আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । প্রায় ১০ বছর থেকে গ্রামীণ আঁকড়ে ধরে আছি । যার কারনে অন্য সিম ব্যবহার করা হয় নি । এই তো দুই আগ থেকে এয়ারটেল ব্যবহার করছি । তাহলে বুঝতেই পারছেন কত সামান্য জ্ঞান নিয়ে টিউন করতে এসেছি । আজ যে বিষয়ে (এয়ারটেল ফ্রি নেট ) লিখব তা আমার আবিষ্কার নয় । এই বিষয় নিয়ে অনেকে লিখেছেন , তাদেরকে ধন্যবাদ জানাই , পাশাপাশি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম বিষয় পুনরায় লিখার জন্য । তবে আমি এটিকে অন্যভাবে উপস্থাপন করব । আপনারা জানেন এয়ারটেলে সম্পূর্ণ ফ্রি নেট ব্যবহার করা যায় না , কিছু মেগাবাইট কিনতে হয় যা আস্তে আস্তে খরচ হয় । ধরে নিলাম , আপনি ২০ মেগাবাইটের একটি প্যাকেজ ক্রয় করেছেন , এখান থেকে আস্তে আস্তে মেগাবাইট খরচ হবে । মজার বিষয় বিভিন্ন জন বিভিন্ন সময় ধরে এই ২০ মেগাবাইট টিকিয়ে রাখতে পারে । কেউ ৫ ঘণ্টা , কেউ ১০ ঘণ্টা , কেউ আবার এর চেয়েও অনেক বেশি , প্রায় ১ সপ্তাহ । যেহেতু এই পদ্ধতি একেবারে ফ্রি নয় , সেহেতু একবারের জন্য আমার টিউন ফলো করে দেখুন , আপনার লাভ হচ্ছে নাকি লস । আমাদের উদ্দেশ্য হবে এই ২০ মেগাবাইটকে যত বেশি সময় টিকিয়ে রেখে যত বেশি ইন্টারনেট ব্যবহার করা যায় । আজকের টিউন কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি ।
ক। এয়ারটেল ফ্রি নেট চালানোর পদ্ধতি / কৌশল খ। মেগাবাইট টিকিয়ে রাখার / কম খরচ করার কিছু পদ্ধতি / কৌশল
ক। এয়ারটেল ফ্রি নেট চালানোর পদ্ধতি / কৌশল
১। http://www.mediafire.com/download/zqbyywx7nn3rgr7/Proximitron.zip এখান থেকে জীপ ফাইলটি ডাউনলোড করে যেকোন ড্রাইভে Extract করুন ।
২। Proxomitron এ ডাবল ক্লিক করুন । দেখুন এটি Taskbar এ দেখাচ্ছে । সেখানে ক্লিক করে Proxomitron ওপেন করুন।
৩। Automatic config ফাইল লোড না হলে, Load এ ক্লিক করুন । default config ফাইলটি চিনিয়ে দিন ।
৪। মডেম কানেক্ট করুন । APN- internet (20 MB package নেওয়ার জন্য ডায়াল করুন *321*77# )
৫। BYPASS FILTERS এ ক্লিক করুন ।
৬। Browser এ Proxy- 127.0.0.1 এবং Port- 8080 সেট করুন ।
৭। Browser এ হোমপেজ সেট করুন 0.facebook.com অথবা সরাসরি address বারে লিখুন 0.facebook.com , enter চাপুন ।
৮। 0.facebook.com পেজটি redirect হয়ে নিচের মত পেজ আসবে । url লিখার জায়গায় আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে ইন্টারনেট ব্রাউজ ও ডাউনলোড করুন । ( Download করার সময় দেখাবে - download from 0.facebook.com )
৯। আমি config ফাইলে কয়েকটি Proxy Server যোগ করে দিয়েছি । যেমন- hidethisip.net:80
85.17.141.35:80
german-proxy.de:80
zacebook.com:80
যদি আপনি Proxy Server পরিবর্তন করতে চান তাহলে Proxomitron এ manage proxies এ ক্লিক করে নিচের মত Proxy Server সিলেক্ট করতে পারেন ।
খ। মেগাবাইট টিকিয়ে রাখার / কম খরচ করার কিছু পদ্ধতি / কৌশল
শুধু ফ্রি নেটের ক্ষেত্রেই নয় , টাকা দিয়ে যারা অন্য ISP ব্যবহার করেন তাদের জন্যেও নিচের কিছু বিষয় কাজে আসবে আশা করি ।
১। এই পদ্ধতি ব্যবহার করার সময় আপনি কখনই ভুল করেও address বারে 0.facebook.com ব্যবহার না করে অন্য url ব্যবহার করবেন না । অবশ্যই 0.facebook.com দিয়ে enter চাপুন । আপনি ইন্টারনেটের যত গভীরেই প্রবেশ করুন না কেন , প্রত্যেকটি সাইটে url নিচের মত শুরুতে http://0.facebook.com........................... দিয়ে দেখাবে । এটি অটোমেটিক জেনারেট হবে ।
২। আপনার পিসিতে সকল ধরনের Automatic Update বন্ধ করে দিন । কারন Update নিতে গেলে এই ২০ MB আগামী ২০ মিনিটেই শেষ হয়ে যাবে ।
৩। আপনাকে খেয়াল রাখতে হবে পিসিতে Proxomitron এবং Browser ছাড়া অন্য কোন software Data / ইন্টারনেট ব্যবহার করছে কিনা , করলে ঐ Data / ইন্টারনেট ব্যবহারকে বন্ধ করতে হবে ।
প্রথমে আমরা খুঁজে বের করব এই মুহূর্তে আপনার পিসিতে কোন কোন ক্ষেত্রে Data / ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এর জন্য Run এ লিখুন cmd , enter চাপুন । cmd ওপেন হবে । এবার লিখুন - netstat –b (netstat এর পরে একটি স্পেস হবে ) । enter চাপুন । নিচের মত লিস্ট দেখতে পাবেন । এই মুহূর্তে আপনার পিসিতে কোন কোন ক্ষেত্রে Data / ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এখানে PID -র নং আপনার প্রয়োজন হবে।
উপরের ছবিতে দেখা যায় আমার পিসিতে শুধু Proxomitron , Firefox Browser এবং cometbird এ ইন্টারনেট ব্যবহার হচ্ছে । এগুলো পরিচিত নাম তাই হয়ত PID ছাড়াই আপনি এগুলো বন্ধ করতে পারেন । কিন্তু অনেক ক্ষেত্রে PID প্রয়োজন হবে ।
ধরুন , আপনার পিসিতে অন্য software Data / ইন্টারনেট ব্যবহার করছে । তাহলে তাকে বন্ধ করবেন কিভাবে ? আমি এখানে cometbird বন্ধ করে দেখাব । মনে রাখুন এখানে cometbird এর PID –3208
এবার Ctrl+Alt+Delete চেপে Task Manager ওপেন করুন । View এ ক্লিক করুন । select columns এ ক্লিক করুন । PID তে টিক দিয়ে ok ক্লিক করুন ।
Task Manager এ Processes ক্লিক করুন । এবার উপরের PID নং মিলান । এবার সেটাতে ক্লিক করে End Process ক্লিক করুন । বন্ধ হয়ে গেল তার চুরি করে মেগাবাইট খাওয়ার গল্প ।
PID For Process Identifier
netstat –ano কমান্ডে আপনি যে তথ্য পাবেন তা Real Time তথ্য নয় ।
zacebook proxy server ব্যবহার করলে DWC error/java script error দেখাবে । এই সমস্যার সমাধান পেতে এবং ব্রাউজে স্পীড বেশি পেতে এই টিউন টি ফলো করুন ।
Download করার জন্য download manager add-ons ব্যবহার করতে পারেন ।
যেহেতু এই পদ্ধতি একেবারে ফ্রি নয় , সেহেতু একবারের জন্য আমার টিউন ফলো করে দেখুন , আপনার লাভ হচ্ছে নাকি লস ।
ভাল থাকবেন সবাই ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার তো সব MB শেষ এখন কি আবার MB কিনতে হবে ।