আস্সালামু আলাইকুম। টিটি এর সাথে থাকলে সবাই ভাল থাকে,তাই আর জানতে চাইলাম না্।আমার এই টিউনটি শুধুমাএ যারা ফ্রি ইন্টারনেট চালান তাদের জন্য ।আমি আপনাদের চেয়ে অনেক ছোট তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবার কাজের কথায় আসি ।আমার কাছে অনেক এ Android এর ফ্রি ইন্টারনেট এর কথা বলে ছিলেন জিপি সিমে । কিন্তু আমি আপেনাদের সম্পর্ন নতুন ও আপডেট একটিা টিউন নিয়ে হাজির হলাম রবি সিমে । তবে এটা যেকোন ব্রাউজার ব্যবহার করতে পারবেন । তবে আর কথা নয় নিচে পড়তে শুরু করে দিন………
তাহলে শুরু করা জাক। প্রথমেই একটা নিচের সেটিং টা বানান।
Name- TipsDunia.Com
Apn – gpinternet
আর কিছু করা লাগবে না। একটা নেট pakage এক্টিব থাকতে হবে। 4mb pakage আমি ভালো মনে করি। এক্টিভ করতে *8444*4# ডায়াল করুন। এবার নিচের জিপ ফাইলটা ডাউনলোড দিন।
এটা sd card এর ভিতরে যেকোন ফোল্ডার এ রাখেন ।
এবার নিচ থেকে Feat Vpn (Android 4 point) এর নিচের ব্যবহার কারিরা এটা ডাউনলোড করুন।
আর 4 point এবং এর উপরের ব্যবহার কারিরা এটা ডাউনলোড করুন।
ডাউনলোড করার পর ইনস্টল দিন। এবার. Feat vpn open করুন।
এরপর setup এ গিয়ে। setup start দিন setup শেস না হওয়া পযন্ত অপেক্ষা করুন।
সেটাপ শেস হলে back করুন। এবার Tunnels এ যান।
Add এ ক্লিক করুন। নিচে এর নিচে। Load এ ক্লিক করুন।
এবার যেই ফোল্ডার এ প্রথমে ডাউনলোড করা ফাইলট রেখেছিলেন। সেই ফোল্ডার এ গিয়ে সেই ফাইলটি সিলেক্ট করুন।
এবার back এ গিয়ে Tunnels এ দেখুন একটা Tunnels Add হইছে।
এইবার এটি সিলেক্ট করুন। এবং কিছুসময় অপেক্ষা করুন। দেখবেন
Login & password চাইছে। Login দিন আর password দিন
লগইন নেম---- vpnbook
পাসওয়ার্ড--- 5humeTAz
ব্যাস এবার ok দিন।
কিছুখন অপেক্ষা করুন দেখবেন vpn connect হইছে।
এবার আর কি?? এবার আনলিমিটেড ফ্রি নেট চালান। সব software ফ্রি চালান।
কোন লিমিট চাড়া ।
বিঃদ্রঃ 4 mb pakage নেওয়া থাকতে হবে।
4mb pakage আমি ভালো মনে করি। এক্টিভ করতে *8444*4# ডায়াল করুন।
নেট কানেকশন বন্ধ করলে টাকা কেটে নিবে।তাই একবার কানেক্ট হলে আর ডিসকানেক্ট করবেন না।
ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য । টিউনটি ভাল লাগলে কমেন্টস করতে ভুলবেন না।
একটু সময় হলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন এখানে
post ouner nabil sikdar
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
কি লিঙ্ক দিছেন কাম করে না জলদি ঠিক কইরা দেন। তাড়াতাড়ি করেন দেরি হইয়া যাইতেছে অনেক টিউন পড়তে হইব।