পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ করবেন যেভাবে ।

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । আজকে আমি এমন একটি পদ্ধতি দেখাতে যাচ্ছি , আশা রাখি যা আপনাদের অনেক উপকারে আসবে । ইন্টারনেট ছাড়া আমরা অচল । কিন্তু ইন্টারনেট যখন অচল তখন আমরা কি? একথা কেন বলছি ? কারন এমন অনেক এরিয়া আছে যেখানে শুধুমাত্র 2G এর ধীর গতিসম্পন ইন্টারনেট ছাড়া আর কিছু আশা করা যায় না । যেমন আমি এর আগে যে এরিয়াতে ছিলাম সেখানে বাংলালায়ন 1Mbs ব্যবহার করেছি কিন্তু এখন যেখানে আছি যেখানে গ্রামীণ ফোন 2G । আমি যে পদ্ধতি শেয়ার করব তা আপনি অন্য অপারেটরেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গ্রামীণ ফোন দিয়ে দেখালাম । আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টাকা দিতে রাজি তবে স্পীড বেশি চান । আজকের টিউন মূলত তাদের জন্য । আপনি আপনার বাসা , অফিস , ব্যবসায়িক প্রতিষ্ঠান সব জায়গায় এই পদ্ধতি ব্যবহার করতে পারেন । যাহোক শুরু করি -

পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ পাওয়ার জন্য আমাদের যা যা লাগবে-

* ১ টি কম্পিউটার

* ২ টি ইন্টারনেট ডাটা (MB) সহ মডেম /  মডেম হিসাবে ব্যবহার করা যায় এমন ফোন । ( ১ টি ফোন + ১ টি মডেম হলেও চলবে )

* Wingate নামে একটি সফটওয়্যার । আর কিছু বুদ্ধি ।

পদ্ধতি-

১। প্রথমে ২ টি মডেমের Driver ইন্সটল দিন ।  এবার ২ টি মডেমের জন্য ২ টি Dial up Connection তৈরি করুন ।

Dial up Connection তৈরি করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন ।

Settings-Control Panel-Network Connections-Create New network connections-next- Connect to the internet – Set up my connection manually – connect using a dial up modem – ISP name এ GP 1 – Phone no দিন *99# - next-finish .

অনুরুপভাবে আর একটি Dial up Connection তৈরি করুন শুধু চেনার সুবিধার্থে নাম দিন GP 2 . অর্থাৎ নিচের মত-

Settings-Control Panel-Network Connections-Create New network connections-next- Connect to the internet – Set up my connection manually – connect using a dial up modem – ISP name এ GP 2 – Phone no দিন *99# - next-finish .

এখন GP 1 এবং GP 2 এ APN সেটিং করবেন যেভাবে ।

Settings-Control Panel-Phone and modem options এ Country- Bangladesh এবং Area Code – 1000  দিন ।

২ টি মডেম পিসিতে লাগান । Settings-Control Panel-Phone and modem options এ যান ।

Modem এ ক্লিক করুন । GP 1 সিলেক্ট করুন । Properties এ যান । Advanced এ ক্লিক করুন । Extra initialization command এ নিচের মত  লিখুন -

AT+CGDCONT=1,"IP","gpinternet"

অনুরুপভাবে GP 2 সিলেক্ট করুন । Properties এ যান । Advanced এ ক্লিক করুন । Extra initialization command এ নিচের মত  লিখুন -

AT+CGDCONT=1,"IP","gpinternet"

বলে রাখা ভাল অন্য অপারেটর হলে gpinternet এর পরিবর্তে তাদের apn দিন ।

আপনার পিসিতে ২ টি Dial up Connection প্রস্তুত ।

২।  এখান থেকে Wingate Download করে নিচের মত ইন্সটল দিন । ইন্সটল দেওয়ার সময় যেকোন ১ টি মডেম যেন কানেক্ট থাকে ।

1) "I agree" তে ক্লিক করুন ।

2) Configure this Computer as the Wingate Server এ ক্লিক করুন ।

3) ২ বার Next ক্লিক করুন  । আপনার পছন্দ মত ফোল্ডারে  install দিন ।

4) Use the operating system (Windows) user database এ ক্লিক করুন ।

5) Install ENS (recommended) সিলেক্ট করে Next এ ক্লিক করুন ।

6) Auto update টিক তুলে দিন ।

7) Activate button এ ক্লিক করুন । Request a trial for any product সিলেক্ট করে Next এ ক্লিক করুন । সমস্যা হলে active by email সিলেক্ট করে Next এ ক্লিক করে finish করুন । এক কথায় আপনাকে ৩০ দিনের trial license নিতে হবে । পিসি Restart দিন ।

8) Taskbar এ Wingate এর ২ টি icon দেখতে পাবেন তাতে ডাবল ক্লিক করুন । যদি আইকন না দেখায় তাহলে Start > Programs > Wingate > Wingate VPN Manager ক্লিক করুন । বলে রাখা ভাল যদি পূর্বে license না পেয়ে থাকেন এখন license active করুন । এটি অনলাইনে active হয় তাই কানেকশন যে চালু থাকে । use current windows login এ টিক দিন ।

9) Gatekeeper window তে Service ক্লিক করুন । "WWW Proxy service" রেখে বাকি সব service কীবোর্ড এর Delete চেপে Delete করে ফেলুন ।

10) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন । Service Port দিন - 80 .  ok  ক্লিক করুন ।

11) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন । বামপাশে  Bindings এ ক্লিক করুন । Bind only to 127. 0. 0. 1 on MS TCP Loopback interface এ টিক দিন ।

12) "WWW Proxy service" এ ডাবল ক্লিক করুন ।"Gateways" এ ক্লিক করুন । "Connection Scheme" এ "Use all specified connections in rotation" সিলেক্ট করুন । "Add এ ক্লিক করুন । এক এক করে  GP 1 এবং GP 2 Add করুন । দুই টিতে যেন "Any gateway" , "Any IP address" are checked already. টিক দেওয়া থাকে ।

"Dial this connection if it is not connected" টিক তুলে দিন । ok  ক্লিক করুন । উপরে Save এ  ক্লিক করুন ।

13) Firefox  এবং IDM এ Manual Proxy configuration করুন । Proxy- 127. 0. 0. 1 , Port-80

সব সেটিং শেষ । এবার পিসিতে ইন্টারনেটের গতি দিগুণ উপভোগ করার পালা ।

১। GP 1 এবং GP 2 কানেক্ট করুন ।

২। Wingate এর আইকন ২ টি তে ক্লিক করে / চালু করে মিনিমাইজ করে রাখুন ।

৩। এবার ইন্টারনেট ব্যবহার করুন ।  গতি অবশ্যই দিগুণ হবে । যদি না হয় তবে সেটিং আবার চেক করুন । যে পরিমান ব্যবহার করবেন সে পরিমান ডাটা খরচ হবে ।

সবাই ভাল থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Bhai duti phone(modem hisebe babohar kora jay) babohar korle ki hobe?

Level 2

Bhai grameen er unlimited free internet ki ar chalu hobe na?

Level 0

Ek Kothay Oshadaron Vai Eto Din Erokom Ekta Soft Gujji

আমিতো এইটাই খুজতেসিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই windows 7 এ কোন Settings-Control Pane এর পরে Network Connections নামক কোন অপশন পেলাম না। আমি Nokia মোবাইল মডেম দিয়ে নেট ইউজ করি।

Level 0

ভাই আমার পিসিতে ইন্টারনেট. সেটিংস নষ্ট হয়ে গেছে আমি রবি দিয়ে pd proxy কানেক্ট বাটনে চাপ দেয়ার সাথে সাথে দেখায় dial up কানেকশন সেটিংস এখানে কানেক্ট দিলে কানেক্ট হয়না। প্লিজ ভাই যদি পারেন তা হলে একটু বলবেন কিভাবে আমার পিসিতে নেট সেটিংস করবু

    @rhriyad: dial up কানেকশন গুলো মুছে ফেলে নতুন একটি কানেকশন তৈরি করে দেখুন

Level 3

ভাই তাহলে ৪ টি মদেম এ কি আরও বেশি গতি পাব?

    @mastar: চেষ্টা করতে পারেন……।

      Level 3

      @জাহিদ ইসলাম:এখানে আপনি এটার উদ্ভাবক আমরা চেষ্টা করব কেন? আপনি করে বলবেন হবে কি হবেনা, তার মানে আপনি এটার সব গুল জানেননা। ধন্যবাদ আপনাকে, এর আগে অনেক উপকারি টিপস টিউন করার জন্য। আশা করি সামনে আরও সহজগিতা মুলক টিপস পাব।

Level 0

excuse me brother, ami Dhakay ollo modem diye net chalay. Ollo diye ki apnar trics karjokor kora somvob???
plz inform plz…

    @reazul2011: যেকোন দেশের যেকোন ISP তে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ।

Level 0

পিসিতে অনেকগুলো মডেম + ল্যান্ডলাইন একসাথে বেবহার করে সবগুলোর স্পিড কম্বাইনড করে হাই স্পীডে ইন্টারনেট চালানোর জন্য connectify hotspot বেবহার করতে পারেন. কোনো প্রকার মেনুয়াল সেটিং এর দরকার নাই.

Level 0

সরি connectify hotspot নয় connectify dispatch হবে. হটস্পট দিয়ে সবগুলোর কম্বাইনড স্পিড মোবাইল বা অন্য ডিভাইস এ শেয়ার করতে পারবেন.

Level 0

একটা মডেম দিয়ে কি এটা কার্যকর হবে মানে শুধু মডেম দিয়ে

    Level 0

    @samir01: একটা মডেম দিয়ে আপনি হটস্পট বেবহার করতে পারবেন. dispatch এর জন্য কমপক্ষে ২ টা মডেম অথবা একটি লেন + একটি মডেম লাগবে.

Level 0

@meskat00 ধন্যবাদ আপনাকে

    Level 0

    @samir01: আপনাকে স্বাগতম 🙂

Level 0

ভাই আপনার Wingate software টা কোনটা । সেখানে ত অনেক version আছে এর মধ্যে কোনটা download করবো

Level 0

আচ্ছা জাহিদ ভাই, এইভাবে দুইটা মডেমের স্পিড একসাথে জোড়া দিয়ে স্পিড দ্বিগুণ করা যায় বুঝলাম, তাহলে এই দ্বিগুণ স্পিড দিয়ে কি your-freedom ব্যবহার করা যাবে?

Level 0

QUBEE+BANGLALION duita modem ki ekta pc theke ek sathe use kora jabe ? speed duita ek sathe combine kore ?

apnar wingate version konta ? onek cesta korlam kaj korena. amake help korun

x-T181 pp দিয়া দুই মদেম (একটা মদেম+মবাইল {নোকিয়া পিসি সুইট}) একসাথে চালান সম্ভব ??