আজীবন ব্যবহার করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার-এর ফুল ভার্সন

প্রথমেই বলে নেই, এটা আমার ২য় টিউন। অতএব নতুন টিউনার হিসেবে যে কোন ভুলের জন্য আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে বিষয় টা নিয়ে টিউন করব, তা হয়ত বা অনেকেই জানেন অথবা এর আগেও কেউ টিউন করে থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে জানালে, আমি টিউন টি রিমুভ করে দিব।

কাজের কথায় আসি। IDM তো প্রায় সবাই ব্যবহার করেন। কেউ ফ্রী ভার্সন, আবার কেউ প্যাচড ভার্সন। যারা ফ্রী ভার্সন নিয়ে সন্তুষ্ট, তাদের কিছুই বলার নেই। কিন্ত যারা প্যাচড ভার্সন ব্যবহার করেন এবং প্রতিবার আপডেট ভার্সন বের হবার পর নতুন করে প্যাচড ভার্সন এর জন্য অপেক্ষা করেন, তাদের জন্যই মূলত এই টিউন।

হ্যা, ভাই! এসে গেছে! রুপালি পর্দায়...থুক্কু...আপনার কম্পিউটার এর পর্দায় আজীবন ব্যবহার করুন IDM! ফুল ভার্সন! একদম ফ্রী তে!

ধাপ ১- IDM এর যে কোন ভার্সন ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

ধাপ ২- এখান থেকে  ৩৮০KB সাইজের RAR ফাইলটি টি ডাউনলোড করুন এবং পিসি তে ইন্সটল করে রান করুন। (প্রথমে এক্সট্রাক্ট করে নিতে হবে। পাসওয়ার্ড sindook)

ধাপ ৩- নিচের ছবিটির মত একটা উইন্ডো আসবে। Start বাটনে ক্লিক করুন।

IDM with lifetime crack

ব্যস! মামলা খতম। IDM আজীবনের জন্য ফুল ভার্সন হয়ে গেছে। নিশ্চিত হবেন নিচের ছবিটির মত ডায়ালগ বক্স দেখলে-

এখন আসল বিষয়। IDM -এর আপডেট ভার্সন বের হয়েছে, কিন্তু সেটার প্যাচড ভার্সন বের হয়নি। কি করবেন? জাস্ট চ্যাও চ্যাও...

ধাপ ৪- নিচের ছবির মত "Update" বাটনে ক্লিক করুন।

এই পর্যায়ে আপনার স্ক্রিনে নিচের ছবিটির মত একটি ডায়ালগ বক্স আসবে। OK করুন। আপনার সিস্টেম ট্রে থেকে IDM আইকন উধাও হয়ে যাবে এবং IDM এর সব প্রসেস বন্ধ হয়ে যাবে।

ধাপ ৫- এবার স্টার্ট মেন্যু থেকে নতুন করে IDM রান করুন এবং আপডেট করুন। নিচের ছবিগুলোর মত-

ধাপ ৬- আপডেট হয়ে গেলে ধাপ ৩ এর মত করুন।

তারপর নিচের ছবির মত চেক করে দেখুন আর খুশিতে বাকবাকুম হয়ে যান।

লেখাটি পূর্বে আমার ব্লগে ইংরেজীতে প্রকাশিত।

Level 1

আমি শামীম আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অন্তর্মুখী মানুষ। কম কথা বলার প্রবণতা থেকে তৈরি হয়েছে লিখে নিজেকে প্রকাশ করার অভ্যাস। নিজের ব্লগ দ্য হিডেন ট্যাবলেট এ মাঝে মাঝে লিখি। আপনাদেরও ভাল কিছু দেয়ার চেষ্টা থাকবে সবসময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

দারুন ভাইয়া

    @mahbub2013: ধন্যবাদ মাহবুব ভাই।