ফ্রী নেট যখন চালিয়েছি তখন আরো চালাবো সকল operator এর open পোর্ট বন্ধ করে ছারব ইনশাল্লাহ।

এখন আমার রবিতে ফ্রী ইন্টারনেট চালাচ্ছি । আর এই নিয়ম বন্ধ করতে হলে রবি কে open ports গুলো বন্ধ করতে হবে। আর open ports গুলো বন্ধ করলে gp এর মত slow স্পীড হয়ে যাবে রবি। একদম damage হয়ে যাবে। রবি। আমি একটি tune এ দেখলাম একজন লিখেছে রবিরা এই ফ্রী ইন্টারনেট চালু করে দিয়েছে রবির office থেকে। কিন্তু না । মনে রাখবে কোনো operator রাই চাইবে না ফ্রী ইন্টারনেট দিয়ে নিজেদের ক্ষতি করতে। তারা সবসময় এই ফ্রী ইন্তেরনেট বন্ধ করার তালে বসে আছে। আর যদি রবি ফ্রী ইন্টারনেট এ দিতো এমনই এমনিই তাহলে সবাই robi দিয়েই ইন্টারনেট চালাতো। অনন্য operator রাও বিপাকে পরত তারা বাবসা করতে পারতো না।

আমাদের দেশের internet এর দাম এম্নিয়তেই অনেক বেশি।আমার অনেকে এর আগে অনেক আন্দলন করেছি internet এর দাম কমাবার জন্য কিন্তু কিছুই হয়নি। তাই আমারাও ফ্রী ইন্টারনেট চালিয়েছি।এবং চালিয়েই যাবো জতদিন না পর্যন্ত তারা ইন্টারনেট এর দাম কমাবে না। একটা কথা

প্রথমেই মনে রাখতে হবে যে কোনো operator রাই চুপ মেরে বসে নেই তারা সরবারতক চেষ্টা করছে ফ্রী ইন্টারনেট বন্ধ করতে।

আমি জনি আপনাদের সকলের মাঝে প্রজুক্তি প্রেমে আছে। আপনারা চান বাংলাদেশকে প্রজুক্তিতে একদিন Amirikar ও উপরে দেখতে। তাই আপানারা বোকার মত কাজ করবেন না। একটা ফ্রী ইন্টারনেট বন্ধ হবে তারাপর আর একটা Tune ছারবেন। যেমন আমি সেদিন ও দেখলাম রবির ফ্রী ইত্নেরনেট এর Tune একজান post করলেন। এইটা মটেও উচিত হয়নি।এমনিতেই আমাদের hacker ভাইদের ফ্রী ইন্টারনেট এর নিয়ম বের করতে অনেক সময় লেগে যাই। তার অপর যদি সব ফ্রী ইন্টারনেট এর নিয়ম একসঙ্গে বন্ধ হয় তাহলে The fermer and the magic goos এর মত কপালে হাত দিয়ে বসে থাকতে হবে

আর সব শেষে আর একটা কথা একসঙ্গে ১০/১২ টা করে ফ্রী ইন্টারনেট এর প্রক্সি দিবেন না একটা করে দিবেন। যখন সেই প্রক্সি বন্ধ হবে তখন আর একটা ফ্রী ইন্টারনেট এর প্রক্সি দিবেন।

ইনশাল্লাহ একদিন আমার প্রজুক্তিতে সকল দেশকে ছাড়িয়ে যাব।

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aita kon tune holoo ?

কেন সচেতন মুল্ক Tune.

ভাই কিভাবে ফ্রি নেট চালাচ্ছেন রবি তে, সেটা তো বলেন।

কেনো accesspoint এ লিখেন gpinternet তারপর conncet করুন তাহলেই ফ্রী ইন্টারনেট চলবে but টাকা রাখবেন না।

আমি রবি ব্যবহার করছি কিন্তু গ্রামীন এর মত গতি নেই। ফ্রি ফ্রি ফ্রি ফ্রি।

    Level 0

    @Torikul Meherpur: ভাই রবি তে প্রসেস তা বলবেন? প্লিজ

Level 0

Bhai ato pok pok koiren nah.

বাঙ্গালি একতো নাচনা বুড়ি আবার দিছেন ডোলে বারি ফ্রী পাইলে কি না ছারা বাঙ্গালি এই কাওরেই ফ্রী নেট বেসি দিন থাকে না
সামনে যদি হেক করতে পারে টিউন করা দরকার নাই কি ও কেমন করে ফ্রী নেট বেবহার করতে হয়

আমেরিকা বানান টা গুগল থেকে দেখে নিলেও পারতেন ! আর হ্যা পদ্ধতিগুলা কি আপনি নিজে বের করছেন ?
বুঝলাম না । যাই হোক ফ্রী নেট ব্যবহার করা আমার কাছে ঝামেলার মনে হয় । যারা আমার মত প্রয়োজনীয় কাজ করার জন্য নেট ব্যবহার করেন তাদের জন্য এগুলো কষ্টসাধ্য

vai gpmms er free net jeta android e opera handler dia chalatam seta ki bondho hoa gase?
amar set e cholse na,kew janle reply korben

ভাল হয়েছে।

প্রজুক্তি বানান যতদিন না বাঙালি শিখবে [প্রযুক্তি] ততদিন কোন আশা নেই। আপনার পোস্টে তো দেখি বানান ভুলের মহড়া রীতিমত।

Level 0

Desher Unnoti Korte Chaile Vai Shot Pothe Koren . Apnader Moto Manusher Jonno Aj Amar Taka Deya Kena Robir 5GB packager 2 GB Akhono Sesh Korte Parlam Na …

Level 0

robi free net super slow. . .
:/

Level 0

thek bolachan vi ati uchet

Level 0

প্রযুক্তি প্রেমিক@pagol pagol pagol. Kon free net ta korcen apni setao to bolen. Dekhi falto post kom korben

রবি ফ্রি নেটের টিউন দেখে
টেস্ট করলাম আমার জিপি মডেমে রবি সিম ভরে, কানেক্ট দিতেই চলছে। স্পিড খুব কম।
আমার চলবে না।
ব্যালেন্স কাটে না , ১.৯৯ টাকা ছিল তাই আছে। কোন নিয়ম লাগে না , অনলি কানেক্ট করতে হবে, আমার মডেম নিউ মডেলের তাই auto profile set hoi, manually set করা লাগতে পারে old মডেমে। কেউ প্রশ্ন করবেন না , মডেম থাকলে টেস্ট করেন। স্পেড এত খারাপ যে তেমন কোন কাজে আসবে না , অনলি চ্যাড করতে পারবেন।

@@@@@______@@@@@@_______@@@@@_______@@@@@_______@@@@@
@@@@@______@@@@@@_______@@@@@_______@@@@@_______@@@@@

Robi তে এক সময় টাকা না থাকলে বা MB না থাকলে আর নেট কানেক্ট পাওয়া যেত না। কিন্তু এখুন কিন্তু টাকা বা এমবি না থাকলেও পাওয়া যায়। অপারেটর ওয়ালাদের Tricks আপনার মাথায় ঢুকবে না ভাই। তারা সাধারনত ফ্রী ব্যাবহার করতে দেয় তাদের গ্রাহক বাড়ানোর জন্য। আর এই Tricks টির সুফল বর্তমানে GrammenPhone ভোগ করছে। গত সপ্তাহে তারা তাদের প্রফিট সম্পর্কে এক বিসদ প্রকাশ করে। এতে তাদের প্রফিট আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। Robi ও চাচ্ছে এমন লাভ পেতে। আর ব্যাপক হারে ডাউনলোড সবাই দেয় না ভাই। হাতে গোনা কয়েক হাজার মানুষ এই ফ্রী কে জথা জথ ইউস করে। আর বাকিরা সিম উথিয়ে ১-২ মাসে ৪০-৫০ এমবি ইউস করে। তার পর সিম টা সেতাল হয়ে যায়। সে আর সিমতা বন্ধ রাখতে পারে না। কারন তার নাম্বার টা অনেক ক্ষেত্রে ব্যাবহার হয়ে যায়।

আর টিউনার ভাইকে বলি টেকটিউস এ পোস্ট করতে হলে মাথায় অনেক কিছু রাখতে হয়। আমি বলব না আপনার মাথায় কিছু নাই। আমি বলব আপ্নাত টেক বিষয়ে অভিজ্ঞতা কম।

@@@@@______@@@@@@_______@@@@@_______@@@@@_______@@@@@

টেকটিউন্স এ টিউন করতে আমি কম করে হলেও ১০ বার ভাবি। এত অভিজ্ঞ আর পারদর্শী ভাইদের মাঝে দুটো কথা বলতে পারব কিনা।

ভাই ”রবি” দিইয়া হইব না আবারও ”GP”-এর কিছু করেন …।।
দেশ জাতি আবারো অপেক্ষাই রইল বাঁশ দেওয়ার জন্য ।।

Level 0

vai…. keo ki shothik ans ta diben? gp er dea jahid vi er free net er kisu din age dea post ta ekhon r kaj kore kina? plz…. oneke boltese kortse… but ami soho amr porichito jara chalai tader r karor e choltese na!

free er din ses re vai…….

Level 0

4/11/13 11:30 pm robi r connect hosse na.