কেমন আছেন আশা করি ভালো আছেন।আজ দারুন একটা টিপস দেব যেটা মাধ্যমে আপনার ১০৭ ডলার বেচে যাবে।আমরা প্রায় সবাই স্কাইপ ব্যবহার করি।আসলে এটা আমাদের খুবই দরকার।স্কাইপ আমরা সবাই ফ্রী ব্যবহার করি।কিন্তু জানেন কি এটার প্রিমিয়াম আছে যার মুল্য ১০৭ ডলারের কিছু বেশি।আমি দেখাব কিভাবে আপনার স্কাইপকে প্রিমিয়াম করবেন তাও আবার ফ্রীতে।আপনি ভাবতে পারেন প্রিমিয়াম আবার ফ্রী হয় নাকি?আসলে একবার চেষ্টা করে দেখেন।না হলে তো আপনার ক্ষতি নাই।আর একবার হয়ে গেলে এক বছরের জন্য আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন।
কিভাবে প্রিমিয়াম মেম্বার হবেনঃ
প্রিমিয়াম মেম্বার হবার জন্য প্রথমে https://collaboration.skype.com/promotion/ এখানে যান।
ফাঁকা বক্সে আপনার ইমেইল দিন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
এবার আপনার ইমেইল এ দেখুন একটা মেইল গেছে যদি না যায় একটু দেরি করেন তবে আশা রেখেন অবশ্যই যাবে।ইমেইল টি ওপেন করুন।
এবার উপরের লিঙ্ক এ যান বা Redeem এ ক্লিক করুন।তারপর আপনার স্কাইপ এ লগিন করে ভাউচার কোড গুলো(উপরের ছবির কালো বক্সের মধ্যে যে কোড গুলো দেখা যাচ্ছে) পেস্ট করুন তারপর Redeem এ ক্লিক করুন।ব্যস এবার আপনাকে ১৫ মিনিট দেরি করতে বলবে।তারপর দেখুন আপনার স্কাইপ প্রিমিয়াম হয়ে গেছে।
প্রিমিয়াম হলে আপনার ইমেইলে একটা মেইল যাবে।উপরের মত।তারপর উপভোগ করুন প্রিমিয়াম স্কাইপ অ্যাকাউন্ট।
আমি তারিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kay bolsay free call kora jai ami try korse.premu hoy kintu free call kora jai na