আশাকরি সবার দিন গুলো সেইরাম ভালোই কাটছে, আপনাদের সবার সাথে পাল্লা দিয়ে আমার দিন গুলোও সেইরাম ভালো কাটছে যাই হোক সময় ও সুযোগের অভাবে অনেক দিন ধরে টেকটিউনসে ধারাবাহিক ভাবে লেখা-লেখির ইচ্ছা থাকা স্বত্বেও লেখা হয়ে ওঠেনি কিন্তু বর্তমান সময়ে কাজের চাপ কম থাকায় আপনাদের সাথে আমি আমার SEO সম্পর্কিত জ্ঞান ধারাবাহিক ভাবে টিউন আকারে লেখার মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। তাই আপনাদের সবার আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।
উৎসর্গ: আমি আমার এই টিউনটি উৎসর্গ করলাম আল সাহারিয়াত করিম কে (Al Shahriat Karim) ওর প্রোফাইল https://www.techtunes.io/tuner/al-shahriat-karim ।আমি ওর টিউন গুলো দেখে বেশ আনন্দিত ও অবাক হয়েছি এবং ওর মত ছোটদের উৎসাহ দিতেই আমি আমার এই টিউনটি আল সাহারিয়াত করিম কে উৎসর্গ করেছি। আমি মনেকরি “ আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ” কারণ ওরাই পারবে আমাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে।
“SEO ধারাপাত” এমন নামকরণ কেন করা হল? এবং শুরুর আগে কিছু কথা!!!
SEO ধারাপাত বলতে আমি যা বোঝাতে চেয়েছি তা হল, SEO সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও টেকনিক শেয়ারের মাধ্যমে আমি আপনাদের সাথে SEO এর প্রাথমিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কলাকৌশল নিয়ে আলোচনা করব, যার ফলে SEO এর সহজ টেকনিকগুলো আপনি আরও সহজতর করে বুঝতে বা জানতে পারবেন। SEO নিয়ে যেহেতু টেকটিউনস-এ অনেক বার অনেক লেখালেখি হয়েছে তাই আমি SEO কি এবং কেন এগুলো নিয়ে আলোচনা করবোনা বরং আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার SEO এর উপর অল্প জ্ঞানকে প্রফেশনালদের মত কাজে লাগাবেন ঐ সকল বুলেট প্রুফ টেকনিকস নিয়ে। এক্ষেত্রে আমার টিউন গুলো অনেকের কাছে এলোমেলো মনেহতে পারে, এজন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী।
SEO করার মূল উদ্দেশ্যই হল নির্দিষ্ট ওয়েব সাইটে ভিজিটর বৃদ্ধিকরণ অথবা অন্যভাবে বলতে পারি নির্দিষ্ট কোন ওয়েব সাইটে কাঙ্ক্ষিত ভিজিটর পেতে আমরা যে টেকনিক খাটাই সেটাই SEO। এক্ষেত্রে ঐ নির্দিষ্ট ওয়েব সাইট যত তথ্য (কন্টেট/আর্টিকেল) সমৃদ্ধ থাকবে ততই তার অবস্থান Search Engine Ranking এ এগিয়ে থাকবে, তাই তথ্যের মূল্য একটি ওয়েব সাইটের মূল উপাদান। আর ঐ সকল তথ্য গুলো যখন নির্বাচিত Keyword গুলো কে ঘিরে হয় তখন ঐ ওয়েব সাইটি হয় পরিপূর্ণ যাকে বলে “সোনায় সোহাগা”। তাই নির্বাচিত Keyword এর সাথে সঙ্গতি রেখে কিভাবে একটি ওয়েব সাইটের তথ্য বা কন্টেট লিখতে হয় সেটি নিয়েই এ অধ্যায়ে আলোকপাত করা হবে।
টেকনিকাল ধাপ সমূহ
১. সর্বদা আপনার ওয়েব সাইটের ভবিষ্যৎ প্লানের উপর নির্ভর করে Keywords নির্বাচন করুন। Keywords নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখবেন সেগুলো যেন একদম সাধারণ মানের না হয় বরং সেগুলো যেন Specific হয়। Example হিসেবে বলা যেতে পারে শুধু “leather Handbags” কি ওয়ার্ড হিসেবে ব্যাবহার না করে “Bangladeshi Leather Handbags” ব্যবহার করা অনেক বেশী বুদ্ধিমানের।
২. আপনার বাছাইকৃত Keyword phrases কে নূনতম একবার হলেও মূল কন্টেট এর টাইটেলে ব্যবহার করুন এবং টাইটেলের পরিধি সর্বচ্চ ৬০ ওয়ার্ডের ভেতর রাখুন। টাইটেল লেখার সময় অবশ্যই আপনার রুচিশীলতার প্রকাশ ঘটান কারণ সুন্দর টাইটেল যেমন ভিজিটরের দৃষ্টি আকর্ষণের প্রাথমিক অঙ্গিকার তেমনি Search Engine এর কাছেও এর গুরুত্ব অনেক। তবে মনে রাখবেন টাইটেল লেখা যদি Spam টাইপের হয় সেক্ষেত্রে আপনি আপনার Search Engine Ranking হারালেও হারাতে পারেন।
৩. আপনার বাছাই কৃত Keywords গুলো কে সুন্দর ভাবে মূল কন্টেট এর ভেতর ব্যবহার করুন এবং মূল Keyword phrases টি আপনার কন্টেট এর প্রথম এবং শেষ প্যারাগ্রাফে নুন তম একবার হলেও ব্যবহার করুন এবং প্রয়োজন অনুসারে কন্টেট এর বিভিন্ন স্থানে ব্যাবহার করুন। তবে সতর্ক থাকবেন যে Keywords গুলো যাতে কোনভাবেই মাত্রাতিরিক্ত ব্যাবহার না হয়।
৪. আপনার কন্টেট সবসময় বিস্তারিত লিখুন, এবং সেটি ৫০০+ ওয়ার্ডের যাতে হয় সেদিকে লক্ষ্য রাখুন। কারণ বেশি ওয়ার্ডের কন্টেট সর্বদাই Search Ranking এর জন্য দ্রুত কার্যকরী।
টিপস এবং সতর্কতা
** একটি কন্টেট কে আপনার ওয়েব সাইটে পাবলিশ করার সাথে সাথেই Search Engine এর প্রথম পেজে দেখার অনর্থক আশা করবেন না, কারণ বেশির ভাগ Search Engine নতুন ওয়েব সাইটকে নির্দিষ্ট Search Ranking প্রদানের জন্য সময় নিয়ে থাকে এবং এই কার্যক্রম ঘটতে Search Engine সর্বচ্চ সময় নিয়ে থাকে দু মাস। তবে ঘাবড়াবেন না কারণ আপনি যদি প্রতি নিয়ত আপনার ওয়েব সাইটকে কন্টেট দিয়ে সমৃদ্ধ করেন তবে Search Engine আপনার ওয়েব সাইট বেশ দ্রুতই তাদের Search Ranking এ নিয়ে আসবে।
** পুরান কথা আবার বলি, কখনোই এমনকি মনের ভুলেও কোন লেখা হুবহু কোথাও থেকে এনে আপনার ওয়েব সাইটে (নিয়মিত) পাবলিশ করবেন না পাশাপাশি লেখাটি যদি আপনার নিজের হাতেও লেখা হয়ে থাকে সেক্ষেত্র ঐ লেখাটি বারবার আপনার ওয়েব সাইটে পাবলিশ করবেন না, যদি করেন তাহলে আম ও ছালা খোয়াতে বেশি সময় লাগবে না।
বি:দ্র: কোন কারণে যদি কেউ আমার সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা মনে করেন তবে আমাকে Skype এ পাবেন। আমার Skype ID হল ngn-bd
আমাকে রাত ১০ টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত অনলাইনে পাবেন।
আমি NGN-BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া আপনি টিউন টা আমাকে উৎসর্গ করলেন!!! আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাকে আমার অনেক নিজের মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।