ব্রাউজার হিসেবে গুগল ক্রোমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রোমে যুক্ত হচ্ছে দারুন সব এক্সটেনশন। তেমন একটি এক্সটেনশন হলো FastestChrome - Browse Faster। এক্সটেনশন'টি দ্বারা আপনি দ্রুত ব্রাউজিং করতে পারবেন। এর কাজ হলো ভিজিট করা পেজ দ্রুত অটো লোড করা। উদাহরন স্বরূপ আমরা গুগল সার্চে যদি কোন কিছু সার্চ করি দেখা যায় ক্রমান্বয়ে বেশ কিছু পেজ দেখায়। প্রথম পেজের পর নিজের সংখ্যা থেকে ২ নং পেজে ক্লিক করে ২য় পেজে যেতে হয়। কিন্তু আপনার যদি FastestChrome - Browse Faster এক্সটেনশন'টি এড করা থাকে তবে ২য়...৩য়...৪র্থ পেজে ক্লিক না করেই সহজের একের পর এক পেজ ভিজিট করতে পারবেন।
অর্থাৎ আপনার ব্রাউজকৃত পেজের শেষে যদি নেক্সট পেজের লিঙ্ক থাকে তবে স্বয়ংক্রীয় ভাবে পরবর্তী পেজ লোড হবে। এবার গুগল সার্চও পাবেন মজা।
বেশ কিছু দিন ধরে দেখছি টেকটিউনসে পেজ লোড হতে আগের তুলনায় একটু সময় নেয়। কিন্তু এই এক্সটেনশন'টি এড করার পর দেখলাম তেমন সমস্যা হচ্ছেনা, পেজ দ্রুত লোড হচ্ছে। ব্রাউজিং'এ আসছে প্রশান্তি .... অন্য সাইটগুলোও আগের তুলনায় ফার্স্ট। তবে আর দেরি কেন এক্ষুনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন'টি এড করে নিন আর দেখুন ম্যাজিক 🙂
এবার আরো ফিচার সমৃদ্ধ ক্রোমের নতুন ভার্শন মুক্তি পেলো.... পুরোন ভার্শন গুলো থেকে আরো শক্তিশালী ভাবে তৈরী করা হয়েছে।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভাই Mozilla Firefox ব্যবহার করি । তবে ক্রোম ব্যবহারকারী ভাইদের জন্য খুবই ভাল টিউন ।ধন্যবাদ।