নিয়ে নিন আপনার ব্লগ এর জন্য কিছু দরকারি ওয়েবসাইট

সকল আনিটেক বন্ধুদের জানাই শুভ সকাল। সবাই নিশ্চয় ভালো আছেন। যাহোক নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ সাইট এর লিঙ্ক দিবো। আমাদের যাদের ব্লগ বা বাক্তিগত ওয়েবসাইট আছে তাদের ঐ সাইট নিয়ে চিন্তার অন্ত থাকে না। সাইট টির স্পীড কেমন, সাইট টি রেপন্সিভ হল কিনা কিংবা হলেও মোবাইল এ কেমন দেখাচ্ছে এছাড়াও আরও কতো কিছু। তাই আজ কিছু ওয়েবসাইট এর লিঙ্ক দিবো যা দিয়ে আপনি আপনার আদরের ব্লগ এর সব ইনফো জানতে পারবেন। প্রথমে কিছু সাইট এর লিঙ্ক দিলাম যা দিয়ে আপনি আপনার সাইট এর স্পীড জানতে পারবেন।

স্পীড টেস্ট :

১। Pingdom

২। Google

৩। Gtmetrix

আপনার সাইট টি রেস্পন্সিভ কিনা জানতে

Responsinator

আপনার ওয়েবসাইট এর ভিসিটর এর পরিসঙ্খান জানতে

১। Google analytics

২। Alexa

২। Histats

আপনার ওয়েবসাইট এর রাঙ্ক জানতে

১। Alexa

২। Webrankstats

২। Checkpage rank

আরও অনেক ওয়েবসাইট আছে তবে আমার যা মনে আছে তাই লিখলাম। আপনার আরও জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এতে আমিও আরও জানতে পারব।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয়েছিল আনিটেক এ। একবার ঘুরে আসার অনুরধ রইলো।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস