আপনার ইমেইল ঠিকানা হোক আপনার পরিচয়!!!

আসসালামুয়ালাইকুম।আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল। আজকে নেটে ঘুরতে ঘুরতে এক জায়গায় অসাধারন একটা জিনিস পেলাম।আপনাদের সাথে শেয়ার করলাম।এই টিউন আগে হয়েছে কিনা জানি না।হলে বলবেন,ডিলিট করে দিব।

-----------------------------------------------------------------

আপনি কি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র? আপনার মেইল ঠিকানা যদি এমন হয়

[email protected]

আপনি কি ডাক্তার বা মেডিকেল এর ছাত্র ? আপনার মেইল ঠিকানা যদি এমন হয়

[email protected] বা [email protected]

এইরকম আপনি যদি কেমিস্ট,একাউন্টেন্ট,কলুম্নিস্ট,কন্ট্রাক্ট্রর,প্রোগ্রামার ইত্যাদি হোন,তাহলে আপনি

[email protected]

[email protected]

[email protected]

[email protected]

এরকম প্রায় ২০০ ডোমেইন থেকে আপনার পছন্দমতো ঠিকানা বেছে নিতে পারেন। 🙂

আমার সবচেয়ে মজা লেগেছে [email protected]m :p

আমি একটা খুলেছি [email protected] B)

তাহলে দেরি কেন।এখনেই খুলে ফেলুন একটা আপনার পছন্দমতো। 🙂

খুলুন এইখানে মেইল.কম

এইটা কাজ না হলে এইখানে

---------------------

আমার ইবুক-কালেকসান।

---------------------

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য ।
আমিও একটা একাউন্ট খুললাম [email protected] কখনো ভাবতেই পারিনি এমন একটা একাউন্ট আমার হবে। দারুন জিনিস ।

ধন্যবাদ ভাই আপনাকে । আপনার মত ব্যতিক্রমধর্মী টিউনারদেরদের জন্যই এখানে আসা । কয়েকদিন ধরে টিউনগুলো দেখতে দেখতে বেশ বিরক্ত হয়ে গেছি । আপনার মজার সাইটটি পেয়ে মনটা ভাল হয়ে গেল । অসংখ্য ধন্যবাদ ।

    আপ্নাকেও ধন্যবাদ ভাই।ইদানিং টেকটিউন এ টিউনারদের সংখ্যা কমে গেসে।বেশির ভাগেই ভাল মানের টিউন করার ছেয়ে তাদের সাইট এর বিজ্ঞাপনের জন্য ছোটখাটো দায়সারা টিউন করেন যা আমার কাছে খারাপ লাগে। কিছু ভাল টিউনার যেমন মেহেদি ভাই,শাকিল ভাই (আরও অনেক)উনাদের টিউনের সংখ্যা কমে গেসে।আমি চেস্টা করব ভাল কিছু দেয়ার জন্য।

কর্নেল ভাই জটিল!
শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই এটা নিয়ে একবার টিউন করা হয়েছে।
https://www.techtunes.io/internet/tune-id/23282/
পরবর্তীতে টিউন করার সময় একটু সার্চ করে নিবেন।

    নেওয়াজ ভাই ধন্যবাদ। কিন্তু আপনার নিচের কমেন্ট তা দেখেন।

ভাই এটা নিয়ে একবার টিউন করা হয়েছে।
https://www.techtunes.io/internet/tune-id/23282/
পরবর্তীতে টিউন করার সময় একটু সার্চ করে নিবেন। 😛 😀 🙂 :B

তবে টিউনটি ডিলেট করেন না, আপনার টিউনটি ভাল হয়েছে।
শেয়ার করার জন্য ধন্যবাদ। চালিয়ে যান।

চমৎকার টিউন। চালিয়ে জান

ওয়ারিদ এর মেইল ঠিকানা এরকম- [email protected]
প্রশ্নঃ এই স্টাইলের মেইল ঠিকানা গুলো কিভাবে খুলে? মানে প্রথম দিকটা(customerservice) আমি আমার নিজের মত করে রাখতে চাই, আবার শেষের(waridtel com bd) দিকটাও ।

    ভাই এইধরনের ইমেইল শুধুমাত্র ওয়ারিদ এ যারা জব করে তারা খুলতে পারবে।মানে এই ডোমেইন এ শুধুমাত্র ওয়ারিদের অফিসিয়াল কাজের জন্য।

    একইভাবে @grammenphone.com এ শুধুমাত্র গ্রা্মীন এর অফিসিয়াল employee রা access করতে পারবে।

    কোনো সাধারণ ইউজার ব্যবহার করতে পারবেনা। 🙂

আমার প্রশ্ন এটাকি অন্যন্য মেইলের মতন কন্টিনিউ করবে নাকি কোন এক সময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে?যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে ID বানিয়ে পরে বিপদে পরতে হবে।একটু পরিষ্কার করুন।

    আশাকরি ভাল হবে।Alexa তে এই সাইট এর ইনফো দেখতে পারেন।

    http://www.alexa.com/siteinfo/mail.com

    টাকা-পয়সা বা গুরুত্তপূর্ন জিনিসের ক্ষেত্রে gmail, yahoomail, Hotmail ইউস করা ভাল।

মজা তো!!!!

অনেক অনেক ধন্যবাদ…

welcome.