আসসসালামু আলাইকুম, সবাইকে টেকটিউনসে এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। সব সময়ই হাসি খুশি থাকুন।
আমরা অনেকেই মুভি ডাউওনলোড করি আর এ কারণেই গুগল মামারে ধরি। অনেক সময় পাই অনেক সময় পাইনা মন খারাপ হয়ে যায়..........আবার বেশির ভাগ মুভিতেই রিজিউম সাপোর্ট পাওয়া যায়না!
একারনে অনেক সময় ৮০-৯০% হওয়ার পরে হঠাত করে কারেন্ট চলে গেলে অথবা অন্য কোনো সমস্যা হলে তা আর ডাউনলোড করা সম্ভব হয়না অনেক কষ্ট করে আবার নামানো লাগে 🙁
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে অসাধারন একটি সার্চ ইঞ্জিন এবং এটি গুগল দিয়েই তৈরি অর্থাৎ দাঁড়ালো এটা গুগল থেকে শকল রিজিউম সাপোর্টের লিঙ্ক গুলো আপনাকে খুজে এনে দেবে 😀
এই সার্চ ইঞ্জিনে আপনি যে যে সাইটের লিঙ্ক পাবেন তা হলঃ
http://www.putlocker.com/, http://www.rodfile.com/, http://uploadbaz.com/, http://muchshare.net/(সব গুলো সাইট ই রিজিউম সাপোর্ট দেয় 😀 😀 😀 )
সার্চের কিছু টিপস:
•মনে করেন গডফাদার মুভিটা সার্চ করবেন জাস্ট ''The Godfather'' লিখে সার্চ দিলেই হবে।
•মাঝে মাঝে সাল উল্লেখ করলে ঝামেলা হয় , আবার মাঝে মাঝে সাল উল্লেখ না করলে ঝামেলা হয় তাই দুইভাবেই চেষ্টা করবেন।
•নতুন ছবিগুলার বহুত প্রিন্ট'ই থাকে তাই নামের শেষে brrip বা, 720p ব্যাবহার করতে হবে।
•''''The.Godfather.720p'' এভাবেও সার্চ দিতে পারেন।
•কিছু কিছু নতুন মুভির ক্ষেত্রে শেষে "SCAM","CAM,"Screener" ইত্যাদি লেখলেও হবে। উদাহরণ স্বরূপঃ "The Godfather CAM" 😀
এছাড়াও বিভিন্ন সাইট থেকেও ডাউনলোড লিঙ্ক পেতে পারেনঃ
forum.doridro.com
amaderforum.com
moviescrib.com
icefilms.info
moviesmobile.net
mediafiremoviez.com
yourpcmovies.net
আমরা কয়েকজন টিউনার মিলে একটি গেমিং গ্রুপ আর ফ্যান পেজ খুলেছি আমাদের সাথে যোগ দিনঃ
আমি নাফিস রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাফিস রেজা! ব্লগিংটা বেশ ভালোই পারি, তাই আপনাদের সাথে আছি!!!
Akta link o Tik nai…