ইয়াহু ম্যাসেঞ্জারে করা সম্ভব, তাহল Gtalk দোষ করল কী?

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে এই টিউনে নিয়ে এসেছি একজন টিউনারের একটি প্রশ্নের উত্তর, তবে এটা শুধু একজনের না অনেকেরি প্রশ্নের উত্তর বলে আমার মনে হয় তাই এই টিউনটা করা।

আমার গতটিউনে লিখেছিলাম কিভাবে ইয়াহু ম্যাসেঞ্জারে অনেকগুলো একাউন্টে প্রবেশ করা যায় এবং চ্যাট করা যায়। আর আজকের টিউনে তোলে ধরব একই কাজ কিভাবে Gtalk এ করা যায়।

আপনারা সবাই জানেন যে বর্তমানে Gtalk ম্যাসেঞ্জারটি Yahoo এর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। Yahoo এর মত Gtalk এও রয়েছে একইসাথে অনেক একাউন্টে লগ ইন হবার সুবিধা। ইয়াহুতে যেমন বিভিন্নভাবে একাধিক একাউন্টে লগ ইন করা যায় ঠিক তেমনি Gtalk এর একাধিক একাউন্টে লগ ইন হবার একাধিক উপায় রয়েছে। আমার কাছে যে উপায়টা সব চেয়ে মনে হয়েছে সেই উপায়টাই এখানে লিখছি।

কিভাবে Gtalk এর একাধিক একাউন্টে লগ ইন হবেন?

এর জন্য প্রথমে Start—Program Files—Gtalk এ যান, এবার Google Talk নামে আইকনের উপর রাইট ক্লিক করুন এবং Properties সিলেক্ট করুন। এবার দেখুন Target নামের পাশে একটা Box রয়েছে। এবং এই বক্সে একটি ঠিকানা লেখা আছে। এবার এই ঠিকানার শেষে “ /nomutex” লিখাটি যুক্ত করে দিন। বুঝতে পারছেন না? তাহলে একটি উদাহরণ দেখুন।

মনে করুন Target বক্সে লিখা আছেঃ- “"C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu” এখন এই লিখাটির শেষে যুক্ত করুন “ /nomutex” এই লিখাটি, তাহলে Target বক্সের লিখাটি হল “ /nomutex” । এখন OK বাটনে ক্লিক করুন। এবার যত খুশী Gtalk এর উইন্ডো ওপেন করুন আর যতখুশী তত gtalk আইডিতে লগ ইন করুন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই লিখাটির প্রথম প্রকাশ দেখতে হলে এই লিংকে ক্লিক করুন। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর লিখাটি পড়ে যদি উপকৃত হন তাহলে আপনার মন্তব্য প্রদান করুন। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবি সহ টিউন টা করলে ভাল হত । ফাগুন রেইন আপনাকে অনেক ধন্যবাদ ।

@ জনাব ফাগুন রেইন এ বিষয়ে আমি এক বৎসর আগে ( ৮ই জুলাই ২০০৯) ছবি সহ একটি পোস্ট করেছি।
দেখতে পারেন এখানে:
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6845/

    ভাইয়া আমি নিজেই তো এক বছর আগে এই টেকটিউনস এ আসি নাই।

ফাগুন রেইন >>> ধন্যবাদ ভাই, এটা আমার খুব প্রয়োজন ছিল…
~ !

এত দিন পরে ! কম্পিউটার সম্পূর্ণ ঠিক হইছে ?

ধন্যবাদ ভাই, তবে আমি গতকাল টেকটিউনসের “এলোমেলো টিউন” বিভাগে “সাজ্জাদ এইচ ভূঁইয়া” ভাইয়ের টিউনটি দেখেছিলাম।

দরকারি টিউন গুলু আমার মনে হয় একের অধিক হলে কোন সমস্যা নাই,তবুও একটু পুরানো টিউন গুলু চেক করে নিলে ভাল হয়।
টিউন খুব ভাল হইছে এবং ছবি সহ হইলে আরো ভাল হইত ধন্যবাদ শুভ কামনা রইল।

    আপনাকে ধন্যবাদ। আসলে এই ধরনের টিউন করার কথা একজন বলছিলেন। তাই আর অন্য কোন কথা না ভেবে টিউনটা করে দিলাম

আরে জোস তো। জ়টিল একটা ধন্যবাদ দিলাম।

    আপনাকেও জটিলভাবে স্বাগতম জানিয়ে খুশী হলাম

মাজে মধ্যে টেকটিউন এর কথা বুলে জান নাকি? একেবারে পাওয়া জায়না। ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

    আসলে কম্পিউটারে নেট ছিল না। কী আর করব বলেন,

দরকার ছিল। জানা ছিল না।