আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আজকে আমি এমন একটি পদ্ধতি দেখাতে যাচ্ছি , আশা রাখি যা আপনাদের অনেক উপকারে আসবে । ইন্টারনেট ছাড়া আমরা অচল । কিন্তু ইন্টারনেট যখন অচল তখন আমরা কি? একথা কেন বলছি ? কারন এমন অনেক এরিয়া আছে যেখানে শুধুমাত্র 2G এর ধীর গতিসম্পন ইন্টারনেট ছাড়া আর কিছু আশা করা যায় না । যেমন আমি এর আগে যে এরিয়াতে ছিলাম সেখানে বাংলালায়ন 1Mbs ব্যবহার করেছি কিন্তু এখন যেখানে আছি যেখানে গ্রামীণ ফোন 2G । আমি যে পদ্ধতি শেয়ার করব তা আপনি অন্য অপারেটরেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গ্রামীণ ফোন দিয়ে দেখালাম । আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টাকা দিতে রাজি তবে স্পীড বেশি চান । আজকের টিউন মূলত তাদের জন্য । আপনি আপনার বাসা , অফিস , ব্যবসায়িক প্রতিষ্ঠান সব জায়গায় এই পদ্ধতি ব্যবহার করতে পারেন । যাহোক শুরু করি -
পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ পাওয়ার জন্য আমাদের যা যা লাগবে-
* ১ টি কম্পিউটার
* ২ টি ইন্টারনেট ডাটা (MB) সহ মডেম / মডেম হিসাবে ব্যবহার করা যায় এমন ফোন । ( ১ টি ফোন + ১ টি মডেম হলেও চলবে )
* Wingate নামে একটি সফটওয়্যার । আর কিছু বুদ্ধি ।
পদ্ধতি-
১। প্রথমে ২ টি মডেমের Driver ইন্সটল দিন । এবার ২ টি মডেমের জন্য ২ টি Dial up Connection তৈরি করুন ।
Dial up Connection তৈরি করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন ।
Settings-Control Panel-Network Connections-Create New network connections-next- Connect to the internet – Set up my connection manually – connect using a dial up modem – ISP name এ GP 1 – Phone no দিন *99# - next-finish .
অনুরুপভাবে আর একটি Dial up Connection তৈরি করুন শুধু চেনার সুবিধার্থে নাম দিন GP 2 . অর্থাৎ নিচের মত-
Settings-Control Panel-Network Connections-Create New network connections-next- Connect to the internet – Set up my connection manually – connect using a dial up modem – ISP name এ GP 2 – Phone no দিন *99# - next-finish .
এখন GP 1 এবং GP 2 এ APN সেটিং করবেন যেভাবে ।
Settings-Control Panel-Phone and modem options এ Country- Bangladesh এবং Area Code – 1000 দিন ।
২ টি মডেম পিসিতে লাগান । Settings-Control Panel-Phone and modem options এ যান ।
Modem এ ক্লিক করুন । GP 1 সিলেক্ট করুন । Properties এ যান । Advanced এ ক্লিক করুন । Extra initialization command এ নিচের মত লিখুন -
AT+CGDCONT=1,"IP","gpinternet"
অনুরুপভাবে GP 2 সিলেক্ট করুন । Properties এ যান । Advanced এ ক্লিক করুন । Extra initialization command এ নিচের মত লিখুন -
AT+CGDCONT=1,"IP","gpinternet"
বলে রাখা ভাল অন্য অপারেটর হলে gpinternet এর পরিবর্তে তাদের apn দিন ।
আপনার পিসিতে ২ টি Dial up Connection প্রস্তুত ।
২। এখান থেকে Wingate Download করে নিচের মত ইন্সটল দিন । ইন্সটল দেওয়ার সময় যেকোন ১ টি মডেম যেন কানেক্ট থাকে ।
1) "I agree" তে ক্লিক করুন ।
2) Configure this Computer as the Wingate Server এ ক্লিক করুন ।
3) ২ বার Next ক্লিক করুন । আপনার পছন্দ মত ফোল্ডারে install দিন ।
4) Use the operating system (Windows) user database এ ক্লিক করুন ।
5) Install ENS (recommended) সিলেক্ট করে Next এ ক্লিক করুন ।
6) Auto update টিক তুলে দিন ।
7) Activate button এ ক্লিক করুন । Request a trial for any product সিলেক্ট করে Next এ ক্লিক করুন । সমস্যা হলে active by email সিলেক্ট করে Next এ ক্লিক করে finish করুন । এক কথায় আপনাকে ৩০ দিনের trial license নিতে হবে । পিসি Restart দিন ।
8) Taskbar এ Wingate এর ২ টি icon দেখতে পাবেন তাতে ডাবল ক্লিক করুন । যদি আইকন না দেখায় তাহলে Start > Programs > Wingate > Wingate VPN Manager ক্লিক করুন । বলে রাখা ভাল যদি পূর্বে license না পেয়ে থাকেন এখন license active করুন । এটি অনলাইনে active হয় তাই কানেকশন যে চালু থাকে । use current windows login এ টিক দিন ।
9) Gatekeeper window তে Service ক্লিক করুন । "WWW Proxy service" রেখে বাকি সব service কীবোর্ড এর Delete চেপে Delete করে ফেলুন ।
10) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন । Service Port দিন - 80 . ok ক্লিক করুন ।
11) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন । বামপাশে Bindings এ ক্লিক করুন । Bind only to 127. 0. 0. 1 on MS TCP Loopback interface এ টিক দিন ।
12) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন ।"Gateways" এ ক্লিক করুন । "Connection Scheme" এ "Use all specified connections in rotation" সিলেক্ট করুন । "Add এ ক্লিক করুন । এক এক করে GP 1 এবং GP 2 Add করুন । দুই টিতে যেন "Any gateway" , "Any IP address" are checked already. টিক দেওয়া থাকে ।
"Dial this connection if it is not connected" টিক তুলে দিন । ok ক্লিক করুন । উপরে Save এ ক্লিক করুন ।
13) Firefox এবং IDM এ Manual Proxy configuration করুন । Proxy- 127. 0. 0. 1 , Port-80
সব সেটিং শেষ । এবার পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ উপভোগ করার পালা ।
১। GP 1 এবং GP 2 কানেক্ট করুন ।
২। Wingate এর আইকন ২ টি তে ক্লিক করে / চালু করে মিনিমাইজ করে রাখুন ।
৩। এবার ইন্টারনেট ব্যবহার করুন । গতি অবশ্যই দিগুণ হবে । যদি না হয় তবে সেটিং আবার চেক করুন । যে পরিমান ব্যবহার করবেন সে পরিমান ডাটা খরচ হবে ।
সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhai duti phone(modem hisebe babohar kora jay) babohar korle ki hobe?