আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আজকে একটি টিউনে আমি বেশি বেশি ইমেইল করতে বলায় অনেকে বিরক্ত হয়েছেন । তাই কিছুটা সহজ করে দিলাম । এখন থেকে একটি ইমেইল দিয়ে একই পিসিতে ১ সপ্তাহের বেশি Your Freedom এ আনলিমিটেড স্পীড ব্যবহার করতে পারবেন । কিভাবে ?
ক। একটি Gmail/ Ymail দিয়ে এখান থেকে Your Freedom এর একটি একাউন্ট খুলে নিন ।
খ। এখন এই একাউন্ট দিয়ে Your Freedom কানেক্ট করুন । শুধুমাত্র এই প্রথমবার এটি সাধারন স্পীডে/ ৬৪ কেবিতে ১৫ মিনিট ব্যবহার করুন ।
গ। এবার Your Freedom সফটওয়্যার থেকে Account Profile এ ক্লিক করুন । Try before you buy এ ক্লিক করুন ।
ঘ। Package type – TotalFreedom সিলেক্ট করুন । Start Testing এ ক্লিক করুন । নিচের মত - your upgrade has been granted ম্যাসেজ দেখাবে । যদি কোন কারনে না দেখায় তাহলে Your Freedom disconnect করে আবার কানেক্ট করুন । এবার ট্রাই করুন ।
ঙ। Your Freedom status থেকে uplink and downlink মিটার বাড়িয়ে ফুল (আনলিমিটেড )করে দিন । এবার স্পীডের পরিবর্তন লক্ষ্য করুন । কাজ শেষ ।
এবার ১ ঘণ্টা শেষ হলে এটি disconnect হবে বা স্পীড কমে ৬৪ কেবিতে চলে আসবে । আবার এই একই একাউন্ট দিয়ে যেভাবে আনলিমিটেড স্পীড পাবেন এবং বেশ কিছু দিন চালাবেন । নিচের পদ্ধতি ফলো করুন ।
১। Your Freedom uninstall করুন । Powerful scan করে Registry-র ডাটাগুলো delete করুন ।
২। পিসির Time Zone পরিবর্তন করুন ।এটি আজকের আলোচনার মুল বিষয় । আপনার পিসিতে যত time zone আছে , একেক টি দিয়ে আপনি একেক বার একই পিসিতে Your Freedom এ আনলিমিটেড স্পীড ব্যবহার করতে পারবেন , মজার বিষয় একাউন্ট একটি । যখন সব time zone শেষ হবে তখন আরেকটি Your Freedom একাউন্ট করে নিবেন ।
ধরুন-
১ম ঘণ্টায় দিলেন GMT-12.00
২য় ঘণ্টায় দিলেন GMT-11.00
৩য় ঘণ্টায় দিলেন GMT-10.00 এভাবে চলবে ।
৩। Your Freedom install করুন । Your Freedom কানেক্ট করুন ।কোন পরিবর্তন করতে হবে না ।
৪। এবার নিয়ম গ থেকে ঙ পর্যন্ত অনুসরন করুন । অর্থাৎ Try before you buy চালু করা ।
এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জাহিদ ভাই আমার IOBIT Uninstaller দিয়েও Rgistry Item গুলা ডিলিট করলেও পরে যখন Re-Install করতেছি আগের অ্যাকাউন্ট Details গুলা থেকে যাচ্ছে আর কাজ হচ্ছে না। Kindly আক্তু বলবেন আপনি কোন version টা ব্যাবহার করছেন? With java/without java??