আসসালামুওলাইকুম, কেমন আসেন সবাই?????আসা করি ভাল আসেন সবাই।আমি ভাল নেই ।আমার উপর দিয়ে ঝোড় বয়ে যাচ্ছে।থাক ওই কথা বাদ থাক।চারিদিকে তহ মেলা চলসে জানেন নাহ।উহ কি আর বলব ফ্রী নেট আর ফ্রী নেট।ফ্রী নেট এর বন্যায় ভাস্তেসে দেশ।যাই হক আমি আর কথা বাড়াবো না।যানি সবার মনে মনে রাগ হচ্ছে…তাই নাহ????টিউন টা এনেক এর জানা থাকতে পারে।তাই চিল্লাপাল্লা না করা ঈঈঈ ভাল।
আমি কিন্তু ফ্রী নেট চালাই না আমি 3g ইন্টারনেট চালাই টাকা দিয়ে কিনে।কিন্তু যারা চালাতে চান তারা এই টিউন টা ভাল করে পড়েন তার পর কাজ করেন ।
তোহ আর কি বিজয় এর মাসে মোনের আনন্দে ফ্রী ইন্টারনেট চালান।
ফ্রী ইন্টারনেট চালাতে আপনাকে যা করতে হবে।
১।একটি এয়ারটেল সিম।
২।একটি নেট পাকেজ এক্টিভেট।(3g পাকেজ এক্টিভেট করলে আপনাকে 3g এলাকার মধ্য থাকতে হবে।
৩।একটি এন্ড্রয়েট ফোন।
৪।একটি মোডিফাই অপেরা-মিনি।যা আমি আপনাদের দিব আজ।
অপরে-মিনি টা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
(Unlock Code ফোলডারের ভিতর এ পাবেন)
থামেন থামেন এখন ইনস্টল করবেন নাহ।
নিচের মত সেটিং করে নিন।
Name: Mehadi Exclusive
APN:internet
APN Type:default
Proxy:141.0.11.253
Post:80
User Name: Keet Blanck
Password: Keet Blanck
Server: Keet Blanck
MMSC: Keet Blanck
MMS Proxy: Keet Blanck
MMS Port: Keet Blanck
MCC:470
MNC:07
Authentication Type: Keet Blanck
APN Protocol:IPv4
APN Roaming protocol:IPv4
APN Enable/disable
এইখান এ টিক চিহ্ন দিন।
Bearer:Unspaecified
এবার এই সেটিং টা ডিফল্ট হিসাবে সেট করুন।
এবার screen lock বাটন চেপে ধরে ফোন টা reboot করুন।
এবার DATA USAGE এ গিয়ে Restrict Background Data সিলেক্ট করুন।
আবার Data Connection এ গিয়ে এয়ারটেল সিম টি সিলেক্ট করুন.
এবার অপরে-মিনি টা ইনস্টাল করেন।
এবার Handler Menu থেকে Proxy Type:HTTP আর Proxy Server:0.facebook.com দিয়ে ইনস্টাল করুন।
যদি ইনস্টাল না হয় তাহলে এয়ারটেল এর Official সেটিং টা দিয়ে ইনস্টাল দিয়ে নিন তার পর Mehadi Exclusive সেটিং টা সিলেক্ট করুন ।
ব্যাস আপনার কাজ সেস ।এবার যত খুশি ডাউনলোড আর ব্রাউজ করুন মনের আনন্দে।
সবাই ভাল থাকবেন।আমার জন্য দুয়া করবেন ।আজ বিদাই আবার আসব আনন্য কোন দিন।সবাই ভাল থাকবেন।
(আমি বাংলা টাইপ বেশি পারি না তাই ভুল হয়ে ক্ষমা করবেন।)
((((এতো টেনশন নিচ্ছেন কেন কোন প্রব্লেম হলে তহ আমি ফেসবুক এ আছি টাই নাহ।
আরে ভাই প্রব্লেম নাই ফ্রী নেট বাদে ও যদি কোন হেল্প লাগে আমি আছি আপনার পাসে আমাকে ফেসবুক এ রিকুয়েস্ট করেন।
আমি এক এক সময় এক এক টা ফেসবুক চালাই তাই ২ টা ঈঈ দিলাম আমি ফেসবুক ২ এ আছি দুই টা তে ঈঈঈঈ রিকুয়েস্ট করবেন তাহলে আমাকে পাবেন।))))
Note:মাঝে মাঝে কিলবাইট কাটতে পারে ভয় পাবেন না।
আমার সাইট এ ঘুরে আস্তে পারেন এই খান থেকে।
ভাল থাকবেন।আল্লাহাফেজ।
পরের টিউন এর জন্য আমার সাথে থাকুন।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।