ই-কমার্স সম্পর্কে জানুন। জনপ্রিয় ই-কমার্স সাইট গুলোর লিঙ্ক সংগ্রহ করে রাখুন।

 

 

 

 

আসসালামুলাইকুম। সবাই কেমন আছেন। সবাই ভাল থাকার জন্য দুওয়া করি। “টেকটিউন” প্রিয় ভাই/বোনদের শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আমি আজ যে বিষয় সম্পর্কে আলোছনা করব। তা আপনারা আমার টিউনের শিরোনাম দেখে বুঝতেই পারছেন যে “ই-কমার্স” সম্পর্কে আলোচনা করব। আলোচনার বিষয় থাকবে ই-কমার্স কি? ই-কমার্স কেন ব্যবহার করব? কিভাবে ব্যবহার করব? ব্যবহারের সুবিদা কি? ব্যবহারের অসুবিধা কি হতে পারে? জনপ্রিয় সাইট গুলোর লিঙ্ক ইত্যাদি।
ই-কমার্স মানে হচ্ছে ইলেক্ট্রনিক্স বিজনেস। আর সহজ ভাবে বললে বলা যায় যে ইন্টারনেট বলেন আর অনলাইন বলেন এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েব সাইট এর মাধ্যমে যেকোন পন্য ক্রয়-বিক্রয় করা যায়। তাকে ই-কমার্স বলে।
ই-কমার্স আমরা যে কারনে ব্যবহার করব। তার অনেক গুলো সুবিদার মধ্যে কয়েকটি উল্লেখ করছি। যেমন ১.ঘরে বসে যেকোন পন্য ক্রয়-বিক্রয় করতে পারবেন,২. ঘরে বসে ক্রয়-বিক্রয় কৃত পন্যের মূল্য পরিশুদ করা যায় বিভিন্ন ব্যাংকের ডেবিড-ক্রেডিট কার্ড, বিকাশ, কুরিয়ার সার্ভিস, পোষ্ট অফিস ইত্যাদির মাধ্যমে, ৩. আপনি ঘরে বসে পন্যের ছবি, সাইজ, রং, দর-দাম ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।
ব্যবহার! আপনি যে ধরনের পন্য ক্রয়-বিক্রয় করতে চান সেই ধরনের ই-কমার্স সাইটে ডুকে আপনার যে পন্য কিনবেন। সেই পন্যের মালিকের ই-মেইল, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি দেয়া তাকবে। আপনি ঐ ব্যক্তির সাথে যোগাযোগ করে পন্য ক্রয়-বিক্রয় করতে পারেন।
ই-কমার্স এর অসুবিধা। তেমন কোন অসুবিধা নেই। তবে ১.বিল পরিশুদের ব্যাপারে একটু সচেতন থাকুন, ২.পন্য ক্রয় করার পরে আপনার ঠিকানায় আসার পর যদি সেই পন্য আপনার চাহিদা মত না হয়। তা হলে আপনি একটু বিড়বনার মধ্যে পরবেন তাই পন্য ক্রয় করার সময় ভাল ভাবে যেনে শুনে পন্য ক্রয় করবেন। ইত্যাদি অসুবিধা থাকতে পারে।

 

 

 

 

নিন্মে বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স সাইট এর লিঙ্ক দেয়া হলঃ
Cellbazaar
Bikroy.com
ClickBD
Rokomari
akhoni
ajkerdeal.com

Shwapno
Fortuna Bangladesh
Ushop
Bdbazar24.com
eShoppingHub
JemonKhushi.com
Gadget Gang 7
Ebazon
Bdhaat.com
icon
OScom
Shobji.com
UpoharBD
FeriOla.com
Adhuli.com
Biponee.com
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। এই কামনা করি। এই টিউনে কোন ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

brother ajkerdeal.com kon Cms a create kora bolta paran. janla janaban pleas

ই-কমার্স সাইট কিভাবে বানায় তার কোন ধারনা আপনার আছে? আমি প্রোগামিং এর কথা বলছি না আমি বলছি প্রোগামিং ছাড়া কিভাবে বিভিন্ন পন্য বিক্রেতা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ক্রেতার কাছে প্রডাক্ট বিক্রি করে? বিভিন্ন পন্য বিক্রেতা কোম্পানির সঙ্গে সাইটটা বানাবার আগে কিভাবে ডিল হয়। এরপরও আমি জানি সাইট চলতে চলতেও নতুন কোম্পানি সঙ্গে ডিল হয়। জানলে বলবেন না জানলে জেনে নিয়ে জানাবার চেষ্টা করবেন যা আপনার এই টিউনটাকে সমৃদ্ধ করবে।

Level 0

Cellbazaar
Bikroy.com
ClickBD
They are not e-commerce sites but only classified sites.

doya kore na jene kono post korben na.

Level 0

আমার একটা Bikroy.com এর মত সাইট দরকার…. কারো কাছে থাকলে জানাবেন

01714662454