পিসিতে ২৪ ঘণ্টা গ্রামীণ ফোন ফ্রি নেট ব্যবহার করুন ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আমি আজ ফ্রি নেটের জন্য নতুন কোন পদ্ধতি  নিয়ে টিউন করব না । গত দিনের Your Freedom পদ্ধিতে আপনারা ফ্রি নেট ব্যবহার করবেন । মন খারাপ হল কি  ?  আজ এখানে গ্রামীণ ফোন হ্যাক বিষয়ে কথা হবে না , কথা হবে Your Freedom হ্যাক বিষয়ে । কারন Your Freedom ব্যবহারে কিছু প্রতিবন্ধকতা / শর্ত আছে , যার কারনে আপনারা ঠিক ভাবে ফ্রি নেট ব্যবহার করতে পারছেন না । আজ আমাদের লক্ষ্য সেই প্রতিবন্ধকতাগুলো দূর করা । যাহোক গত দিনের টিউন যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন । আর একটি বিষয় ৪ নং নিয়মে যে Proxy Settings - Proxy Address - 127.0.0.1   Port- 8000  দিতে বলা হয়েছে তা মুছে ফেলুন । শুরু করা যাক -

Your Freedom ফ্রি একাউন্ট ব্যবহারে প্রতিবন্ধকতা সমুহ-

১। একটি পিসিতে প্রতিদিন মাত্র একটি একাউন্ট ব্যবহার করতে পারবেন । আলাদা একাউন্টও কাজ করে না ।

২। সময় সীমা মাত্র ১ ঘন্টা ।

৩। স্পীড সীমিত মাত্র 64 kbs .

৪। কিছুক্ষণ পর পর ডিস্কানেক্ট হয় ।

আমরা যদি ফ্রি একাউন্টে উপরের প্রতিবন্ধকতা গুলো দূর করতে পারি  তাহলে কেমন হয় ?

আমাদের লক্ষ্য সমুহ-

১। একটি পিসিতে প্রতিদিন যতখুশি তত একাউন্ট ব্যবহার করা ।

২। সময় সীমা ২৪ ঘন্টা করা । ( যদি ১ একাউন্ট = ১ ঘণ্টা হয় ,  তাহলে ২৪ একাউন্ট=  ২৪ ঘণ্টা )

৩। স্পীড আনলিমিটেড পাওয়া ।

৪। ডিস্কানেক্ট না হওয়া ।

১। একটি পিসিতে প্রতিদিন যতখুশি তত একাউন্ট ব্যবহার করাঃ-

 

আপনি যখন আপনার পিসিতে Your Freedom ইন্সটল দেন তখন এটি পিসির আপনার পিসির Registry এবং Hard Drive এ জায়গা করে নেয় , এটি Registry তে সকল তথ্য ধরে রাখে । আপনি Your Freedom এ ১ ঘণ্টা সময় অতিক্রম করলে Your Freedom আপনাকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয় যে আপনার লিমিট শেষ । আপনি যদি একাউন্ট পরিবর্তনও করেন তারপরেও Registry থেকে  একই ম্যাসেজ আসে অর্থাৎ আপনার লিমিট শেষ । তাহলে আপনাকে একটি সহজ কাজ করতে হবে তা হল  Registry থেকে সকল তথ্য মুছে ফেলতে হবে । আর এর জন্য ভাল কোন Uninstaller ব্যবহার করতে হবে । কাজটি করার জন্য আমি আপনাকে একটি বুদ্ধি দিতে । আপনি Advanced SystemCare 6 ইন্সটল দিলে IObit Uninstaller পেয়ে যাবেন । ইন্সটল দিন ।

তাহলে যখন আপনার ১ ঘণ্টা সময় শেষ হবে তখন আপনি নিচের কাজগুলো করবেন -

ক) IObit Uninstaller ওপেন করুন । Your Freedom সিলেক্ট করুন ।

খ) Create back up টিক তুলে দিন , Your Freedom ইন্সটল window আসলে cancel করুন ।

গ) Powerful scan এ ক্লিক করুন । Registry-র ফাইল select all করুন । এবার delete করুন ।

ঘ) পিসির Time Zone GMT+01 সিলেক্ট করুন এবং সাল ২০১১ দিন ।

ঙ) Your Freedom ইন্সটল দিন । এবার নতুন একাউন্ট দিয়ে অর্থাৎ যার লিমিট আজ শেষ হয়নি এমন একাউন্ট দিয়ে Your Freedom কানেক্ট করুন । লিমিট শেষ ম্যাসেজ আর দেখাবে না ।

বিঃদ্রঃ এই পদ্ধতি তখনই ব্যবহার করবেন যখন লিমিট শেষের পর নতুন একাউন্ট Your Freedom এ  আর কাজ করবে না ।

লেখাটি পড়তে আপনার ১০ মিনিট লাগতে পারে কিন্তু কাজটি করতে আশা করি ১ মিনিট যথেষ্ট ।

২। সময় সীমা ২৪ ঘন্টা করাঃ-

এতক্ষণে বুঝতে পেরেছেন আপনার বহু একাউন্ট দরকার প্রতি ঘণ্টায় একটি  । সমস্যা নেই আমি আছি তো । আমরা জানি একটি একাউন্ট করতে একটি ইমেইল প্রয়োজন তাও আবার ভ্যালিড  ।

ক) মাত্র ৫ সেকেন্ডে একটি ইমেইল পাওয়ার জন্য এখানে যান

খ) নিচের মত একটি ক্লিক করুন , ইমেইল রেডি এবং বলে রাখা ভাল সাইটের হোমপেজ  আপনার Inbox , কোন password দরকার নেই । পেজটি  আপাতত ওপেন রাখুন  ।

উপরের ছবিতে [email protected] আমার ইমেইল যা এক ক্লিকে রেডি ।

গ) Browser নতুন Tab এ Your Freedom একাউন্ট করার জন্য এখানে যান । শুধু মাত্র আপনার নাম , Password এবং ইমেইল দিয়ে - agree তে টিক দিয়ে সাবমিট করুন । আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট । Your Freedom থেকে একটি মেইল আপনার ইমেল Inbox পাঠানো হয়েছে ।

ঘ) আপনার ইমেইল Inbox পেজটি Refresh করুন । Your Freedom এর মেইল এ গিয়ে confirmation link ক্লিক করে একাউন্ট Active করুন । হয়ে গেল আপনার একটি Your Freedom একাউন্ট ।

লেখাটি পড়তে আপনার ১০ মিনিট লাগতে পারে কিন্তু কাজটি করতে আশা করি ২ মিনিট যথেষ্ট ।

 

৩। স্পীড আনলিমিটেড পাওয়াঃ-

 

Your Freedom এ Premium একাউন্ট ওপেন করার পূর্বে তারা ১ ঘণ্টা ফুল স্পীডে ব্যবহারের সুযোগ দেয় , যাকে বলা হয় Try before you buy . বলে রাখা ভাল একটি একাউন্টে মাত্র একবার এই সুযোগ । তাই বুদ্ধি করে আমরা প্রতি ঘণ্টায় একটি মেইল/ একটি একাউন্ট ওপেন করার সহজ উপায় বের করলাম । যাহোক -

ক) প্রথমে এখানে যান । একটি পুরাতন একাউন্ট অর্থাৎ যে  একাউন্ট কমপক্ষে ১৫ মিনিট আগে তৈরি করেছেন  । উদাহরণ স্বরূপ -

ধরি আপনার এইমাত্র খোলা নতুন একাউন্ট= zahid2

এবং আপনার পুরাতন  একাউন্ট= zahid1

তাহলে আপনি -

  • নতুন একাউন্ট zahid2 দিয়ে Your Freedom সফটওয়্যার এ কানেক্ট করবেন ।
  • পুরাতন একাউন্ট  zahid1 দিয়ে Your Freedom ওয়েবসাইটে লগইন  করবেন । এখানে

খ) লগইন এর পর Accounts এ ক্লিক করুন । Try before you buy এ ক্লিক করুন । Package type – TotalFreedom  সিলেক্ট করুন । Start এ ক্লিক করুন । এখন আপনার লগইন কৃত zahid1 একাউন্ট দিয়ে আগামি ১ ঘণ্টা আনলিমিটেড স্পীড পাবেন । প্রয়োজনে আপনি এটিকে Pause করে রাখতে পারেন ।

গ) Your Freedom সফটওয়্যার এ নতুন একাউন্ট zahid2 সরিয়ে পুরাতন একাউন্ট  zahid1 দিয়ে কানেক্ট করুন । দেখুন আনলিমিটেড স্পীড পাচ্ছেন । এ কাজটি আপনাকে প্রতি ঘণ্টায় করতে হবে আলাদা আলাদা  একাউন্ট দ্বারা যদি আপনি আনলিমিটেড স্পীড পেতে চান ।

লেখাটি পড়তে আপনার ১০ মিনিট লাগতে পারে কিন্তু কাজটি করতে আশা করি ১  মিনিট যথেষ্ট ।

৪। ডিস্কানেক্ট না হওয়াঃ-

উপরের কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে  Your Freedom নিজে একবারও ডিস্কানেক্ট হবে না ।

সবশেষে দেখা যাচ্ছে - আপনি ২৪ ঘণ্টা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে প্রতি ঘণ্টায় আপনাকে কমবেশি ৫ মিনিট কষ্ট করতে হবে । সিদ্ধান্ত আপনার হাতে !

সবাই ভাল থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই এতো দেখি হিমালয় ডিঙ্গানোর মত সহজ?

vai nuton kono formula bahir koren.eta old and anek vejal.tg or ispce type er kisu bahir koren.thanks vai

Level 0

Tao thnx vai…. ekhon ektu dhorjo dhorte hbeb r ki…… txnx jahid vai….. but download e kno prblm korbe na to? @jahid vai

tnx জাহিদ ইসলাম vai

Level 2

vai kon password dibo jeta emaile pathai seta naki jeta dara account khule silam seta

    @mdmijan: ইমেইল এ কোন password পাঠাই না । আপনি যে password দিয়েছিলেন সেটা ব্যবহার করুন

max download speed কত পাওয়া যায় ??

Level 0

base balo laglona .tobo apnake donnobad. Balo takben

Level 0

“Advance system care” ti internet connection -e barrier kore.

    @zahid20: হ্যাঁ , Advance system care এর সাথে নেটের কোন সম্পর্ক নেই

via gpinternet dia connected korla gpmms er moto connection asa ke korbo.

Level 0

apni proxy remove korte bolchen.proxy charai ki eta connect hobe?browser r idm thekeo ki proxy r port remove kore dibo?

Level 2

vai Advanced SystemCare 6 licenc key ta den plz

Level 2

vai plz helpme your freedome kon pakge activ kor bo o kivabe

    @mdmijan: এটি ০০ টাকাতে কাজ করে । p1 প্যাকেজ করুন -pay per use , *111*6*1# 2g- for mobile থেকে ধারাবাহিক ভাবে অনুসরন করুন ।

Level 0

ভাই server খুঁজে পাই না।কিভাবে করবু

এত ঝামেলা করার থেকে টাকা দিয়ে ইউজ করাই ভাল। :/

Vai. Apnar No. Ta Den. 100 ta taka pathaya dei. TT te free net er apnii boss. Post ta amar chorom val lagce.

Level 0

Thank’s ভাই।কিন্তু আনলিমিটেড স্পীড বলতে download স্পীড কত?browsingস্পীড কত পাব?

download speed koto?

এই নিয়মটা অনেক ঝামেলার। অন্য কনো নিয়ম বের করেন plZ

পড়তে পড়তে আগের গুলা ভুলে গেছি……আর একটু সহজ মাধ্যম লাগবে

জাহিদ ভাই Servey ভেরিপিকেশন নিয়া একটা tune করেন
যেমন>>>http://user-verification.com/

জাহিদ ভাই Servey ভেরিপিকেশন নিয়া একটা tune করেন
যেমন>>>http://user-verification.com/
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ খুবি দরকার

Level New

ইস্…আগে জানলে করে দেখতাম।এখন আর আমাদের দেশে uninor(আপনাদের দেশে যেটা গ্রামীণ ফোন)নেই।
vodafone এ এই রকম কিছু কি করা যায়?

Level 0

vaizan, apnar deoa sob instruction follow korsi, connect o hocce, kinto 1/2 minute porei speed 0 Hoyle jacce. full disconnect Korea abar connect korle same case hocce. 1ta full page load dite partesi na. kronor solutions thakle den, plaza. Free net Nahid, mathao thick nai !!!!!!!

Level 0

vai ata EDGE modem deay hobay,are kie kortay hobay plz???????????????????

Level 0

onk vlo laglo vai.

ট্রাই বিফোর বাই তে আনলিমিটেড বলতে সর্বোচ্চ কত স্পিড পাওয়া যাবে ?