আবারও পিসিতে গ্রামীণ ফোন ফ্রি নেট চালান ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । গ্রামীণ ফোন ফ্রি ইন্টারনেট বন্ধ । তাই আমি আপনাদের সামনে হাজির হলাম ফ্রি ইন্টারনেট বিষয়ক একটি টিউন নিয়ে । শুরুতে বলে নিই এর চেয়ে ভাল আপাতত পারলাম না । আজ আমরা ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সবার পরিচিত একটি সফটওয়্যার ব্যবহার করব , যার নাম - “Your Freedom ”। তো শুরু করা যাক -

১। প্রথমে এখান থেকে Your Freedom এ রেজিস্ট্রেশন করুন । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল এ লগইন করে Your Freedom account  একটিভ করুন । বলে রাখা ভাল প্রতিটি account আপনি ২ ঘণ্টা ব্যবহার করতে পারবেন । তাই আপনার প্রয়োজন মত account খুলে নিবেন , প্রতিটি account এর জন্য একটি ইমেইল লাগবে । ২ ঘণ্টা হওয়ার পূর্বেই আপনাকে লগ আউট করতে হবে কারন আপনি যদি ২ ঘণ্টা লিমিট অতিক্রম করেন তাহলে কয়েক ঘণ্টার জন্য আপনার পিসিতে Your Freedom ব্যবহার করতে পারবেন না । অনেকটা PD PROXY- র ১০০  mb এর মত ।

২ । এবার Your Freedom ইন্সটল করার পালা । দুই নিয়মে আপনি Your Freedom ইন্সটল করতে পারেন । Windows full installer এবং Windows installerWindows full installer ব্যবহারের জন্য java প্রয়োজন নেই কিন্তু Windows installer এ অবশ্যই java প্রয়োজন । আমরা Windows installer ব্যবহার করব কারন আমাদের ডাটা কানেকশন দুর্বল । Windows installer (Size: 2.07 MB) ডাউনলোড করে ইন্সটল দিন ।  java ইন্সটল দিয়ে নিন (যদি ইন্সটল না থাকে ) ।

৩। আপনার মডেমে APN- gpinternet  সেটিং করুন । এরপর মডেম কানেক্ট করুন ।

৪। Your Freedom ওপেন করুন । Configure এ ক্লিক করুন । এবার Proxy Settings এ ক্লিক করুন । Proxy Address দিন - 127.0.0.1   Port- 8000 , Proxy Type- HTTP/HTTPS .

৪। এবার Account Information এ ক্লিক করুন । আপনার Freedom account  এর Username , password দিন ।

৫। এবার Server connection এ যান । Connection mode  DNS  সিলেক্ট করুন । Wizard এ ক্লিক করুন ।

৬। Select Protocols এ HTTPS , HTTP , DNS সিলেক্ট করুন . Next এ ক্লিক করুন ।

৭। Looking for freedom server massage দেখাবে । কিছুক্ষণ অপেক্ষা করুন । অনেক গুলো server দেখাবে । আপনার পছন্দমত দেশের একটি server সিলেক্ট করুন । Next এ ক্লিক করুন ।

৮। এরপর Save and Exit এ ক্লিক করুন ।

৯। Ports থেকে Web proxy port – 8080  সিলেক্ট করুন ।

১০। Start connection এ ক্লিক করুন । মুহূর্তের মধ্যে এটি কানেক্ট হবে ।

১১। এবার Browser এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং use this proxy server for all protocols সিলেক্ট করুন ।

১২ ।  IDM এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং HTTPS  Proxy – 127.0.0.1  Port- 8080 দিন ।

কোন server স্লো মনে হলে আপনি অন্য server ব্যবহার করুন । আর মনে রাখবেন প্রতিটি server এ port- 53 এবং Protocol – DNS হবে । সিমে টাকা রাখবেন না , কেটে নিবে ।

ব্যস্ততার কারনে পোস্ট করতে দেরি হওয়ায় আমি দুঃখিত । ক্ষমা করবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

vhai ai dui ghonta limit er kono babosta nai ar ato email toiri korbo kivhaba .fake mail diya ki hoba

vai ai system a ki disconect hoy na

Level 0

very nice ..

Level 0

Robi bondho hle por ata use korbo…………..

Level 0

vaia aitar speed kamon? r apnake onnoak thanks

Level 0

apnarmoto aro tuner dorkar tahole gp mamu pura size hoiya jaito. thanks again!

robi amar tai colse kano bujte partesi mone hou off houe gelo

Level 0

Android a ki cholbe

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ।তবে এই মুহুর্তে রবি চালাচ্ছি।আসলে রবি সিম বিক্রির নতুন পদ্ধতি বের করেছে।সাথে সাথে অন্য কোম্পানিকেও বাশ দিচ্ছে।ভালই।মাথাই থাকল।পি ডি এফ আকারে রেখে দিলাম

Level 0

ভাই এনড্রোয়েড এর জন্য কিছু করেন ।এইটা ট্রাই করিনাই দিনে করবো।আপনাকে অনেক ধন্যবাদ নতুন করে বার করার জন্য।

ধন্যবাদ জাহিদ ভাই, নতুন পদ্ধতি শেয়ার করার জন্য । আপাদত সবাই মনে হয় রবির ফ্রী নিয়েই আছে। টিউনটা কয়েকদিন পর করলে হয়ত আরও বেশি কিছু দিন জিপিতে ফ্রী চালাতে পারতাম।

Level 0

রবি ফ্রি চলছে চলতে থাক। বন্ধ তো হবেই, তা আজ হোক বা কাল। জিপি দিয়ে মোবাইলের কোন সিস্টেম বের করেন জাহিদ ভাই।

Level 0

Ek gandu ekhane bollo validity expired robi te naki seram speed but connection e pachchena ki kori…

Level 0

vhi your freedom a tu 64 kbps speed. speed r barano jai ki?

Robi te coneccet hocce na. Mone hoy robi off hoye gase

Level 0

your freemdom দিয়ে বাংলালায়ন, কিউবি, গ্রামীণ সবগুলোতেই ফ্রি নেট চালানো যায়। কিন্তু স্পীড কম। স্পীড বাড়ানোর উপায় বলেন……

ek nagare 2hr ?

Level 0

vai android er jonno kisu koren ….. basay b.band ase bt rastay gele free net chalte chai 😛

Thanks vai.connection hoy kintu slow. r tension a thaki kokhn 2 hours par hoye jay.

You are reaching 30MB monthly limit of your New PAYG pack, after 30MB, Internet will be disconnected to avoid bill-shock. Please dial *500*0# to reactivate.
এই massage টা আমার সিম এ আসার পর থেকে আর connection নিচ্ছেনা। এখন কি করব জানাবেন

    Level 0

    @jobaierimran: আবার p1 লিখে ৫০০০ এ সেন্ড করুন, অথবা কোন প্যাকেজ কিনুন

Level 0

Kono package nile ki speed barbe?

ভাই লিমিট চালাইয়া মজা পাওয়া জায় না। তারাতারি আনলিমিট এর ব্যাবস্তা করেন।।।।।।।।।।।।।।।।।।।

ভাই আমার windows 8 এ জাভা ইন্সটল নিচ্ছে না. apnar jodi windows 8 er java somporka jana thaka tobe link dile download kora nibo.

ভাই একটা একাউন্ট দিয়া কি একদিন ব্যবহার করা যাবে।

    @Syeed Afridy: একটা একাউন্ট দিয়া দিনে ২ ঘন্টা ব্যবহার করা যাবে

      @জাহিদ ইসলাম: মোবাইলের জন্য কিছু থাকলে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি

Level 0

রবি ফ্রি নেট ও বন্ধ আবার গ্রামীন েএর ফ্রি নেট ও বন্ধ।কি যে করি

Level 0

zahid vai …. android er jonne kisu den plz

vai aj 2 din dhore speed pai na please help me

Level 0

Vhai, apnar screen short e dekhlam unlimited speed use kortesen……oita 1 pc te 1 bar demo try korte dei……

apni kivhabe prottek acc e unlimited speed use kortesen….pls bolen

Level 2

vai ami apnar kotha moto kaj koresi but conection to nissena plz help me

Level 0

ইউ রকস জাহিদ ভাই।

বাজে একটা পোস্ট…। একদম কাজ করে না।। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কাজ করল না।

    @moner antor:

    ভাই পোস্টটা বাজে না আপনার মনে হয় সেটিং এ সমস্যা আছে। এ ধরনের মন্তব্য করার আগে আপনার সেটিং ঠিক করেন তারপর মন্তব্য করবেন। তবে নেট এর ডাটা খুব কম গতিতে দেয় এবং কিছুক্ষণ চলার পর ডিসকান্টেক হয়ে যায়। এটাই মূল সমস্যা। আর কিছু না আমি মনে করি।

ভাই bandwidth এর বেশির ভাগই uploading এ ব্যাবহার হয় আর downloading 10-11 kbps দেখালেও ১-২kbps পাচ্ছে।

জিপিতে টাকা দিয়ে নেট ব্যবহার করতে পারছি না।

Level 2

vai kisukhon por por conection failed dekhasse plz problem solv me

ভাইয়া কাজ করেছে…ধন্যবাদ জাহিদ ভাই… তবে জাহিদ ভাই এটা বিপদে পরলে কাজে লাগবে…… normally এটা তে ডাউনলোড স্পীড খুবি কম… তারপরেও মাঝে মাঝে কিছু প্রবলেম দেখা দেয়… প্লিজ জাহিদ ভাই আপনি আরেকটা পদ্দতি বের করেন… আমরা সবাই আপনার পোস্টের জন্য ওয়েট করি…

Level 0

ভালো লাগলোনা ভাই !আপনাকে অনেক thanks

ভাই Connection terminated. server says: Authentication faild লেখা আসে pls ভাই help করেন৷

Level 0

ভাই,আমি যদি ওদের প্যাকেজ কিনে গ্রামীণের সিমে ফ্রী ব্যবহার করতে চাই তাহলে কি ভাল স্পীড অ্যান্ড জিপি কে বাশ দিতে পারব ???

Level 0

ভাই,আমি যদি ওদের ( your freedom)প্যাকেজ কিনে গ্রামীণের সিমে ফ্রী ব্যবহার করতে চাই তাহলে কি ভাল স্পীড অ্যান্ড জিপি কে বাশ দিতে পারব ???

jahid vi android phone a fast a mb kina, proxy- 37.228.107.241 and port-80 kaj korcha mb, tk katcha na. tobe m.facebook.com dia ono site a dukte hoycha. jahid vi pc jono kechu koren. kaw na bujla call den number 01772853258

জাহিদ ভাই Connection terminated. server says: Authentication faild লেখা আসে pls ভাই help করেন … কি করতে হবে বুঝাই দেন । আমি ইউজার নেম / পাস ওয়ার্ড ভুল হয় নাই সিউর । আমি অনেক বার ট্রাই করছি হচছে না । আপনি যেহেতু টিউনস করছেন কাজ কাজ হবার কথা … অন্য কেউ হলে কমেন্ট ‘স ও করতাম না

Level 2

জাহিদ ভাই আপনার এই পোষ্ট ভাল কাজ করছেনা তাই দয়া করে অন্য কোন নতুন পদ্ধতি উদ্ভাবন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

Level 2

আপনার আরেকটি পোষ্টের অপেক্ষায় রইলাম

bro….
Windows full installer freedom এর লিঙ্কটা দেন … প্লিজ

VAIA MANY MANY THANKS FOR YOU ALL POST.BUT VAIA GATO KAL RAT 12 TA THEKE ROBI,GP KONO INTERNET E KAJ KORE NA.FREE INTERNET ER SHAHOJ EKTA BABOSTA KOREN.ONEK UPOKAR HOBE AMAR MATO STUDENT DER.APNAR TUNE ER OPEKKHAY ROILAM.ONEK DIN KONO COMMENT LIKHI NA AJKE APNAR TUNE A COMMENT KORLAM KARON APNAR KASE ONEK RINI.

জিপি ফ্রি ইন্টারনেট বন্ধ হয়ে গেলেই জাহিদ ভাইয়ের নতুন পোষ্টের জন্য অপেক্ষা করি। ধন্যবাদ আমাদেরকে হতাশ না করার জন্য। তবে এবারের পদ্ধতি একটু ঝামেলারই বটে। নতুন পদ্ধতির অপেক্ষাই রইলাম……

Level 0

নতুন পদ্ধতির অপেক্ষাই রইলাম……

Level 0

নতুন পদ্ধতির অপেক্ষাই রইলাম

Bro, net heavy slow !!!!!!!! amr max speed 15kbps … avrg 7-10kbps !!!!! Notun kisu koren vai !!!!!!!!! @জাহিদ ইসলাম

ভাই চলে তো কিছুক্ষণ ভালোই তবে একটু চলার ডিসকান্টেক হয়ে যায়। আর একটু চলার পর ডাটা দিতে চাই না। এর চেয়ে ভালো কিছু সুবিধা যদি থাকে তবে তা দিয়ে সাহায্য করতে পারেন।

ভাই অনেক কষ্ট করে চালাতে হয়। তার পরও আপনাকে অনেক ধন্যবাদ। তারাতারি নতুন trick বাহির করেন ভাই…

Level New

জিপি ফ্রি ইন্টারনেট বন্ধ হয়ে গেলেই জাহিদ ভাইয়ের নতুন পোষ্টের জন্য অপেক্ষা করি। ধন্যবাদ আমাদেরকে হতাশ না করার জন্য। তবে এবারের পদ্ধতি একটু ঝামেলারই বটে। নতুন পদ্ধতির অপেক্ষাই রইলাম……

জাহিদ ভাই Connection terminated. server says: Authentication faild লেখা আসে pls ভাই help করেন … কি করতে হবে বুঝাই দেন । আমি ইউজার নেম / পাস ওয়ার্ড ভুল হয় নাই সিউর । আমি অনেক বার ট্রাই করছি হচছে না । আপনি যেহেতু টিউনস করছেন কাজ কাজ হবার কথা … অন্য কেউ হলে কমেন্ট ‘স ও করতাম না

নতুন পদ্ধতির অপেক্ষাই রইলাম……

ভাই Your Freedom দিয়ে চলছে কিন্তু কিছু সময় পর পর বলছে আপনি কি মানুষ না robot বলে একটা code চাইছে বারবার code দিয়ে পারা যাই না এর একটা পতিকার দিন

২ ঘণ্টা লিমিত নই । ৩ ঘণ্টা যাবত চালাইতেসি সমস্যা হই নাই [[xtacool]]

Level 0

জিপি ইন্টারনেট পুরাই অফফ।

Level 0

ফাও জিনিস কাজ হয় না তো একটু পর পর Failed দেখায় ।

Level 0

জাহিদ ভাই koi gelen?

Level New

থাকলে টাকা/ মেগা বাইত কাটে! আবার টাকা/ মেগাবাইট না থাকলে মেইল থাকে ফ্রিদম সাইত একটিভেট করব কিভাবে!

Level New

Apn= gpinternet থাকলে টাকা/ মেগা বাইত কাটে! আবার টাকা/ মেগাবাইট না থাকলে মেইল থাকে ফ্রিদম সাইত একটিভেট করব কিভাবে!

jahid vai abar notun kischu koren amader jonno ta hole kitoggo thakbo

নতুন trick এর জন্য অপেক্ষায় থাকলাম

thanks for success fully

ভাই অনেক ধন্যবাদ

Level 0

Thaaanks a looooot 😀

ট্রাই বিফোর বাই তে আনলিমিটেড বলতে সর্বোচ্চ কত স্পিড পাওয়া যাবে ?

ভাই android দিয়ে কিভাবে জিপি মোডেম সেটিং করব। আমি কি Android দিয়ে ডাটা ক্যাবেল লাগিয়ে পিসির সাথে নেট চালাতে পারবো? যদি পারি তবে একটু বলেন।