গ্রামীণ ফোন ফ্রি ব্রাউজিং । ( Your Freedom)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । শুরুতে কিছু কথা বলে নিই । আপনারা আমার কাছে হয়ত অনেক কিছু আশা করেন কিন্তু আমি পূর্বেও বলেছি যে , আমি একজন খুব সাধারন মানুষ । আমি আপনাদেরকে বেশি কিছু দিতে পারবনা । আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তা শেয়ার করি । এমনটি নয় যে , আমি জানি কিন্তু দিই না । তাই আমাকে দয়া করে ভুল বুঝবেন না ।

গ্রামীণ ফোন ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সবার পরিচিত একটি সফটওয়্যার ব্যবহার করব , যার নাম- “Your Freedom ” এই সম্পর্কে পূর্বে টিউন করেছিলাম , কিন্তু অনেকে নানা রকম সমস্যায় পড়েছেন , তাই আজ তার সমাধান দেওয়ার জন্য এই টিউন  ।

১। প্রথমে এখান থেকে Your Freedom এ রেজিস্ট্রেশন করুন । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল এ লগইন করে Your Freedom account  একটিভ করুন । বলে রাখা ভাল প্রতিটি account আপনি ২/১ ঘণ্টা ব্যবহার করতে পারবেন । তাই আপনার প্রয়োজন  মত account খুলে নিবেন , প্রতিটি account এর জন্য একটি ইমেইল লাগবে । ১০ থেকে ১২ টি account ওপেন করে Username , Password গুলো লিখে রাখুন । যেন আপনি প্রতিদিন এইগুলো ব্যবহার করতে পারেন ।

২ । এবার Your Freedom ইন্সটল করার পালা । দুই নিয়মে আপনি Your Freedom ইন্সটল করতে পারেন । Windows full installer এবং Windows installer Windows full installer ব্যবহারের জন্য java প্রয়োজন নেই কিন্তু Windows installer এ অবশ্যই java প্রয়োজন । Windows full installer  ডাউনলোড করে ইন্সটল দিন ।

৩। Your Freedom ওপেন করুন । কোন ধরনের  Wizard অপশন আসলে Cancel করুন । কারন আমরা Manually  Your Freedom সেটিং করব । Configure এ ক্লিক করুন ।

৪। এবার Account Information এ ক্লিক করুন । আপনার Freedom account  এর Username , password দিন ।

৫। এবার Server connection এ যান ।  নিচের মত সেটিং করুন ।

Freedom server  - ems18.your-freedom.de

port- 53

Connection mode  DNS

Tweaks- None সিলেক্ট করুন ।

Options থেকে সবগুলো টিক তুলে দিন ।

আপনি নিচের free server গুলো ব্যবহার করতে পারেন ।

ems02 , ems03 , ems04, ems06 , ems08 , ems11, ems12 , ems15, ems19, ems23 , ems24, ems28 .

৬। এরপর Save and Exit এ ক্লিক করুন ।

৭। Ports থেকে Web proxy port – 8080  চেক করুন ।

৮। আপনার মডেমে APN- gpinternet  সেটিং করুন । এরপর মডেম কানেক্ট করুন । প্যাকেজ p0 (pay per use ) ব্যবহার না করাই ভাল । কারন বর্তমানে এই প্যাকেজে ৩০ MB ব্যবহার করার পর পুনরায় Active করতে হয় । তাই সাপ্তাহিক কোন প্যাকেজ ব্যবহার করুন , যেন এক সপ্তাহ কোন ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারেন ।

৯। Start connection এ ক্লিক করুন । মুহূর্তের মধ্যে এটি কানেক্ট হবে ।

১০। এবার Browser এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং use this proxy server for all protocols সিলেক্ট করুন ।IDM এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং HTTPS  Proxy – 127.0.0.1  Port- 8080 দিন ।

১১। ১ টি account এর সময় শেষ হলে Your Freedom registry সহ uninstall করুন । তারপর অন্য account ব্যবহার করুন ।

১২। Try before buy ব্যবহার করতেও পারেন । তবে এটা জরুরী  না ।

এতক্ষণে আপনি ফ্রি নেট ব্যবহারের ক্ষেত্র তৈরি করেছেন । তবে এতে যে স্পীড পাবেন , ইচ্ছা হবে পিসি ভেঙে ফেলতে । বাজে স্পীড । পেজ লোড হচ্ছে তো হচ্ছেই.................. । তাই এই সমস্যার সমাধান পেতে নিচের টিউন টি অনুসরন করুন ।

পিসিতে যেকোন অপারেটরে ইন্টারনেট ব্রাউজ করুন সুপার স্পীডে ।

 

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jahid vai sob thikthak moto korlam but connection er 1-3 second er moddhe authontication flailed dekhay help me….

vai sob network e kajj korbe kii mane amii india achi vodafone use korci jodio 1gb pack ache kaaj korbe kii ami er age onek bar try koreci but evry time f….

vai sob network e kajj korbe kii mane amii india achi vodafone use korci jodio 1gb pack ache kaaj korbe kii ami er age onek bar try koreci but evry time f….

Level 0

ans den jahid vai????

Vai ata te avares speed koto payya jay 2g te.

Amar o ak e problem. connection er 1-3 second er moddhe authontication flailed dekhay. ki korbo bujtese na

vi sob thik acha but speed valo na kono site a dukte pare na.

Level 0

ভাই এই ট্রিক দিয়ে কি ডাউনলোড করা যাবে ???

vai pc suite dia ki hobe?

firefox এ tools-options-content থেকে load image automatically টিক তুলে দিন । এতে স্পীড বেশি পাবেন । তবে , ছবি দেখতে পাবেন না , শুধু কন্টেন্ট ।

Level 0

এই টিপসটির জন্য আপনাকে ধন্যবাদ

Level 0

vai speed nai to load image automatically off koreo kaj hoy na ?

help me

please

জাহিদ ভাই এই টা কি এখনও কাজ করে????????এর আগে আমি একবার try করেছিলাম কিন্তু তখন শুধু athunticating failed লিখাটি দেখায়ছে।plz help করেন ভাই………