ব্রিটিশ কোম্পানি Green-Red এর বাংলাদেশে ডাকাতি

আমি আজকে আমার মনের কিছু কষ্ট Techtunes এর পাঠকদের সাথে share করতে চাই। আমরা প্রায় ২ বছর ধরে একটি বাংলা নিউজ website পরিচালনা করে আসছি। আমাদের daily page view প্রায় ১ লক্ষ। আমাদের নিজের টাকা পুজি করে এই website টা করা। আমরা বড় কোন কোম্পানি বা নিউজ চ্যানেল নই।

যাই হোক এবার আসল কথায় আসি। প্রথমে আমাদের এই website টিতে আমরা Google Adsense ব্যবহার করার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু বাংলা content হওয়াতে ৪ দিন পরেই Site টা ব্যান হয়ে যায়। যদিও আমাদের site এ কিছু ইংরেজি পেজ ও ছিল।
এরপর আমরা Green-Red এর বিজ্ঞাপন আমাদের site এ দেয়া আরম্ভ করি। প্রথম প্রথম ওরা ভালই Pay করত। কিন্তু এখন আগের মত আর করছে না। আমদের visitor আগের চেয়ে আরও বেশি কিন্তু তবুও earning নাই। ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ওরা ঠিকমত support দিচ্ছেনা।

অনেক খোঁজ নিয়ে জানতে পারলাম যে, ওরা এখন মাত্র ৩০% করে publisher দেরকে payment দিচ্ছে। এখন আমার প্রশ্ন হল, যেখানে ওরা বলেছিল দিনে দিনে আমাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দেবে, সেখানে আরও কমে যাচ্ছে কেন? আমরা Green-Red সম্পর্কে কিছু তথ্য বের করেছি, আপনারা মিলিয়ে দেখতে পারেন।

১. বর্তমান Payment: ৩ টাকা/১০০০ View, যা দিয়ে পেট চলা দায়।
২. Green-Red হল UK কোম্পানি। নামে গ্রীন রেড, কাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
৩. এরা শুধু Olx এবং Bikroy.com এর Ad দেয়।
৪. Contact করলে পাওয়া যায় না, ২/৩ দিন অপেক্ষার পরেও উত্তর নাই।
৫. ২ বছরে সাইটের বেহাল দশা, একটা কোম্পানি যদি WordPress দিয়ে কাজ চালায় আমরা কই যাই।
৬. ফোন করে কিছু বললে, অ্যাকাউন্ট বাদ করে দেওয়ার হুমকি দেয় (আমাকে দেয়নি, তবে আমার এক বন্ধুকে কয়েকবার করছে )

এই মুহূর্তে আমাদের প্রশ্ন
১. Google কি আমাদের জন্য কিছু করবেনা? বাংলা ভাষা এতোই অবহেলিত ?
২. আমরা নিজেরা কোন উদ্যোগ নিতে পারি কিনা, আমরা সবাই কিছু কিছু টাকা দিয়ে একটা কোম্পানি খুলতে পারি কিনা ?

Level 0

আমি BengalNews। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ বেঙ্গল নিউজ। আমিও গ্রীণ রেড কে ভোট দেব না। তবে আমাদের দেশে কিছু কিছু ভালো ওয়েবসাইট তাদের বিজ্ঞাপন ব্যবহার করছে। আর গুগল এডসেন্স এর ব্যাপারে আপনি যা বলেছেন তাতে আমি একমত নই। কারণ যুগান্তর ও কালের কন্ঠের মত বাংলা পত্রিকাও গুগল এডসেন্স এর বিজ্ঞাপন ব্যবহার করে।

আপনি প্রথমে কোন ইরেজি ব্লগ দ্বারা গুগল এডসেন্স এপ্রুভড করিয়ে নিতে পারেন। তারপর সেই বিজ্ঞাপন আপনার বাংলা পত্রিকায় ব্যবহার করতে পারেন।

    Level 0

    আমি কয়েকবার বাংলা সাইটে গুগল অ্যাড দিয়েছিলাম। গুগল ব্যান করে দিছে। TechTunes এ গুগল অ্যাডসেন্স ছিলো, এখন নাই, কারন বাংলা সাইটে গুগল অ্যাডসেন্স দেওয়া মানা।

গুগুল বাংলা ভাষা সাপোট করে না। তবে আপনি চালাকি করে সাইট ফরওয়াড করে ইংরেজী সাইট দেখিয়ে এফুড করতে পারবেন।
তবে কাজের কথা হল বাংলা গুগুল সাইট লাইক এ্যাড নাই। কিণ্তু দেখবেন কিছু দিনের মধ্য আপনি ব্লক করা হয়েছে।
তবে আমার মতে কিছু সাইট আছে যে গুলো ভালো পেমেন্ট দেয়।

বাংলাদেশে অনেক গোলো অ্যাডসেন্স এর মতো সাইট আছে। Adjagot.com Poisha.com । আর কিছুদিন আগে AmaderAd.com নামেও একটা কোম্পানি শুরু করছে। আরো চিপায় চাপায় কতো সাইট আছে, কে জানে, খোজ নিলেই তো হয়।

    @আজব লোক:
    বাট এদের পেমেন্টও অনেক কম।
    আপনি চিতিকা বা বিডভার্টাইজার ইউজ করে দেখতে পারেন।

আমার একটা একাউন্ট আছে। বছর দুয়েক পুরানো। কিছু বাংলা সাইটে ওদের এড দিয়ে রেখেছি। ভিজিটর কম প্লাস পিসিএম কম (১০ টাকা নাকি ) তার মানে আর্নিং খুব কম দেখে কোন ইংলিশ সাইটে ওদের এড রাখি নাই।

গত কয়েক দিন আগে আর একটা বাংলা সাইট যোগ করলাম। এপ্রুভের করে ওরা আমাকে ফোন দিল (একটা মেয়ে) পরের দিন আবার ফোন দিয়ে অন্য একটা বিষয়ে কথা বলল। তাই “Contact করলে পাওয়া যায় না” মনে হয় পুরাপুরি ঠিক না। আর একটু চেস্টা করে দেখতে পারেন।

গত কাল এর হিসেব হল; Impressions 7,807 আর Estimated Revenue  ৳26.32 মাত্র!!!!!!!!!! তবে কোন কিছু না থাকার চেয়ে যেটা এসেছে সেটা খারাপ কি ? তবে পিসিএম যদি ১০ টাকা করে ৭৮ টাকা হত তবে খুব একটা খারাপ হত না।

techcrunch.com এর মত ওয়াল্ড ফেমাস সাইট যদি WordPress দিয়ে কাজ চালায় তবে gree red তো তেলাপোকা পাক্ষি।

Level 0

Apnar site er english version rakhlei to hoy!!

http://www.AmaderAd.com অনেক পসিটিভ মনে হলো। মাত্র ১৮ দিনের মধ্যে ওদের যতোটুকু সুনাম শুনলাম তাতে মনে হয় ভালোই করবে। আমি গাইডলাইন গোলো দেখেছি, ভালো লাগলো। সাইটে Live Chat, Contact Support আছে, দেখে বিদেশী কোম্পানি মনে হবে। WhoIs ডাটা দেখে বুঝলাম, এটা বাংলাদেশি কোম্পানি। আমি গতকাল ভালো রেট পাইছি, ওদের রেট ফিক্সড না, বিজ্ঞাপনদাতারা বিড করে বাড়াতে পারবে, আর তাতে আমরাই বেশি লাভবান হবো।

Level 0

বর্তমানে বাংলাদেশের নামিদামি কর্পোরেট কোম্পানি গুলো কিন্তু এখন গুগলে বিজ্ঞাপন দেয়। তাছাড়া গুগল বাংলাদেশের জন্য কান্ট্রি ডিরেক্টরও নিয়োগ করছে।। বাংলাদেশের যারা বড় মানের তথ্য প্রযুক্তিবিদরা আছেন তারা যদি সম্মিলিত ভাবে বাংলাদেশের জন্য গুগল অ্যাডসেন্স দেয়ার জন্য কান্ট্রি ডিরেক্টরের মাধ্যমে প্রস্তবনা পাঠায় তাহলে আমরা উপকৃত হব। যেভাবে গুগল এখন বাংলাদেশের জন্য Wire transfer to bank account চালু করছে

green red এর পেমেন্ট গেট ওয়ে কি কি?