আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আমি আজ ফ্রি নেটের জন্য নতুন কোন পদ্ধতি নিয়ে টিউন করব না । গত দিনের Your Freedom পদ্ধিতে আপনারা ফ্রি নেট ব্যবহার করবেন । মন খারাপ হল কি ? আজ এখানে গ্রামীণ ফোন হ্যাক বিষয়ে কথা হবে না , কথা হবে Your Freedom হ্যাক বিষয়ে । কারন Your Freedom ব্যবহারে কিছু প্রতিবন্ধকতা / শর্ত আছে , যার কারনে আপনারা ঠিক ভাবে ফ্রি নেট ব্যবহার করতে পারছেন না । আজ আমাদের লক্ষ্য সেই প্রতিবন্ধকতাগুলো দূর করা । যাহোক গত দিনের টিউন যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন । আর একটি বিষয় ৪ নং নিয়মে যে Proxy Settings - Proxy Address - 127.0.0.1 Port- 8000 দিতে বলা হয়েছে তা মুছে ফেলুন । শুরু করা যাক -
Your Freedom ফ্রি একাউন্ট ব্যবহারে প্রতিবন্ধকতা সমুহ-
১। একটি পিসিতে প্রতিদিন মাত্র একটি একাউন্ট ব্যবহার করতে পারবেন । আলাদা একাউন্টও কাজ করে না ।
২। সময় সীমা মাত্র ১ ঘন্টা ।
৩। স্পীড সীমিত মাত্র 64 kbs .
৪। কিছুক্ষণ পর পর ডিস্কানেক্ট হয় ।
আমরা যদি ফ্রি একাউন্টে উপরের প্রতিবন্ধকতা গুলো দূর করতে পারি তাহলে কেমন হয় ?
আমাদের লক্ষ্য সমুহ-
১। একটি পিসিতে প্রতিদিন যতখুশি তত একাউন্ট ব্যবহার করা ।
২। সময় সীমা ২৪ ঘন্টা করা । ( যদি ১ একাউন্ট = ১ ঘণ্টা হয় , তাহলে ২৪ একাউন্ট= ২৪ ঘণ্টা )
৩। স্পীড আনলিমিটেড পাওয়া ।
৪। ডিস্কানেক্ট না হওয়া ।
১। একটি পিসিতে প্রতিদিন যতখুশি তত একাউন্ট ব্যবহার করাঃ-
আপনি যখন আপনার পিসিতে Your Freedom ইন্সটল দেন তখন এটি পিসির আপনার পিসির Registry এবং Hard Drive এ জায়গা করে নেয় , এটি Registry তে সকল তথ্য ধরে রাখে । আপনি Your Freedom এ ১ ঘণ্টা সময় অতিক্রম করলে Your Freedom আপনাকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয় যে আপনার লিমিট শেষ । আপনি যদি একাউন্ট পরিবর্তনও করেন তারপরেও Registry থেকে একই ম্যাসেজ আসে অর্থাৎ আপনার লিমিট শেষ । তাহলে আপনাকে একটি সহজ কাজ করতে হবে তা হল Registry থেকে সকল তথ্য মুছে ফেলতে হবে । আর এর জন্য ভাল কোন Uninstaller ব্যবহার করতে হবে । কাজটি করার জন্য আমি আপনাকে একটি বুদ্ধি দিতে । আপনি Advanced SystemCare 6 ইন্সটল দিলে IObit Uninstaller পেয়ে যাবেন । ইন্সটল দিন ।
তাহলে যখন আপনার ১ ঘণ্টা সময় শেষ হবে তখন আপনি নিচের কাজগুলো করবেন -
ক) IObit Uninstaller ওপেন করুন । Your Freedom সিলেক্ট করুন ।
খ) Create back up টিক তুলে দিন , Your Freedom ইন্সটল window আসলে cancel করুন ।
গ) Powerful scan এ ক্লিক করুন । Registry-র ফাইল select all করুন । এবার delete করুন ।
ঘ) পিসির Time Zone GMT+01 সিলেক্ট করুন এবং সাল ২০১১ দিন ।
ঙ) Your Freedom ইন্সটল দিন । এবার নতুন একাউন্ট দিয়ে অর্থাৎ যার লিমিট আজ শেষ হয়নি এমন একাউন্ট দিয়ে Your Freedom কানেক্ট করুন । লিমিট শেষ ম্যাসেজ আর দেখাবে না ।
বিঃদ্রঃ এই পদ্ধতি তখনই ব্যবহার করবেন যখন লিমিট শেষের পর নতুন একাউন্ট Your Freedom এ আর কাজ করবে না ।
লেখাটি পড়তে আপনার ১০ মিনিট লাগতে পারে কিন্তু কাজটি করতে আশা করি ১ মিনিট যথেষ্ট ।
২। সময় সীমা ২৪ ঘন্টা করাঃ-
এতক্ষণে বুঝতে পেরেছেন আপনার বহু একাউন্ট দরকার প্রতি ঘণ্টায় একটি । সমস্যা নেই আমি আছি তো । আমরা জানি একটি একাউন্ট করতে একটি ইমেইল প্রয়োজন তাও আবার ভ্যালিড ।
ক) মাত্র ৫ সেকেন্ডে একটি ইমেইল পাওয়ার জন্য এখানে যান ।
খ) নিচের মত একটি ক্লিক করুন , ইমেইল রেডি এবং বলে রাখা ভাল সাইটের হোমপেজ আপনার Inbox , কোন password দরকার নেই । পেজটি আপাতত ওপেন রাখুন ।
উপরের ছবিতে [email protected] আমার ইমেইল যা এক ক্লিকে রেডি ।
গ) Browser নতুন Tab এ Your Freedom একাউন্ট করার জন্য এখানে যান । শুধু মাত্র আপনার নাম , Password এবং ইমেইল দিয়ে - agree তে টিক দিয়ে সাবমিট করুন । আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট । Your Freedom থেকে একটি মেইল আপনার ইমেল Inbox পাঠানো হয়েছে ।
ঘ) আপনার ইমেইল Inbox পেজটি Refresh করুন । Your Freedom এর মেইল এ গিয়ে confirmation link ক্লিক করে একাউন্ট Active করুন । হয়ে গেল আপনার একটি Your Freedom একাউন্ট ।
লেখাটি পড়তে আপনার ১০ মিনিট লাগতে পারে কিন্তু কাজটি করতে আশা করি ২ মিনিট যথেষ্ট ।
৩। স্পীড আনলিমিটেড পাওয়াঃ-
Your Freedom এ Premium একাউন্ট ওপেন করার পূর্বে তারা ১ ঘণ্টা ফুল স্পীডে ব্যবহারের সুযোগ দেয় , যাকে বলা হয় Try before you buy . বলে রাখা ভাল একটি একাউন্টে মাত্র একবার এই সুযোগ । তাই বুদ্ধি করে আমরা প্রতি ঘণ্টায় একটি মেইল/ একটি একাউন্ট ওপেন করার সহজ উপায় বের করলাম । যাহোক -
ক) প্রথমে এখানে যান । একটি পুরাতন একাউন্ট অর্থাৎ যে একাউন্ট কমপক্ষে ১৫ মিনিট আগে তৈরি করেছেন । উদাহরণ স্বরূপ -
ধরি আপনার এইমাত্র খোলা নতুন একাউন্ট= zahid2
এবং আপনার পুরাতন একাউন্ট= zahid1
তাহলে আপনি -
খ) লগইন এর পর Accounts এ ক্লিক করুন । Try before you buy এ ক্লিক করুন । Package type – TotalFreedom সিলেক্ট করুন । Start এ ক্লিক করুন । এখন আপনার লগইন কৃত zahid1 একাউন্ট দিয়ে আগামি ১ ঘণ্টা আনলিমিটেড স্পীড পাবেন । প্রয়োজনে আপনি এটিকে Pause করে রাখতে পারেন ।
গ) Your Freedom সফটওয়্যার এ নতুন একাউন্ট zahid2 সরিয়ে পুরাতন একাউন্ট zahid1 দিয়ে কানেক্ট করুন । দেখুন আনলিমিটেড স্পীড পাচ্ছেন । এ কাজটি আপনাকে প্রতি ঘণ্টায় করতে হবে আলাদা আলাদা একাউন্ট দ্বারা যদি আপনি আনলিমিটেড স্পীড পেতে চান ।
লেখাটি পড়তে আপনার ১০ মিনিট লাগতে পারে কিন্তু কাজটি করতে আশা করি ১ মিনিট যথেষ্ট ।
৪। ডিস্কানেক্ট না হওয়াঃ-
উপরের কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে Your Freedom নিজে একবারও ডিস্কানেক্ট হবে না ।
সবশেষে দেখা যাচ্ছে - আপনি ২৪ ঘণ্টা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে প্রতি ঘণ্টায় আপনাকে কমবেশি ৫ মিনিট কষ্ট করতে হবে । সিদ্ধান্ত আপনার হাতে !
সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এতো দেখি হিমালয় ডিঙ্গানোর মত সহজ?