ধরেন,আপনি নেটে ঘাটাঘাটি করতে করতে এমন একটি সাইট পেলেন যেখানে আপনি ইন্টারেস্টিং কোনো অফার পেলেন যা আপনি খুজতে ছিলেন।হতে পারে তা কোনো লাইসেন্স সহ ফ্রি সফটওয়্যার অথবা ফ্রি ইবুক ইত্যাদি।অফারটা সহজ আপনি আপনার ইমেইল ঠিকানা দিবেন তারা আপনাকে ডাউনলোড লিংক দিবে।
হয়ত তারা বলে দিবে যে,তারা ৩য় কোনো পক্ষের কাছে ইমেইল ঠিকানা বিক্রি বা শেয়ার করবে না।তারপরও আপনার মনে সন্দেহ কাজ করবে একটা অপরিচিত ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেওয়ার জন্য।তখন আপনি কি করবেন?
আপনার মেইল বক্স স্প্যামে ভরে যাওয়ার আশংকায় তাদের অফারটা বাদ দিবেন!!না বাদ দেওয়ার কোনো কারন নেই।এক্ষেত্রে আপনি ডিস্পোজেবল অথবা টেম্পরারি ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারেন।যা কয়েক মিনিট,ঘন্টা অথবা দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। নেটে এরকম বেশকিছু সার্ভিস আছে কিন্তু আমার পছন্দ http://www.10minutemail.com/।
এর জন্য আপনাকে কিছুই করতে হবেনা শুধু তাদের সাইট ভিজিট করলেই আপনি একটি ইমেইল ঠিকানা ১০মিনিটের জন্য পেয়ে যাবেন।১০মিনিট শেষ হয়ে গেলে আবার অতিরিক্ত ১০মিনিটের জন্য অনুরোধ করতে পারবেন।১০মিনিট শেষে এমনিতেই ডিলিট হয়ে যাবে।
এটা আপনি আপনার ব্যক্তিগত ইমেইল ঠিকানার মতই যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন।
যখন টেম্পরারি ইমেইল যথেস্ট না,তখন-
আপনি অনলাইন সার্ভে,বিভিন্ন ফোরামে রেজিস্ট্রেশন,কমেন্ট ইত্যাদি ক্ষেত্রে টেম্পরারি ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারেন কিন্তু যখন কোনো পাবলিক সাইটে যেমনঃফেসবুক,টুইটার ইত্যাদিতে ইমেইল ঠিকানা শেয়ার করবেন তখন কি করবেন?কারন টেম্পরারি ইমেইল ঠিকানা অটোমেটিক ডিলিট হয়ে যায়।
দুঃশ্চিন্তার কিছু নেই আপনার হাতে কয়েকটি উপায় আছেঃ
১। http://scr.im/ ইমেইল ঠিকানাকে লিংকে পরিনত করার সাইট।স্ক্রিম আপনার ইমেইল ঠিকানাকে একটি ছোট URLএ পরিনত করবে।কেউ যদি আপনার ইমেইল ঠিকানা পেতে চায় তা হলে তাকে একটি ক্যাপচা টেস্ট দিয়ে পাস করতে হবে তাছাড়া ইমেইল ঠিকানা দেখতে পারবে না।
২।আপনার ইমেইল ঠিকানাকে স্প্যাম থেকে রক্ষার জন্য র রকম আরেকটি সার্ভিস হল reCAPTCHA। এটাতেও কেউ যদি আপনার ইমেইল ঠিকানা পেতে চায় তা হলে তাকে একটি ক্যাপচা সমস্যা সমাধান করতে হবে তাছাড়া ইমেইল ঠিকানা পাবেনা।
৩। স্পাম বক্স(http://spambox.us) উপরের দুটি থেকে ভিন্ন সার্ভিস।এটি একটি টেম্পরারি ইমেইল ঠিকানা প্রদানকারি সাইট,যা এক বছর পর্যন্ত থাকে। স্পাম বক্সএর ঠিকানায় পাঠানো যে কোনো মেইল স্পাম বক্স আপনার মূল ইমেইল ঠিকানায় ফরওয়ার্ড করে।যদি আপনি দেখেন যে তার পরও আপনি স্পাম পাচ্ছেন তাহলে আপনার স্পাম বক্স ঠিকানা বন্ধ করে দিতে পারবেন।
৪। http://whspr.me/ আরেকটি সেবা যেটা ব্যবহার করে আপনি আপনার ইমেইল ঠিকানা একটি ওয়েব ফরমে রুপান্তরিত করতে পারবেন।কেউ যদি আপনাকে মেইল করতে চায় তবে ওয়েব ফরমে লিখে সেন্ড করলেই হবে।আপনি ইচ্ছা করলে নিজেই তা ডিলিট করতে পারবেন অথবা অটো ডিলিট সেট করতে পারবেন তা হলে ‘n’ দিন পরে তা ডিলিট হয়ে যাবে।
n=১,২,৩......যে কোনো দিন।
৫।অথবা labelgen ব্যবহার করে আপনি আপনার ইমেইল ঠিকানাকে একটি ইমেজে রুপান্তরিত করতে পারেন।যেখানে যে কোনো মানুষ সহজেই ক্যাপচা পরীক্ষা দিয়ে সহজেই ইমেইল ঠিকানা পেতে পারে সেখানে স্পাম বট জটিল ক্যাপচা পরীক্ষা দিতে পারে না।
আজকের টিউনটি এই পর্যন্তই।টিউনটি যদি কারো উপকারে আসে তাহলে সার্থক হবে।ধন্যবাদ।
**লেখকের অনুমতি ছাড়া টিউন কপি করা বা টিউনের কোনো অংশ কোথাও প্রকাশ করা যাবে না**
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
ধন্যবাদ আপনাকে।…..