বেশ কয়েকদিন ধরে দেখছি কয়েকজন সম্মানিত টিউনার বিনামূল্যে সাইট হোস্ট করার জন্য www.000webhost.com এর পরামর্শ দিচ্ছেন এবং www.000webhost.com এর বিভিন্ন সুবিধা নিয়ে টিউন করছেন। আমি জানিনা যে তারা www.000webhost.com এর ফ্রি হোস্টিং সার্ভিসটা সম্পর্কে কতটুকু জানেন। আর এর কতখানি ব্যাবহারই বা করেছেন।
তো আজকে আমি আপনাদের কাছে www.000webhost.com এর তথাকথিত এবং বহুল আলোচিত ফ্রি হোস্টিং সার্ভিস এর মুখোশ উন্মোচন করার সামান্য চেষ্টা করব এবং সেই সাথে http://www.000webhost.com এর ফ্রি হোস্টিং সার্ভিসটা নিয়ে যারা এত তৈলমর্দনে ব্যস্ত থাকেন তাদের তৈলের উত্সটা জানানোর চেষ্টা করব।
আমরা যারা নিজেদের ব্লগকে পছন্দ মত সার্ভারে হোস্ট করতে চাই তাদের ব্লোগিনের জন্য WordPress হচ্ছে বিশ্বসেরা সমাধান। এক কথায় -
Wordpress is the best bolgging software in the net.
তো এই Wordpress কে সেটআপ দেয়ার দুইটা উপায় আছে। একটি হলো cpanel এর auto installer sofware এর মাধ্যমে। আরেকটি হলো ম্যানুয়ালি অর্থাত প্রথমে FTP দিয়ে আপলোড করে তারপর Wordpress এর Setup Wizard দিয়ে এর কনফিগারশন (wp-config.php) ফাইলটা পরিবর্তন করে ব্যবহার করা ।
তো আমি প্রথমে www.000webhost.com এর ফ্রি হোস্টিং সার্ভিস এর cpanel এর auto installer sofware এর মাধ্যমে WordPress কে সেটআপ দিতে গেলাম এবং যা জানলাম তা হলো http://www.000webhost.com কর্তৃপক্ষ Fantastico Auto Installer Sofware টা আপগ্রেড করার কাজ করছেন এবং এইজন্য এটা দিয়ে আপাতত WordPress কে সেটআপ দেয়া যাবে না। আর তারা সেই সাথে নির্লজ্জের মত এও জানিয়ে দিল যে, তাদের এই আপগ্রেড প্রক্রিয়াটা কবে শেষ হবে তা বলতে পারছেন না।
বাহ কি চমত্কার ফ্রী হোস্টিং প্রভাইডার। এমন আইটেম!! আরো দুই চারটা থাকলে তো কথাই নাই। তা এতই যখন সময় লাগবে তখন সেই পর্যন্ত তাদের cpanel থেকে Fantastico Auto Installer Sofware এর অপশনটা তুলে নিলেই হয়। না তারা আবার সেই কষ্ট করতে নারাজ। আমার এই ঘটনাটা আজ থেকে চার মাস আগের। এমনকি আজকেও (০৯/০৬/২০১০) আমি যখন আমার একাউন্টে লগিন করার পর দেখলাম তখনও একই অবস্থা পেলাম ।
আপনার ওয়েবসাইটটা Static অথবা Dynamic , যাই হোকনা কেন ফাইল আপলোড করার জন্য FTP software is a must have item. তো তাদের (www.000webhost.com এর) cpanel এ দেখলাম যে তারা একটি নয় দুই দুইটা অনলাইন FTP software এর সুযোগ দিচ্ছে। ভালো কথা।
তো আমি প্রথম FTP software টা দিয়ে যখন মূল ডিরেক্টরিতে (public_html) ঢুকতে যাই তখনই সেই FTP software টা হ্যাং করে বসে। তো কয়েকবার চেষ্টা করে ব্যার্থ হওয়ার পর আমি তাদের দিতীয় FTP software টা দিয়ে wordpress এর জিপ করা ফাইল টা আপলোড করার চেষ্টা করলাম। এবং দেখলাম যে প্রতিবারেই wordpress.zip ফাইলটা আংশিক আপলোড হয়ে আর হয় না। এই রকম কয়েক বার হওয়ার পর আমি সবার কাছে পরিচিত Filezilla software দিয়ে জিপ ফাইলটা আপলোড করলাম এবং একবারের চেষ্টাতেই সফল হলাম।
তারপর আবার তাদের cpanel এর দ্বিতীয় FTP software টা দিয়ে জিপ ফাইলটা আনজিপ করার চেষ্টা করলাম এবং দেখলাম যে ফাইলটা পুরোপুরি আনজিপ হচ্ছেনা। তো আমি আরও দুই কি তিনবার চেষ্টা করলাম কিন্তু সফল হলাম না। অবশেষে ডিরেক্টরির (public_html) সব ফাইল মুছে আবার Filezilla Software দিয়ে wordpress এর আনজিপ ফোল্ডারটা আপলোড করার চেষ্টা করলাম এবং সফল হলাম।
তারপর যখন wordpress এর নিজস সিস্টেমে যখন সেটআপ দিলাম এই এরর পেলাম আমার জন্য প্রদত্ত ডিরেক্টরির রাইট পারমিশনটা নাকি রিড-অনলি করা আছে যার জন্য wordpress তার সেটআপ ফাইলটা পরিবর্তন করতে পারছে না । তো আমি filezilla Software দিয়ে ডিরেক্টরির ফাইল রাইট পারমিশন পরিবর্তন করার পরেও দেখলাম যে একই এরর মেসেজ দেখাচ্ছে। এরপরেও আমি কয়েকবার চেষ্টা করেও ডিরেক্টরির পারমিশনটা পরিবর্তন করতে পারলাম না যদিও filezilla Software দিয়ে দেখলে দেখা যায় যে, ডিরেক্টরির ফাইল রাইট পারমিশন পরিবর্তন হয়েছে।
এখন আপনারাই একটু চিন্তা করুন যে কি অবস্থা হয়েছিল তখন আমার আর ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন যে, এই মার্কা মারা http://www.000webhost.com এর ফ্রি হোস্টিং সার্ভিসটা কতখানি ব্যবহারের উপযুক্ত ।
আর হ্যা আরেকটি কথা। তা হলো প্রথমে আমি বলেছিলাম যে, http://www.000webhost.com এর ফ্রি হোস্টিং সার্ভিসটা নিয়ে যারা এত তৈলমর্দনে ব্যস্ত থাকেন তাদের তৈলের উত্সটা জানানোর চেষ্টা করব। জি হা খুব সহজ। তারা যে লিঙ্কটা (http://www.000webhost.com/xxxxxx.html) দেয় তা একটু খেয়াল করে দেখলে বোঝা যায় এই খারাপ জিনিষটা কে ভালো বলে চালানোর উদ্দেস্য টা কি ।
শেষ করার আগে একটি কথা। তা হলো খুব জলদি আমি ভালো ফ্রী হোস্টিং সার্ভিস প্রভাইডার এর বৈশিষ্ঠ্য গুলো কি কি হতে পারে তার উপর একটি টিউন করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবার কাছে দোয়া এবং কমেন্ট আশা করছি। আল্লাহ হাফেজ।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
ফালতু হোস্টিং. কন্টাক্ট মি. যদি হোস্টিং লাগে. ভালো প্লান হলে ফ্রী দিব.