একটি অজানা তথ্য জেনে রাখা দরকার: ইন্টারনেটে 2G‚3G, 3.5g, 3.9G কি?পুরণ রুপ , speed ।(জেনে রাখুন , কেও জিগাইলে না বলতে পারলে লজ্জা পাবেন)

আসসালামুআলাইকুম , অনেকদিন ধরে টিউন লেখবো লেখবো করে হয়ইনা , তাও লেখতে বসে গেলাম … আসা করছি সবাই ভাল আছেন , আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন।

আপনি ৩g use করেন / 2g , কেও যা্নাকনাকে এর সম্পরকে জিগায় তাহলে বলতে পারবেন তো?না পারলে ত লজ্ঞা পাবেন , তাই এই পোস্ট তা করলাম । জারা জানেন তাদের জন্য না ।


 

একটি অজানা তথ্য জেনে রাখা দরকার: ইন্টারনেটে 2G‚3G, 3.5g, 3.9G কি?
► 2G = GSM (Global System for
Mobile) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল

 


► 2.5G = GPRS (General Packet Radio
Service) জেনারেল প্যাকেট রেডিও
সার্ভিস জিপিআরএস প্রতি সেকেন্ডে 56-114
kb
ডাটা প্রদান করতে সক্ষম


► 2.75G = EDGE (Enhanced Data Rate
for GSM Evolution) উন্নত ডাটা রেট
GSM বিবর্তনের জন্য
EDGE প্রতি সেকেন্ডে 400Kb পর্যন্ত
ডাটা প্রদান করতে সক্ষম ।


► 3G = (Third Generation) তৃতীয়
প্রজন্মের ইন্টারনেট সেবা ।
যা WCDMA-(UMTS) প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হয়,
WCDMA= (Wideband Code Division
Multiple Access) ওয়াইডব্যান্ড কোড
ডিভিশন মাল্টিপল অ্যাকসেস
যার গতি EDGE চেয়ে কিছুটা বেশী


► 3.5G HSDPA হাই স্পিড ডাউনলিংক
প্যাকেট
অ্যাক্সেস ,
এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 7.2 Mb
ডাটা পাওয়া সম্ভব
HSUPA (High Speed Uplink Packet Access) হাই স্পিড আপলিংক প্যাকেট
এক্সেস HSUPA প্রতি সেকেন্ডে 5.8 Mb
আপলোড স্পীড পাওয়া যায় ।


► 3.75G
HSPA (High Speed Packet Access) হাই
স্পিড প্যাকেট এক্সেস HSPA প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 21থেকে 28
Mb স্পিড পাওয়া সম্ভব
Lte


► 3.8G, 3.85G, 3.9G (Pre-4G)
HSPA+ (Evolved High Speed Packet
Access) প্রসূত হাই স্পিড প্যাকেট এক্সেস HSPA+
প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 168mb
পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব ।


► 4G = (Fourth Generation) চতুর্থ
প্রজন্ম
LTE (Long Term Evolution) দীর্ঘ মেয়াদী বিবর্তন
LTE
প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে 299.6
Mb পর্যন্ত গতি পাওয়া সম্ভব .


 

  • আপনি যদি 3G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে 3g লেখা দেখাবে,
  • আপনি যদি 3.5g বা 3.75G নেটওয়ার্ক এলাকায় অবস্থান করেন তবে আপনার  মোবাইলে H লেখা দেখাবে, আর
  • আপনি যদি 3.8G বা 3.9G নেটওয়ার্ক

এলাকায় অবস্থান করেন তবে আপনার মোবাইলে H+ লেখা দেখাবে।


 

এখানেই সেস । ভালো থাকবেন ।

Level 0

আমি D4RK H4CK3R। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভুল তথ্য আছে এখানে। ভালো করে আগে নিজে জানুন তারপর শেয়ার করুন

Level 0

16. What does it mean by E, 3G and H or 3.5G
as network symbol in Mobile Stations?
H or 3.5 G stands for HSPA (High Speed Packet
Access) is a new generation communication
protocol that allows data connections up to
14.4Mbps download speed and up to 5.8Mbps
upload speed per user in good coverage and
quality conditions. 3G means WCDMA (Wideband
Code Division Multiple Access) that is a 3G
technology version that allows data connections
up to 2 Mbps per user in good coverage and
quality conditions. E stands for Enhanced Data
Rates for GSM Evolution, known as EDGE that is
2.5G technology version which can go up to a
speed of 264 Kbps.

লেখা গুলো আমি টেলিটকের ওয়েবসাইট থেকে কপি পেস্ট করেছি। আপনি বলেছেন Edge এর স্পিড 400KB. বড় হাতের KB অর্থাত ৪০০ কিলোববাইট। কিন্তু Edge সর্বোচ্চ284Kbps স্পিড দিতে পারে যার মানে সর্বোচ্চ ৩০-৪০ কিলোবাইট পার সেকেন্ড। আরেক্টা কথা বলেছেন wcdma এর স্পিড নাকি Edge এর থেকে কিছু বেশী। হাহা হাসাইলেন ভাই। wcdma 2 Mbps স্পিড দিতে পারে। যা edge এর থেকে অনেক বেশী। আরও অনেক ভুল আছে

বাংলাদেশ ২ জি মানে ২০/৩০ কেবি
৩জি মানে এখন ও পাই নাই । আমি এখন চিটাগাং তবে আমার সেট কোন সিম লাগালে ৩ অথবা H কোনটাই নাই।
স্পীপ বলতে পারছি না।

nice tune thhhhnx