ম্যাজিক! Godaddy থেকে ডোমেইন কিনুন মাত্র 1$ অথবা ফ্রীতে। এছাড়াও এটি amazon,ebay সহ প্রায় ১০০ টির বেশি ওয়েসাইটে সাপোর্ট করে [ without risk]

আসসালামু-আলাইকুম।প্রথমে টেকটিউনসের সাথে জড়িত সকল সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাই। প্রায় তিন বছর যাবত টেকটিউনস থেকে অনেক কিছু নিয়েছি, এবার দেবার পালা । আশাকরি এখন থেকে রেগুলার ভাল মানের টিউন করতে পারব, আপনাদের সাপোর্ট পেলে। কথা না বাড়িয়ে সংক্ষেপে শুরু করা যাক।

প্রথমে এই লিংকে যান। এর পর নিচের মত  install for Firefox প্লাগিন্স টি ইন্সটল করুন। ব্রাউজারটি কেটে দিয়ে আবার ওপেন করুন।

ইন্সটল শেষে domain কেনার জন্য GoDaddy.com এ যেয়ে আপনার পছন্দের domain search করুন। এরপরে Continue to checkout এ ক্লিক করুন।

No Thanks এ ক্লিক করুন।

এর পরে 1 year select করুন। মাউসের ভলিউম নিচের দিকে গুরালে,Find saving নামে হলুদ রঙের আইকন  দেখতে পাবেন, সেটায় ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ । আর কিছু করতে হবে না । কিছুক্ষন অপেক্ষা করুন , তার পর দেখুন ম্যাজিক!

সবাই thanks জানিয়ে এখানেই শেষ করছি । ভাল লাগলে কমেন্ট করবেন । আপনাদের জন্য আরও টিউন অপেক্ষা করছে।

Level 0

আমি আমি সালমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে টিউনের জন্য প্রথমে বলুন এই ডোমেন ফ্রিতে কিভাবে নেবো আর এর মেয়াদ কতদিন ?

আসলে এই এর প্লাগিন্স কাজ হল, বিভিন্ন ওয়েবসাইট থেকে সর্বস্রেস্ট কুপন সংগ্রহ করে ডোমেইন/সফটওয়্যার/ ইত্যাদির মূল্য কমানো । ডোমেইন এর মূল্য ১৪$ হলে এটার মাদ্দমে ১$ করে নিতে পারেন বা ফ্রীতেও নিতে পারে এটা নির্ভর সময়ের উপর,এটি এক এক সময় এক এক ধরনের কুপন সংগ্রহ করে । আর মেয়াদটা নির্ভর আপনার উপর, কারন আপনি ফ্রীতে নিচ্ছেন না টাকা দিয়ে নিচ্ছেন , এবং কুপনের মাধ্যমে মূল্য তা কমিয়ে নিচ্ছেন। আমরা জানি, সস্তার তিন অবস্থা । সেই তুলনায় অনেক ভাল । কোন রিস্কের সম্ভবনা নাই। আর জনপ্রিয়তার দিক থেকে Godaddy সবচেয়ে ভাল কম্পানি।
ধন্যবাদ ।

    Level 0

    @আমি সালমান: ভাই এইভাবে ডোমেইন কিনলে পরে কোন সমস্যা হবে ?

vaiii superb!!!!! working perfect. thankss sooo much…

Dhonyobaaad dada