পিসিতে রবি সিম দিয়ে পিডি প্রক্সি ব্যবহার করে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট !!!!!!!!! নতুন টিপস ।।

আস্লামুওলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই ভালো আছি । কিছু দিন আগে পিডি প্রক্সি দিয়ে রবি সিমে ফ্রী ইন্তেরনেট চালানর টিপস টা হইত আপনারা জানতে পেরেছেন । কিন্তু ওই টিপস ব্যবহার করে আপনারা ১০০মেগা এর বেশী ডাটা ইউজ করতে পারছেন না । এর সমাধান দিতে আমার এই টিউন । আশা করি আপনারা সঠিক ভাবে আমার টিপস টা কাজে লাগাতে পারলে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন । এর জন্য যা যা আপনাকে করতে হবে তা নিচে আমি বলবো ।এই টিপস ব্যবহার করে আমিও আনলিমিটেড রবি ফ্রী ইন্টারনেট চালাচ্ছি ।

তো শুরু করা যাক ......।।

===============================================================================================

১।আপনি পূর্বের টিপস ব্যবহার করে ১০০মেগা শেষ হউয়ার আগেই পিডি প্রক্সি ডিসকানেক্ট করে ফেলুন।[এ ক্ষেত্রে ৯০মেগা ব্যবহার করা উত্তম ]

২।এরপর আপনি যেখান থেকে পিডি প্রক্সি লাঞ্চ করতেন সেখান এ চলে আসুন । এসে নিচের পিকচার এর মত কাজ করুন .........

৩।TAP Drivers Uninstall করা হলে পিডি প্রক্সি এর ওই ফাইল গুলা ডিলিট করে ফালুন......।

৪।পুনরাই আবার পিডি প্রক্সি জিপ ফাইল থেকে এক্সত্রাক করে নতুন করে ডেক্সটপ এ /অন্য কোন ড্রাইভ এ রেখেও কাজ করা যাবে।

৫।এরপর এক্সত্রাক করা ফোল্ডার এ যান ।অখান থেকে পিডি প্রক্সি লাঞ্চ করুন ............।।নিচের পিকচার এর মত সম্পূর্ণ নতুন ইনডেক্স দেখাবে ............।।

৬।এবার আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এবং সার্ভার এ ডেমো সার্ভার ১ ও প্রটোকল এ ICMP সিলেক্ট করে কানেক্ট দিন।।

=============================================================================================

========================================================

যদি হেল্প লাগে তাহলে ফেসবুকে আমি আছি হেল্প করার জন্য ।।

এছারা আমার ফেসবুক পেজ লাইক দিয়া একটিভ থাকতে পারেন আরও অন্যান্য পোস্ট দেখতে।। ধন্যবাদ সবাইকে । দেখা হবে আগামি টিউন এ ।।

Level 2

আমি Alamin_Miah। , Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এ্যান্ড্রোয়েড ফোনে ব্যবহার করা যাবে না

    এ্যান্ড্রোয়েড ফোন এ ব্যবহার করা যাবে।@shihabgazi:

Thanks dear…………

Level 3

thanks আপনাকে

Level 0

vai ami ager tune ta paini doya kore link ta din

Level 0

ভাই আমার পিসিতে যদি pd proxy connect বাটনে ক্লিক করার পর দেখাই dailup connection setting এইটা যদি কেটে দেই তখন পিডি প্রক্সি icmp connection ফেইলড দেখাই।এখন কি করবু প্লিজ কেও সাহায্য করুন

    ভাই স্ক্রিন শর্ত টা দিলে বজতে ভালো হতো@rhriyad: @TIJUL ISLAM:

Level 0

amr to connect e loy na :/

    ১ মেগা এর এই প্যাকেজ টা চালু করেন *8444*14# @tuhelbd:

Level 0

amr to sim a net connect e loy na :/

Level 0

pc’r sathe kivabe connect korbo

    মডেম আথবা নকিয়া পিসি সুইট দিয়া কাজ হবে@swapnil:

Vai ami pd proxy er Android version Droid VPN diye ato din use kortam kintu ajke amr mobile reset deyar por droid VPN ta r install hochche na.
Application not Installed dekay

plz help me anybody.

Package kine pd proxy diye connect krleo mb sesh hoye jay.. Mb sesh hoye gele r connect kora jay na… Er solution details bolle valo hoy…. @alamin vai

    আপনি ১মেগা *৮৪৪৪*১৪# এর প্যাকেজ তা করে দেখতে পারেন কাজ হবে ইনশাআল্লাহ@Tanzim Ahmed:

ভাই নকেয়া পিসি সুইট দিয়ে কাজ হবে কী

Level 0

আলামিন ভাই আপনি কোনো ছোট প্যাকেজ কিনে তারপর পিডি-প্রক্সি কানেক্ট করছেন, নাকি ব্যালেন্স শূণ্যের কাছাকাছি রেখে তারপর কানেক্ট করছেন একটু জানাবেন।

আর রবির ছোট ৩জি প্যাকেজ গুলোর একটি লিংক দিয়েন- খুজে পাচ্ছি না।

    আপনি ১ মেগা এর প্যাকেজ তা করে নিন *৮৪৪৪*১৪#@androiner:

vai ata te speed kamon paoya jay plz janan.Ar aai process a ki 1 ta pd proxy account hole unlimited babohar kora jabe ki?

    @সজীব মন্ডল: Spreed টা আপনার এলাকার Network coverage এর Upor নির্ভর করবে।শহর থেকে গ্রামে Spreed তুলনা মূলক ভাবে কম।আর Pd proxy এর একটা একাউন্ট দিয়ে প্রতিদিন 100MB ইউজ করা যায়,কিন্তু এই সিস্টেমে আপনি আনলিমিটেড(আমি পরিক্ষা করিনি তবে টিউনার এরকম বলেছেন)ইউজ করতে পারবেন।

    আপনাকে পরিচিত মনে হচ্ছে।আপনার বাসা কি বারবাজার?যদি উত্তর হ্যা হয়,তাহলে এখানে Contact করেন।

    একটা একাউনট দিয়া কাজ হবে @সজীব মন্ডল:

এতকিছু না করলেও হবে। শুধু time zone পরিবর্তন করে দিলেই হবে।

    tai naki amito oitau test korchi hoi na to aponi ki cander deshe akhon@গোলাম সারওয়ার:

Level 0

Sim e 1MB niye connection korle connection hoi, kinto ekto porei 1MB shes hoyegese messese eshe disconnect hocce. abar 1MB niye connection dile same hocces. Apnar deya sob process thik ase, kinto free hocce na keno. plz help me

    ভাই আপনি হইত ১মেগা ডাটা শেষ হউয়ার আগে পিডি প্রক্সি কানেক্ট করতে পড়েননি তাই এ রকম হচ্ছে । মডেম কানেক্ট করার সাথে সাথে পিডি প্রক্সি কানেক্ট করতে হবে ।@kadircuet:

রবি কোন ফোট ঠিক নাই।
এই টা আপনি যেমন জানেন আমি তেমন জানি।

১। রবি ফোট এস এম এস সাভির্স সেন্টার নাম্বার (ফোট ) কথা ধরুন এই ফোন চেন্জ করে এস এম এস দিলে মেসেজ সেন্ড হয়। তো তাদের অকেজ ফোট ফয়দা কিন্তু অনেক লোট করতে পারে। সেই কথা আর বল্লাম না।
২। আমি রবি জন্ম লগ্ন থেকে দেখি আসতেছি রবি তাদের ইন্টারনেট সমস্থ পোট গুলো ফ্রি পড়ে আছে। কিন্তু তাদের কিছু কন্ডিশন ছিল তা অনেক পেরাক ডুকাইয়া কুন্ডশন শেষ করছে।
রবি একটু ভিন্ন চালাক চাতুর অপারেটার বটে অনন্যদের থেকে । তাদের অনেক পেচালিটি আছে । যেমন কল ডাইভ্রাট করুন কল রবি হতে রবি কল সন্দর ডাইব্রেট হবে কিন্তু আদার অপারেটার হবে না ( টাইব্রাট হবে তবে কল আদার ফরওয়াড হবে না।) । তার কারনে রবি সিম আপনার সব সময় লাগিয়ে রাখতে হচ্ছে। ( মাদার চোদ পেচালিটি )
৩। রবি কল বায়ারিং হয় না। তারা মনে করে কলবায়ারিং তাদের কল করা হতে বিবত রাখবে। তাদের টাকা কম ইনকাম হবে। ( আমাদের গ্রাহক কথা তারা একবার চিন্তা করে না)
৪। বিকাশ মাধ্যমে শধু মাত্র রবি সিম রিসাজ করতে পারবেন তার মানে যত রিসাজ তত তাদের ফয়দা।
৫। রবি এম এম এস সাভির্স ( আমার দেখা দুনিয়ার সব চাইতে আরা ফোন্দা পোকেজ ) কারো সাথে দুশমনি থাকলে তাকে ( রবি ) পাঠান। তার টাকা হাবা কইরা দেন। র
তাই বলি রবি সাথে থাকবেন তো আজিবন দোখা খাইবেন।

তবে কষ্ট হল সত্য আমি নিজে এখন রবি সিম ব্যবহার করতে হচ্ছে।

Level 0

Sim e 1MB niye connection korle connection hoi, kinto ekto porei 1MB shes hoyegese messese eshe disconnect hocce. abar 1MB niye connection dile same hocces. Apnar deya sob process thik ase, kinto free hocce na keno. plz help me

Level 0

Sim e 1MB niye connection korle connection hoi, kinto ekto porei 1MB shes hoyegese messese eshe disconnect hocce. abar 1MB niye connection dile same hocces. Apnar deya sob process thik ase, kinto free hocce na keno. plz help me….

Level 0

Sim e 1MB niye connection korle connection hoi, kinto ekto porei 1MB shes hoyegese messese eshe disconnect hocce. abar 1MB niye connection dile same hocces. Apnar deya sob process thik ase, kinto free hocce na keno. plz help me…….

ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এবং সার্ভার এ ডেমো সার্ভার ১ ও প্রটোকল এ ICMP সিলেক্ট করে কানেক্ট দিলে ICMP speed আসেনা তবে UDP তে কানেক্ট করলে এমবি কাটে। এর পর এমবি শেষ হলে লাইন ডিসকানেক্ট হয়। আমি মনোযগ সহকারে দেখেছি বাট কাজ হয় না।

Level 0

ভাই রবি দিয়ে পিডি প্রক্সি যতক্ষণ এম বি থাকে ততক্ষণ চলে…এইসব ভুয়া Trick শেয়ার করে শুধু শুধু হইরানি করে লাভ নাই।

    vai aponi amar shthe fb te add hon ami aponake free internet ar babostha kore dibo@meglariad:

আপনারা এত কিপটা ক্যান>>?? আপনারা কি অনেক গরিব যে নেট কেনার টাকা থাকেনা অতচ গার্লফ্রেন্ড এর সাথে কথা বলার সময় তো মনে হয় আপনারা কেউ আর গরিব থাকেননা
কি দরকার ভাই এত সময় অপচয় করার যদি আপনি শান্তি পুর্ন ভাবে নেট ইউজ করতে চান তবে আপনাকে টাকা দিয়েই নেট চালনো অনেক ভাল

    ভাই কিছু কই লাম না আপনারে ?????????@masternoion@live:

Level 0

@all : Nokia pc suite ar setting ki change kora lagbe? ?Ki change korbo?? Ai trick a ki unlimited use kora jabe? 1MB ses howar po disconnect problem er solution ki hobe???

Level 0

আপনার প্রসেস টা ফলো করলে কি আনলিমিটেড ইউস করা যাবে? নাকি একই একাউন্ট দিয়ে আবার ১০০এমবি ইউস করা যাবে? আশা করি উত্তর পাব। ধন্যবাদ

Level 0

vaia ICMP connect koren free chalu hoise

Level 0

ভাই আপনার মত সব করেছি কিন্তু
Error sendto icmp:No route to Host
(WSAEHOSTUNREACH) ম্যাসেজ দেয়. কি করব জানালে কৃতজ্ঞ থাকব. ধন্যবাদ