকে Worker এবং এবং একজন ক্লায়েন্টকে Employer হিসেবে উল্লেখ করা হয়। সাইটে এই দুই ধরনের ব্যবহারকারী কিভাবে কাজ করে তা নিচের কার্টুনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে-

Worker হিসেবে কাজ শুরু করার পূর্বে প্রথমে সাইটে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর মেনু থেকে Available Jobs লিংকে ক্লিক করে সকল কাজগুলো দেখা যাবে। প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় - কাজের মূল্য (Payment), শতকরা কতজনের কাজ ক্লায়েন্ট গ্রহণ করেছে (Success Rate), কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time), কতজন এ পর্যন্ত কাজটি করছে (Done) ইত্যাদি। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত আরো তথ্য জানা যাবে। এর মধ্যে "What is expected from workers?" অংশ থেকে কাজের বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে। কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন তা প্রমাণ দিতে কি কি তথ্য প্রদান করতে হবে তা "Required proof that task was finished?" অংশের মাধ্যমে জানা যাবে। সবশেষে "I accept this job " লিংকে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে। কোন কাজ করতে না পারলে "Not interested in this job" লিংকে ক্লিক করে বের হয়ে যাওয়াই ভাল, সেক্ষেত্রে এই কাজটি আপনার "Available Jobs" পাতায় আর কখনও দেখাবে না।

কাজের প্রকারভেদ:

এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় -

  • Click and Search ($0.10 - $0.15): এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে।
  • Bookmark a page ($0.10 - $0.20): ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com বা mixx.com, যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে।
  • Signup ($0.10 - $0.20): এক্ষেত্রে নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিৎ। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না।
  • Comment on other blog ($0.10 - $0.15): এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে স্বামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • Forums ($0.10 - $0.15): এ ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় স্বামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে।
  • Facebook ($0.15 - $0.20): এ ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall এ পোস্ট করা।
  • Twitter ($0.15 - $0.20): এক্ষেত্রে twitter.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নিদিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে।
  • Write an article ($0.50 - $1.75): মাইক্রোওয়ার্কারসে প্রাপ্ত কাজগুলোর মধ্যে এই ধরনের কাজ অর্থাৎ কোন বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে এক দিকে যেমন ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজীতে লেখায় দক্ষতা আছে তারাই কেবল এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে। লেখা মৌলিক হল কিনা তা http://www.copyscape.com ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যাবে।
  • Blog/Website Owners ($0.25 - $0.80): অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR2+ PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেইজ রেংক ২ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোন ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটের পেইজ রেংক কত তা http://www.prchecker.info ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এ ধরনের কাজ শুরু করার পূর্বে http://www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেইজ রেংক শুণ্য থাকবে। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন তাহলে কয়েক মাস পর পেইজ রেংক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভাল রেংকের কয়েকটি ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করতে পারলে পেইজ রেংক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে।
  • Download and/or Install ($0.25 - 0.35): এই কাজে কোন সফটওয়্যার শুধুমাত্র ডাউনলোড এবং কোন কোন সময় ইন্সটলও করতে হয়।
  • Post an Ad on Craigslist ($0.25 - $0.75): http://www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রদত্ত কোন পণ্যের বিজ্ঞাপণ craigslist.org সাইটে প্রকাশ করতে হয়। এজন্য পূর্বেই সাইটটিতে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

এই সাইটে কাজ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে ঝামেলাপূর্ণভাবে কাজ করতে পারবেন -

  • কোন অবস্থাতেই একাধিক একাউন্ট তৈরি করার উচিৎ নয়। একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট তৈরি করলে তার সবগুলো একাউন্ট বন্ধ করে দেয়া হয়।
  • একটি নির্দিষ্ট কাজ একবারের বেশি কখনও করতে পারবেন না। তবে একই ধরনের অন্য কাজ করতে কোন বাধা নেই।
  • কাজ না বুঝে কখনও কাজ জমা দিবেন না। প্রতিটি কাজের শেষে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ হলে "Satisfied" দিবে, অথবা অপছন্দ হলে "Not Satisfied" রেটিং দিবে। এই দুই ধরনের রেটিং এর তুলনাকে "Success Rate" বলা হয়। গত ৩০ দিনে আপনি যদি ৫ টি কাজ সম্পন্ন করেন এবং সেক্ষেত্রে আপনার "Success Rate" যদি ৭৫% এর নিচে হয়, তাহলে পরবর্তী ১ থেকে ৩০ দিন আপনি আর কোন কাজ করতে পারবেন না। তাই শতভাগ নিশ্চিত হয়ে কোন কাজ করা উচিৎ এবং কাজ শেষে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী প্রমাণ উপস্থাপন করা আবশ্যক।
  • কখনও যদি "Success Rate" ৭৫% এর কম হয়ে যায়, তাহলে হতাশ না হয়ে দুই-একদিন অপেক্ষা করে আবার কাজ করা যায় কিনা চেষ্টা করে দেখুন।
  • নতুন ব্যবহারকারীরা প্রথম প্রথম একদিনে সর্বোচ্চ ৫ টি কাজ করতে পারবেন। এরপর ক্লায়েন্টের রেটিং এর জন্য অপেক্ষা করতে হবে। ১০ টি কাজ করার পর এই সীমাটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
  • কখনও যদি মনে করেন আপনি যথাযথভাবে কাজ করেছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে "Not Satisfied" রেটিং দিয়েছে তাহলে "Submit a Complain" লিংকের মাধ্যমে আপনার অভিযোগ সাইটের কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
  • কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না, এ ধরনের কাজ তিনবার করলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
  • যে সকল কাজে IP এড্রেস দিতে হয় সেসব কাজ না করাই ভাল। কারণ আমাদের দেশের ইন্টারনেট প্রোভাইডাররা গ্রাহকদেরকে শেয়ারকৃত IP এড্রেস দিয়ে থাকে। ফলে আপনার মত একই ধরনের ইন্টারনেট সংযোগ আছে এরকম কেউ সেই কাজটি পূর্বে করে থাকলে ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করবে না। আমাদের দেশে বিশষত গ্রামীণফোন বা সিটিসেলের ইন্টারনেট ব্যবহাকারী বেশি হওয়ায় এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হবে।

অর্থ উত্তোলন:

  • শুধুমাত্র "Satisfied" রেটিং পেলেই সেই কাজের টাকা আপনার একাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে।
  • চারটি পেমেন্ট পদ্ধতির যে কোনটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়।
  • একাউন্টের ব্যালেন্স ৯ ডলারের উপর হলেই কেবলমাত্র টাকা তুলতে পারবেন। সাথে ফি দেবার জন্য পর্যাপ্ত অর্থ একাউন্টে থাকতে হবে।
  • প্রথম Withdraw করার আবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে। এই নাম্বারটি পরবর্তীতে সাইটে প্রবেশ করাতে হবে। কেউ একাধিক একাউন্ট তৈরি করেছে কিনা তা যাচাই করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। PIN নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
  • ঠিকানা যাচাই করার পর পরবর্তী Withdraw আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে মূল্য পরিশোধ করা হবে।

আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এই সাইটে কাজ করছেন এবং তারা সাইট থেকে নিয়মিত টাকা পাচ্ছেন। তবে একটা বাস্তব সত্য হচ্ছে এই সাইট থেকে খুব বেশি পরিমাণে আয় করা যায় না। যারা পড়ালেখা বা অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে বাড়তি আয় করতে চান তাদের জন্য এই সাইট অবশ্যই আয়ের একটি ভাল উপায় হতে পারে। এই সাইটের জনপ্রিয়তা এত বেশি যে, ইদানিংকালে এই সাইটকে অনুকরণ করে আরো অনেক ওয়েবসাইট চালু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে http://www.minuteworkers.com, http://www.rapidworkers.com, http://www.minijobz.com ইত্যাদি। তবে সেই সাইটগুলো থেকে মাইক্রোওয়ার্কারসের মত আসলেই টাকা পাওয়া যায় কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

বিঃদ্রঃ - এই লেখাটি "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের "জুন ২০১০ ইং" সংখ্যায় প্রকাশিত হয়েছে।

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমাদেরকে একটি তথ্য বহুল tune উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

ধন্যবাদ একটি তথ্য বহুল tune দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন।
চেক কী বাড়িতে সরাসরি পাঠাবে? এবং চেক ভাঙ্গানোর পদ্ধতিটা কেমন? আমার এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেয়, তাই জানতে চাইলাম।

    আর প্রমাণ কীভাবে দেওয়া যায়।

    হ্যাঁ, বাড়িতে চেক পাঠানো হবে যা ব্যাংকে আপনার একাউন্টে জমা দিলে একটি নির্দিষ্ট সময় পর টাকা পেয়ে যাবেন। আমি কখনও চেকের মাধ্যমে টাকা আনিনি। অন্যান্য ফ্রিল্যান্সারদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংক একটি ফি কেটে রাখে। সরকারী ব্যাংকগুলোতে খুব অল্প ফি রাখবে, তবে টাকা আসতে সর্বোচ্চ দুই মাস সময় লেগে যেতে পারে। আর বেসরকারী ব্যাংকগুলোতে ফি অনেক বেশি, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন।

    কাজের প্রমাণ দেবার পদ্ধতি এক এক কাজের জন্য এক এক রকম, যা কাজের বিবরণীতে পাবেন। যেমন, আর্টিকেল লেখার কাজে আপনার লেখাটি জমা দিতে হবে। অন্যদিকে ব্লগে কমেন্ট দেয়ার কাজে ব্লগটিতে আপনার Username দিতে হবে।

আমার এই কথাটা হয়ত বলা ঠিক হবে না! তবুও বলছি। এই সাইটের কোন কাজই তেমন একটা ভাল না। এই কাজগুলো কোন উন্নয়নমূলক কাজ না (আর্টিকেল রাইটিং বাদে)। অনেকটা স্প্যামিং ধরনের কাজ এগুলো। (সবগুলো না) আমাদের উচিত হবে এগুলো থেকে ভাল ভাল কাজগুলো বেছে বেছে করা।

    আপনার কথা ঠিক। তবে যারা ডাটা এন্ট্রিতে নতুন তাদের জন্য এই সাইটটি হাতেখড়ির মত কাজ দিবে বলে আমার বিশ্বাস।

ধন্যবাদ গুরুত্বপূন’ তথ্য উপস্থাপন করার জন্য ।

খুবই ভাল একটি টিউনস করেছেন। অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আমি minuteworkers.com/register.php?ref=princebasail এ আজই পেমেন্ট অনুরোধ করেছি, প্রতিমাসের ১৫ এবং ৩০ তারিখ পেমেন্ট দেওয়ার কথা, আজ ১৩ তারিখ দেখি কি হয়! পেমেন্ট পেলে এখানে আবার screen short দিবো…. দোয়া করবেন সবাই… হাহাহাহাহাহাহাহাহাহা

খুবই ভালো টিউন। ভবিষ্যতে চেষ্টা করব আশা আছে।

খুবই দরকারি একটা বিষয় । Page টিকে PDF হিসেবে সেভ করে রাখলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে । নিঁখুতভাবে বর্ণণার উপস্থাপন দেখে বুঝতে পারছি – লেখালেখির অভিজ্ঞতা আপনার অনেক দিনের এবং Writer হিসেবে নিশ্চয় ভাল টাকাও আয় করেন । Freelancer এ নিজেকে এভাবে উপস্থাপন করতে পারলে কাজ তো আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে । তা ভাই আপনি Freelancer থেকে মাসে কতগুলো কাজ পান ?

    আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। লেখালেখি করা বলতে “কম্পিউটার জগৎ” ম্যাগাজিনের জন্য গত দুই বছর থেকে লিখছি। পাশাপাশি আমার ব্লগে মাঝে মধ্যে ফ্রিল্যান্সিং নিয়ে লিখে থাকি। আমার লেখা আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

    আর ফ্রিল্যান্সার হিসেবে গত ৪ বছর থেকে রেন্ট-এ-কোডার ওয়েবসাইটে কাজ করছি। আমি একজন মূলত একজন প্রোগ্রামার। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আল্লাহর রহমতে ভালই কাজ পাচ্ছি। আপনার কথা পুরোপুরি সঠিক, কাজের জন্য আমাকে এখন আর Bid করতে হয় না, কাজই আমার কাছে আসে 🙂 নির্ধারিত কয়েকজন ক্লায়েন্ট আছে, তারা প্রতি মাসেই নতুন নতুন কাজ দিচ্ছে। একা একা বেশি দূর যাওয়া সম্ভব নয়, তাই গত ৩ বছর হল একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান গঠন করেছি। বর্তমানে আমার প্রতিষ্ঠানে চারজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং একজন ডিজাইনার রয়েছে।

    লেখালেখি করে খুব একটা টাকা পাওয়া যায় না, এটি আমি করছি শুধুমাত্র ফ্রিল্যান্সিংকে সবার মাঝে ছড়িয়ে দিতে। পাশাপাশি নিজের অভিজ্ঞতার মাধ্যমে অন্যকে সাহায্য করে এক ধরনের পরিতৃপ্তি পাওয়া যায়। উদাহরণসরূপ ম্যাগাজিনের জন্য একটি লেখা লিখতে মাসের গুরুত্বপূর্ণ ২-৩ দিন সময় নষ্ট হয়। আর তা থেকে যা টাকা পাওয়া যায় তা প্রোগ্রামিং করে ১ ঘন্টা আয়ের সমান। সুতরাং বুঝতেই পারছেন অনেক কিছু আছে যা টাকা দিয়ে বিচার করা যায় না 🙂

    ফ্রিল্যান্সিং নিয়ে আমার সবগুলো লেখা এই ব্লগে পাবেন – http://freelancerstory.blogspot.com

    ধন্যবাদ জাকারিয়া ভাই আপনার সুরুচিত এবং সুমার্জিত মন্তব্যের জন্য । আমি আপনার অভিজ্ঞতা এবং অন্যদের সাথে তা শেয়ার করা এবং আপনার লেখালেখির প্রশংসা করেছি মাত্র – আমি এগুলোকে টাকার অংকে বিচার করিনি । যাই হোক , আপনি হয়তো ভূল বুঝে থাকলেও – আমি দুঃখিত – কারণ আমার নিজের অভিব্যক্তির ক্ষমতা খুবই সীমিত । আবারও – কৃতজ্ঞতা জানাই আপনাকে , আপনার মূল্যবান অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ।

    না না, আপনার মন্তব্যে দুঃখিত হবার প্রশ্নই উঠে না 🙂 আপনি যে প্রশ্নগুলো করেছিলেন, তা হয়ত অনেকের মনেই রয়েছে। তাই আরেকটু বিস্তারিতভাবে বর্ণনা করলাম।

Level 0

অনলাইনের আয় কত সহজ হয়ে গেছে তাইনা!

Level 0

ধন্যবাদ জাকারিয়া ভাই আপনার টিউনটির জন্য।সত্যিই সাইটটি দারুন আমি মাইক্রোওয়ার্কাসে কাজ করে দারুণ মজা পাই। অনলাইনে আয় করার হাজারো পদ্ধতি রয়েছে কিন্তু আমরা অনেকেই সঠিক পদ্ধতি জানিনা। আবার আমরা অনেকেই কোন পরিশ্রম না করেই অনলাইন থেকে আয় করার কথা ভাবি। আসলে এ ধরনের ধারনা ঠিক না। মেধা এবং পরিশ্রম ছাড়া কোন কিছু আশা করা বোঁকামি। আমি অনেককেই দেখেছি যারা আনলাইনে আয় করার জন্য প্রথমে খুব আগ্রহী থাকে কিন্তু কিছুদিন পর আর তাদের খুঁজে পাওয়া যায় না। আসলে আমরা বাঙ্গালীরা এ-রকমই আমরা কাজ করার আগেই টাকা চাই আবার কোন পরিশ্রম ও করতে চাই না। যাই হোক যারা সত্যিই অনলাইন থেকে টাকা উপর্জন করতে চান তাদের কাছে আমার প্রশ্ন ১.আপনি কি পরিশ্রমী..? ২. আপনি কি ধৈর্য ধরতে পারেন..? আমি জানি এ প্রশ্নের উত্তরে সবাই হ্যা বলবে কিন্তু বাস্তবে কিছুই না। যারা আসলেই seriously কাজ করতে চান তারা আমার সাইটটি দেখতে পারেন। এখান থেকে ডাটা এনট্রির কাজ করতে পারবেন, বিপুল জনপ্রিয় অনলাইন মাইক্রো জব করতে পরবেন,যারা নতুন তাদের জন্য রয়েছে ৩৭ টি ptc সাইট । এই ৩৭ টি ptc সাইটের ২৫ সাইট থেকেই আমি টাকা পেয়েছি। বাকিগুলোতে কাজ করছি এখনো Minimum pay out এ পৌছাইনি। যারা কাজ করতে আগ্রহী তারা আমার এই সাইট থেকে কাজ নিতে পারন. http://gsmbd24.blogspot.com . যদিও সাইট টি নতুন তারপরেও এখানে প্রতিদিন নতুন নতুন অনলাইন আয় বিষয়ক বিভিন্ন তথ্য দেয়ার চেষ্টা করে থাকি. http://gsmbd24.blogspot.com সাইট টি তে আমার যাবতীয় Contact information দেয়া আছে।
সাবাইকে ধন্যবাদ।

Level 0

আর জাকারিয়া ভাই আপনার এই সাইটটি http://freelancerstory.blogspot.com আমার ফেভারিট লিস্টে আছে। Really your sit is very helpful for any bengalee freelancer.

ভাই আপনি কিছুদিন আগে আলফা ডিজিটাল এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ সম্পর্কে লিখেছিলেন । আমিও খুলনায় থাকি । আপনি যদি আমাকে ওনার ফোন নাম্বারটা দেন তবে আমার খুব উপকার হয় । আমার মেইল এড্রেস [email protected]

Level 0

খুব ভালো টিউন করলেন ভাই। এতদিন শুনতাম ইন্টারনেটে আয়ের সুযোগ আজকে বুঝলাম। ভাই আমিও আয় করতে চাই। আসলে আয় করতে চাই আমার পারসনাল এক্সপেরিয়েন্সর জন্য। আমি দেখতে চাই আসলেই ওরা টাকা দেয়। ভাই এইজন্য আপনকে আমাকে একটু সাহায্যে করতে হবে। আমি আমার ইমেইল নাম্বার দিচ্ছি।, দয়াকরে আপনি যদি আমার ইমেইলে একটু কষ্ট করে আপনার ইমেইল নাম্বার এবং মোবাইল নাম্বার সেন্ড করেন, অনেক উপকৃত হব। [email protected] ph-0167-4566806

    Level 0

    ধন্যবাদ ভাই সুন্দর টিউন করবার জন্য

Level 0

ধন্যবাদ ভাই, সুন্দর টিউনটির জন্য ।