শাকিল আরেফিন ভাইয়ের “বাংলাদেশ থেকে আমি যেভাবে পেপ্যাল এর টাকা উত্তোলন করি একইভাবে কিন্তু আপনিও করতে পারেন” শীর্ষক সুন্দর টিউনের পর ভাবলাম আমার টিউনটিও অনেকের কাজে লাগতে পারে। এই পদ্ধতিতে আমি টাকা ট্রান্সফার করে সফল হয়েছি। এ পদ্ধতিতে আপনার আমেরিকায় অবস্থিত কোন বন্ধু বা আত্মীয়ের সাহায্য আবশ্যক।
যাহোক পে-প্যাল এর আয় উত্তোলনের আরেকটি সহজ উপায় হল: আপনার পে-প্যাল একাউন্টটিকে আমেরিকায় অবস্থিত কোন বন্ধু/আত্মীয়ের ব্যাংক একাউন্ট এর সাথে লিংক করে দেয়া।
ব্যাস! হয়ে গেল। পে-প্যাল একাউন্টে আপনার আয় জমতে থাকবে। আর যখনই আপনি তা উত্তোলন করতে চাবেন, আগে আপনি তা আপনার বন্ধু/আত্মীয়ের ব্যাংক একাউন্ট নম্বরটিতে ট্রান্সফার করুন। তারপর সুবিধাজনক সময়ে তাকে অনুরোধ করুন টাকা পাঠিয়ে দিতে।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল টিউন