আসুন দ্রুত গতির CometBird ব্রাউজারে IDM কে একটিভ করি এবং যুক্ত করি ঐ সকল Extension, Themes যেগুলো ব্যবহার করি Mozilla Firefox এ।

CometBird দেখতে Firefox এর মতই। Firefox এর প্রায় সকল Extension, Themes CometBird এ কাজ করে। CometBird  তুলনামুলকভাবে দ্রুত। সকলের মনে হতে পাতে Firefox এর নতুন কোন Version. CometBird দ্রুত ওপেন হয় Firefox এর তুলনায়ল পুরা দুই সেকেন্ড কম সময় লাগে ওপেন হতে।

CometBird ব্রাউজার Mozilla Browser Engine ব্যবহার করে। CometBird সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন

sshot-4

আসিক ভাইয়ের টিউন থেকে গতকালই প্রথম জানেছিলাম CometBird ব্রাউজার সম্পর্কে তাই তাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা ব্রাউজার উপহার দেয়ার জন্য।

CometBird এ IDM ব্যবহার করতে হয়তোবা অনেকেই পারি যারা পারছিনা তাদের জন্য এই পোস্ট।

প্রথমে যাদের IDM ইনেস্টল করা আছে কিন্তু CometBird এ কাজ করছে না তারা টুলসে গিয়ে Add-ons ওপেন করুন।

sshot-3

Get Add-ons এ ক্লিক করুন এবং Search এর স্থানে IDM CC লিখে Search দিন।

IDM CC আসলে তা add করুন এবং CometBird রিস্টাট দিন। Extension এ দেখুন IDM CC আসছে কিনা।

4

এবার IDM ওপেন করুন Option এ যান General থেকে Use Advance Browser  Integration এ টিক মার্ক দিন সাথে সাথে কম্পিউটার রিস্টাট চাবে রিস্টাট দিন।

sshot-1

আর যদি আগে থেকেই টিক মার্ক দেয়া থেকে তাহলে উঠিয়ে দিন এবং কম্পিউটার রিস্টাট নিতে দিবেন।

আবার টিক দিন। রিস্টাট নেয়ার পর You tube open করে দেখুন কাজ হয়েছে।

আর না হলে আমাকে বলুন।

এবার যুক্ত করেন ঐ সকল Extension, Themes যেগুলো ব্যবহার করতেন Mozilla Firefox এ পদ্ধতিঃ ঠিক সেভাবেই।

কাজে আসলে কমেন্ট করবেন।

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। আমিও গতকাল CometBird ডাউনলোড করেছিলাম। কিন্তু IDM না চলার কারণে firefox এ রয়ে গেছি। এখন থেকে আশা করি CometBird ইউস করব।

    আপনাকেও ধন্যবাদ।
    আসলে আসিক ভাইয়ের টিউনসে আপনার IDM নিয়ে কমেন্ট দেখেই আমার টিউনটা করার ইচ্ছে হয়েছিল।

    Level 0

    চেস্টায় সাইদ
    আপনাকেও ধন্যবাদ।
    আসলে আসিক ভাইয়ের টিউনসে আপনার IDM নিয়ে কমেন্ট দেখেই আমার টিউনটা করার ইচ্ছে হয়েছিল।
    ধন্যবাদ ভাই… আমি আসলে কোন সমাধান দিতে পারছিলাম না। মরার উপর খাড়া ঘা।তার উপর পরিক্ষা চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কালকে অনেক চেষ্টা করেও পারিনাই তাই হতাশ হয়ে গিয়েছিলাম কারন IDM ছাড়া ডাউনলোডের কোন মজা নাই,আর আজকেই আপনি এর সমাধান করে দিলেন!আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে ।

ট্রায়াল ভার্সান ছাড়া IDM ব্যবহারের কোন লিঙক দিতে পারেন?

    আসরাফ ভাই, নিচের লিংকে ক্লিক করে দেখুন……………
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/

    Patch দ্বারা Registration করে চালাচ্ছি, এছাড় আমার আর জানা নেই। আমার কোন সমস্যা হচ্ছে না।
    নাবিল.আমিন ভাইয়ের ” প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (মেগা কালেকশন)!!! (পার্ট-০৩) ” টিউনটা গুগল সার্চ দিয়ে দেখুন। আশাকরি আপনিও সমাধান পাবেন।

    Level 0

    Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন। টিউনটি দেখতে নিচে ক্লিক করুন।

    https://www.techtunes.io/download/tune-id/25796/

সাইদ ভাই, এই ব্রাউজারটাতে ফায়ারফক্সের সব কিছুই এড করা যাচ্ছে । ধন্যবাদ আপনাকে.

একটা সমস্যা দেখা দিয়েছে।CCleaner দিয়ে Clean করলে অন্যান্য Browser এর History,Junk File,Coockie পরিষ্কার হয় কিন্তু Comet Bird Browser টি Clean করতে পারছি না।কোন সমাধান থাকলে জানাবেন।

    Level 0

    ভাই একটা কাজ করেন, সেটা হলো আপনি আপনার কমেট বাড ওপেন করেন তারপর টুলস মেনুতে যান, ওই খান থেকে ক্লিয়ার হিসটিরিতে যান। বাকিটা আপনি নিজেই বুঝবেন। ধন্যবাদ

ভাই কেউ কি সমাধান দেবেন ? google chrome এবং yahoo messenger কোনভাবেই ওপেন হচ্ছে না.অনেক ভাবেই চেষ্টা করেছি .server failed / This webpage is not available/ there might be a problem in connection এইসব লেখা দেখায় .

    Level 0

    আপনি এই দিউটা আন-ইনষ্টল করে পিসি রিস্টার্ট দিন
    তারপর আবার ইনষ্টল করুন

ছবি সহ বিস্তারিত বুঝিয়ে দিলে উপকার হয়.

ছবি সহ বিস্তারিত বুঝিয়ে দিলে উপকার হয়.shawpno@ live,com

Level 0

ধন্যবাদ আপনাকে।

Level 0

ধন্যবাদ আপনাকে
ভাল কাজে লেগেছে আমার