অনেকে অবশ্য বলবেন তাহলে ব্লগ লেখার কথা।কিন্তু আমি কয়দিন ধরে খুজছিলাম এমন একটা জায়গা যেখানে আমি ডায়রি লেখার মতই লিখব আর এটা কেউ দেখবেও না।ব্লগে লেখার চেয়ে আলাদা কিছু।বেশ কিছু সাইটে খোঁজ করে শেষ পর্যন্ত যেটা পছন্দ হল সেটা হল diary.com ।এখানে বেশ কিছু সুবিধা আছে। যেমন ফেসবুক থেকে সব বার্থডে গুলা পাশের ক্যালেডারে মার্ক করে রাখা,রিমাইন্ডার।যা হোক এমন আহামরি কিছুও না তা।আপনার ডায়রির সূচিপত্র অনেকটা ব্লগারের ড্যাশ বোর্ডের মতই হবে
এর পর আপনার ডায়রি লেখার পেজ হবে এমন
আর এটা হবে আপনার একেকটা পেজ।আমি আমার একটা পাবলিক পেজের ছবি দিলাম।ও হ্যা আপনার পেজ ডিফল্ট ভাবে প্রাইভেট থাকবে।কিন্তু শেয়ার করতে পারেন আপনি চাইলেই।আর দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কাস্টোমাইজ করা যায়।
এর পর আমার ডায়রি লেখার অভ্যাসটা আবার জেগে উঠেছে!আশা করি আপনিও শুরু করবেন!পড়ার জন্য ধন্যবাদ।
আমি Droids and Apps। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনের জন্য ধন্যবাদ ।
(আমি এখানে ৩ বছর ধরে লিখছি। তবে ডাইরীটা প্রাইভেট করে রেখেছি। এর সুবিধা হল .jar ফরমেট এর একটা সফটওয়্যার মোবাইলের জন্য ডাউনলোড করা যায়, ফলে মোবাইল থেকেও লেখা যায়।)