সরাসরি গুগল ব্রাউজ সুবিধা সহ পিসিতে গ্রামীণ ফোন ফ্রি নেট ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । এই বিষয়ে আমার টিউন করার কথা ছিল ২৫ তারিখে কিন্তু বিশেষ কারনে আমি তা করতে পারিনি । গ্রামীণ ফোন ফ্রি নেট বিষয়ে ইতিমধ্যে টিউন হয়েছে । তাই পরবর্তীতে আমি আমি একই বিষয়ে লিখতে চাইনি । কিন্তু আপনাদের মধ্যে অনেকের প্রয়োজনে আজ এই টিউন করলাম ।

এই পদ্ধতিতে আপনি ডাউনলোড স্পীড খুব ভাল পাবেন কিন্তু ব্রাউজ এ ভাল স্পীড পাবেন না । দেখা যাক !

ফ্রি নেট বিষয়ে কিছু কথা বলা যাক । আমি এসব বিষয়ে তেমন বুঝি না । একটা সময় ছিল যখন  Proxy ,Front query , back query , বিভিন্ন VPN , Proxy server , Host/Real Host ইত্যাদির মাধ্যমে ফ্রি নেট ব্যবহার করা যেত । এখন ও DNS Hijacking সম্ভব কিন্তু  খুব স্লো ।  ISP এসব বিষয় বুঝতে পেরে একে একে সব Loophole বন্ধ করে দেয় । তারা এখন তাদের  Firewall এমন ভাবে আপডেট করেছে যেখানে আমরা পূর্বের মত সহজ নিয়মে আর ফ্রি নেট চালাতে পারিনা । সর্বশেষ GPMMS এ আমরা Header Injection ব্যবহার করেছিলাম , যেখানে Method ছিল - “Head” . এবার ও আমরা Header Injection ব্যবহার ব্যবহার করব তবে Method হবে - “GET” এবং লাইন ব্যবহার করব /n অর্থাৎ Single .

বর্তমানে গ্রামীণ ফোনের বেশ কয়েকটি Free Host রয়েছে অর্থাৎ যে Website গুলো আপনি 0 টাকা/ মেগাবাইটে ব্রাউজ করতে পারেন । যেমন - 0.facebook.com , http://www.grameenphone.com , wap.gpworld.com , wap.gpworld.co  , zero.wikipedia.org , wap.gpgamestore.com ,

আপনার পিসি ব্রাউজারে Proxy - 10.128.1.2 , Port- 8080 সেট করে আপনি যদি এখনই GPWAP সেটিং দ্বারা চেস্টা করেন তাহলে দেখবেন উপরের ৬ টির মধ্যে ৩ টি Host আপনি 0 টাকা/ মেগাবাইটে ব্রাউজ করতে পারছেন । Host ৩ টি -  wap.gpworld.com , wap.gpworld.co  এবং wap.gpgamestore.com । ই ৩ টি Host কে “Header” হিসেবে ব্যবহার করে Proxy - 10.128.1.2 , Port- 8080 মাধ্যমে “GET”Method এ /n অর্থাৎ Singleলাইন  দ্বারা আপনি ফ্রি নেট চালাতে পারবেন ।  

এই পদ্ধতিতে আপনি কতদিন ফ্রি চালাতে পারবেন তা বলতে পারব না । তবে জেনে রাখুন - “ যখন একটি দরজা বন্ধ হয় তখন আরেকটি দরজা খোলা রয় ” । শুধু আমাদেরকে ঐ খোলা দরজা খুজে বের করতে হবে । আর এটি খোঁজার জন্য আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা নিরলস ভাবে এই কাজটি কয়েক বছর থেকে করে যাচ্ছেন ।

শুরু করা যাক -

১। এখান থেকে “Header Inject Query” zip ফাইল ডাউনলোড করুন ।

২। Header Inject Query ZIP Extract করুন । এর মধ্যে ১টি কনফিগ ফাইল ও একটি সফটওয়্যার ফাইল পাবেন ।

৩। APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন । মডেমে MB/টাকা রাখলে কেটে নিবে । ছোট একটি প্যাকেজ করুন , মেয়াদ পাওয়ার জন্য । কারন pay per use -এ ৩০ MB এর বাইন্ডিং ঝামেলা আছে ।

৪। এবার Proxifire ওপেন করুন । Proxy – 127.0.0.1 port- 8080 , Type- HTTPS  add করুন ।

৫। Proxifire এর Profile অপশন থেকে Proxification Rules এ যান । Add এ ক্লিক করুন । Header Inject Query চিনিয়ে দিন । Action দিন - Direct . বিষয়টি এরকম যে , আপনার পিসিতে Header Inject Query 10.128.1.2:8080 ব্যবহার করবে কিন্তু বাকি সব সফটওয়্যার 127.0.0.1:8080ব্যবহার করবে .  Proxifire মিনিমাইজ করে রাখুন ।

৬। Header Inject Query এর Start এ ক্লিক করুন ।

৭। ব্রাউজার (no proxy) এবং IDM এ কোন proxy ব্যবহার করা যাবে না ।

৮। সরসরি Google ব্যবহার করার জন্য-  Firefox address বারে লিখুন about:config  , এবার  enter চাপুন । -  I’ll be careful, I promise! এ ক্লিক করুন । . about:config  - window তে ক্লিক করে New- String এ ক্লিক করুন । Preference নাম দিন - general.useragent.override  এবং  Value দিন - Mozilla/5.0 (compatible; Googlebot/2.1; +http://www.google.com/bot.html)

এবার ব্রাউজার এর cache , cookies clear করে http://www.google.com    try  করুন ।

৯। ডাউনলোড স্পীড খুব ভাল পাবেন 20-40 kbs কিন্তু ব্রাউজ এ ঝামেলা আছে ।

যেহেতু আপনি “GET” Method ব্যবহার করছেন , এখানে server এ অনেক Request যাচ্ছে কিন্তু Response কম পাওয়া যাচ্ছে । বিষয়টি ঠিক এরকম - আপনি যখন কোন কিছু ব্রাউজ করার চেষ্টা করছেন , আপনার ব্রাউজার  সারভার কে নিচের মত Request পাঠাচ্ছে - “মিঃ সার্ভার , আমি আপনার কাছে কিছু ডাটা পাঠালাম , আপনি এটি দেখে শুনে এর উপযুক্ত ফলাফল আমার কাছে পাঠাবেন ।” আমার মনে হচ্ছে মি সার্ভার এর দেখাশুনাই একটু বেশি সময়  লেগে যাচ্ছে । আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে Manually এই কর্মকাণ্ড বারবার বন্ধ করতে হবে ।

ধরুন , আপনি http://www.techtunes.io  পিং করছেন , এটি লোড হতেই থাকবে । আপনাকে যা করতে হবে এই পেজ লোড হওয়ার স্বাভাবিক সময় অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে । তারপর Header Inject Query তে Stop এ ক্লিক করুন , আবার Start এ ক্লিক করুন । এর মধ্যে http://www.techtunes.io  লোড হয়ে গেছে । চর্চা করুন বস , বুঝতে পারবেন ।

আর একটি বিষয় - আমি http://www.techtunes.io  এ আমার কোন স্বার্থের জন্য লিখিনা ,  আমি না এসেছি আমার ওয়েবসাইট এর প্রচার করতে, না অন্য কিছু । এখানে যে ফেসবুক আইডি দেওয়া আছে তা শুধুমাত্র আমার টিটি বন্ধুদের জন্যই । কিন্তু কাউকে রিপ্লে দিতে দেরি হলে নোংরা ভাষায় কথা বলা হয় , ফেসবুক আইডি হ্যাক করার হুমকি দেওয়া হয় । আমার খারাপ লাগে । ............................................................।

ভাল থাকবেন ।

 

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ।আপনার টিউনের জন্যে।আশা করি আমরা সবাই আরো ভালো ভালো টিউন পাবো আপনার কাছে………………।

গ্রামীনফোন কে তো পুরাই ককটেল মাইরা দিলেন বস !!! ধন্যবাদ জাহিদ ভাই !!!

Level 0

apnar post eri asha korchilam

ধন্যবাদ জাহিদ ভাই আপনার সুন্দর টিউনের জন্য। শুনে খারাপ লাগলো যে আপনাকে নিন্দুকেরা অকারণে আপনাকে নোংরা কথা বলে ,

অনেক ধন্যবাদ জাহিদ ভাই @ অন্য জনের কথা কান দিবেন না আপনি আপনার মত টিউন করে যান @ সত্যিয় আপনাদের থেকে অনেক কিছু এখনো শিখার বাকি রয়ে গেছে।

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ হোছাইন আহম্মদ । কি যে বলেন ভাই , আপনাদের মত টিউনার তো টিটি কে যৌবন দিয়ে রেখেছে , আর আপনি বলছেন আমার কাছে শেখার আছে ? দোয়া রাখবেন ।

আপনাকে কেউ বাজে কমেন্ট করলে সেটা আমাদেরও খারাপ লাগে… ভাই, কিছু লোক জন্মগত ভাবেই ওরকম… আশাহত হবেন না… আপনারা আছেন বলেই টিটি এখনো আমাদের বুকমার্কের প্রথম সারিতে থাকে…

Level 0

জাহিদ ভাই আমরা আপনার পাশে সবসময় আছি আপনি চালিয়ে যান

Level 0

THANK YOU ZAHID VAY…APNAR JONNO DUA ROYLO.

Level 0

9999999999 BAR THANKS…..

Level 0

alll time thanks………….

ভাই কী যে, টোন করেন কাজ হয় না কেন?
সব কিছু ঠিক আছে তাও কাজ হয় না।।।।

Level 0

ধন্যবাদ ভাই। ফাটাফাটি চালিয়ে যান।

Jahid Vi ata ki Windows_8.1_ 64bit a kaj kore, Please aktu janaben

Thank you vaia, thank you… 🙂

Level 0

জাহিদ ইসলাম ভাই। আমি এখন জিপি ৩জি ইউস করতাছি; আমি যদি এখন আপনার দেওা পদ্ধতি ইউস করি তাহলে আনলিমিটেড ডাউনলোড করতে পারব?

    @mehedi96: bro i have use it only 2g ; please u will try it on 3g . its unlimited for every gp subscribers

      Level 0

      @জাহিদ ইসলাম:
      vai ,ei trick ki 31 dec er por R kaj kore ??

Level 2

জাহিদ ভাই, please proxifire এর serial key টা দেন।

@মানিক: welcome bro ..thanks for comment

Level 0

ধন্যবাদ ভাই কাজ হইছে……

Level 2

ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তা আমার ভাষা নেই। অনেক ধন্যবাদ।

    @zillurmzr: অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকেও ধন্যবাদ

ভাই আমার তো হচ্ছে না।400 Bad Request আসছে।প্লিজ হেল্প করেন।

কাজ হচ্ছে না ।।।।।।।।।।।।

Level 0

জাহিদ ভাই @ আপনার কাছে কিছু জানার ছিল। আমার পিসিতে কিনে নেট use করলে ব্রান্ডউইথ টানে। আমি দেখলাম ৬ টি softwer আমার ব্রান্ডউইথ টানে। softwer গুলো হল-
১। auto update.exe
২। svchost.exe(local sevice network restricted)
৩।winlogon.exe
৪। svchost.exe(secsvcs)
৫। svchost.exe(imgsvc)
৬। svchost.exe(netsvcs)
তার মধ্যে ১,২ নাম্বার অতিরিক্ত ব্রান্ডউইথ টানে। এই দুইটার জন্য নেট চালাতে পারি না। আমাকে help করেন ভাই। ফ্রী নেটের টিউন টা ভাল লাগেছ । আমার চলে। spreed ও ভাল। আর একটা কথা ফ্রী নেটের চালানোর সময় ব্রান্ডউইথ টানে না।

    Level 0

    @suzon: একটা সফটওয়্যার আছে, নাম NetBalancer ওটা ইউজ করে এগুলো কন্ট্রোল করতে পারবেন

    @suzon: আপনি ১ বন্ধ করুন , আর বাকিগুলো ৩।winlogon.exe
    ৫। svchost.exe(imgsvc) বন্ধ করেও দেখতে পারেন

Valo Laglo

Level 0

keu ki manually settings ta bolben???please…..

Level 0

shudhu proxifier exit kore browser e direct proxy bosan ”400 Bad Request” remove hoya jabe

Level 0

browser e manual proxy configuratione
HTTP proxy 127.0.0.1 and port 8080 bosaiya direct use kora jay. shudhu IHQ software ta running thaklei chole proxifier er kono dorkar pore na @ amdadp

    @sujon580: JAhid vai+ Apnar karo tricks ei ami chalate parchina.. Oneeeeeeeeeeeeeeeeeeeeeekbar try korsi.

vaia speed koto pabo ???

Vai beshir vag Site’e dhukte gele 400 Bad Request dekhay. Solution den.

Level 1

courtesy দিলে ভালো হতো কারন জিনিসটা আরেকজন দ্বারা আবিষ্কৃত -_-

Level 0

techtunes sara r kono kisui browsse hotse na!! download o hoi na ….

Nah kaj hoyna… 1 koti bar try korsi tobuo na…
Ami “pay per use” + 3g network use korchi. Sobgula setting kom kore holei 100 barer moto dekhsi. tobu o hoyna.
Bujhlam na kno hoccche na.somadhan ki nai kono???????

Level 0

ভাই কিভাবে ভালো স্পিড এ ব্রাউজ করবু।

এইটা কি এখন কাজ করতেছে? একটু আগে থেকে আমার পিসিতে আর কাজ করতেছে না… 🙁

এখন আর কাজ করে না মনে হয় । কপাল টাই পুরা

Level 3

vai akhon ki kaj korena?

Level 0

ভাই এন্ড্রয়েডে কোন সিেস্টম থাকলে বলেন প্লিজ.

@valo_lage_na: ধন্যবাদ । চালিয়ে যান………।

Level 2

জাহিদ ভাই এই কয়দিন ঠিকমতোই কাজ করছিল। কিন্তু আজ 5:30am এর পর থেকে কোন ডাটা transfer হচ্ছে না। প্লিজ হেল্প করেন।

Level 2

জাহিদ ভাই, IHQ তে লেখা, Header: wap.gpworld.com, কিন্তু আমি এই ট্রিকটা লিনাক্সে ব্যাবহার করতে চাচ্ছি। কিন্তু http header এ কি যোগ করবো? উবুন্টুর জন্য কোনও বুদ্ধি থাকলে জানাবেন প্লিজ।

Vai… 31st Dec bikal theke eta r kaj korse na…. please, ektu try kore dekhben…. thanks…

Level 3

VAI THANKS…. asa kori ar cheo sohoje use korar niom bahir korben….

Level 0

ei trick ki aj theke kono vabe kaj kore ???

জাহিদ ভাই এই ট্রিক আজ থেকে কাজ করে কি?যদি না করে তাহলে প্লিজ ভাই আমাদের জানিয়ে দেন।কারণ আমি ব্যবহার করতে ছিলাম কিন্তু আজ থেকে কাজ করছে না।শুধু সারভার ক্লোজ দেখাচ্ছে।

Level 0

Vai jan ami last stape ta buj ta parini ni. New-starting to passi na .

আমি তো ডাউনলোডই করতে পারলাম না । পারপারিং ডাউনলোড দেখাই।