হেডলাইন দেখে অনেকেই হয়তো ভাবছেন যে এটা আবার কেমন কথা ! চারিদিকে বেকারত্ত্বের ছড়াছড়ি তারমধ্যে আবার ব্লগিং নামক ব্যবসা। তবে যে যাই বলুন না কেন আমি বলছি, এটাই হতে পারে আপনার ফুলটাইম চাকরি যদি আপনি ধৈর্য, সততা, একাগ্রতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা নিয়ে এগিয়ে যান। না জেনে বলছি না, ব্লগিং করে ভাল সাফল্য পেয়েছে বলে চাকরি ছেড়ে দিয়েছে, যখন একজন পুরো আট ঘন্টা ডিউটি করে কোন রকমে জীবন-যাপন করছে তখন একজন ব্লগার ঢাকার শহরে ফ্লাট কিনছে, শুধু তাই নয় ফ্লাট কেনার এই সাফল্যের কথা শুনে আরেকজন ভালমানের ব্লগার আফসোস করছেন যে "সে কেন তার মত হতে পারল না"।
সত্যি বলছি এগুলো কোন গল্প নয় যে আপনাদের মনোরঞ্জনের জন্য বলছি । তবে হ্যাঁ এটা সত্য যে, এ রকমের সাফল্য অর্জন সকলের পক্ষে সম্ভব নয়। কারন হিসেবে বলব এজন্য দ্বায়ী হচ্ছে আমাদের ধৈর্য এবং কঠোর পরিশ্রমের অভাব। কেননা চেষ্টা করে মানুষ যদি এভারেস্টের মত পর্বতে উঠতে পারে তবে তার সামনে এটা কোন কাজই না। সত্যি বলছি যদি আপনি ধৈর্য সহকারে চেষ্টা করেন তবে আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ........।
তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা সকলে রাতারাতি বড়লোক হতে চাই, যা কখোনই কামনা করা ঠিক না। তবে হ্যাঁ, ব্লগিং এমন একটা জিনিস যদি একবার আপনি পুরো ব্যাপারটি বুঝতে পারেন তবে আপনি ঘুমিয়ে থেকেও আয় করতে পারবেন। কেননা আপনি ঘুমিয়ে পরলেই যে সমগ্র বিশ্ব ঘুম পড়ে যাবে এমনতো কথা নেই। ইন্টারনেট সবসময় চলমান বস্তু তাই আপনি ঘুম পড়লেও চলতে থাকবে আপনার ব্লগ আর জমতে থাকবে ডলার।
তাই যারা ব্লগিং নিয়ে স্বপ্ন দেখেন ব্লগিং করেই গড়ে নিতে চান কেরিয়ার, তাদের থাকতে হবে কঠোর পরিশ্রম করার মানসিকতা আর ধৈর্য। এমনটা যেন না হয় যে দু চারটা ব্লগ লিখলাম কেউ পড়ল না কিংবা পাঠকের সংখ্যা একদম কম আর মনে মনে বললাম "না, আমাকে দিয়ে বোধহয় হবে না".....। ব্যাস শেষ করে দিলেন তবে সবকিছু .........
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
ধন্যবাদ আল-আমিন ভাই ।