টেক বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। অনেক দিন থেকে টিউন করব ভাবছি কিন্তু ব্যস্ততার কারনে হয়ে উঠছিল না। আজ অনেক ব্যস্ততার মাঝেও টিউন করতে বসলাম।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ঘরে বসেই বিদ্যুৎ বিল, বাংলালায়ন, কিউবি বিল প্রদান ও মোবাইল রিচার্জ করার অতি সহজ একটি পদ্ধতি। এর নাম হলো iBanking এটির মাধ্যমে আপনি যে সকল কাজ গুলো করতে পারবেন-
ইন্টারনেট থেকে আপনার সেল ব্যালান্স রিচার্জ করতে পারবেন।
জিপি, রবি, বাংলা লিংক, সিটি সেল, এয়ারটেল গ্রাহকদের (পোস্টপেইড ও প্রিপেইড) জন্য airtime রিচার্জ করা যায়।
টেলিটক গ্রাহকগণ শুধুমাত্র প্রিপেইড প্যাকেজের সাথে তাদের সেল নম্বর রিচার্জ করতে পারবেন।
এই সেবার মাধ্যমে WiMax রিচার্জ / বিল পরিশোধ করা আপনার জন্য সহজতর হবে। বর্তমানে 'Banglalion' এবং 'Qubee' এই সেবার মাধ্যমে পাওয়া যায়।
এর মাধ্যমে আপনার IBBL অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বর্তমানে 'ডিপিডিসি' এবং 'ডেসকো' র অধীনে এই সার্ভিসটি পাওয়া যায়। সফল বিল পরিশোধ করার পর একটি SMS বিজ্ঞপ্তি গ্রাহকের সেল নম্বরে পাঠানো হবে।
বিদ্যুৎ বিলে চার্জ প্রযোজ্য-
Range | Charges |
0.00 - 400.00 | 5.00 |
401.00 - 1,500.00 | 10.00 |
1,501.00 - 5,000.00 | 15.00 |
5,001.00 - 5,000,000.00 | 25.00 |
এছাড়াও আপনি নিম্নোক্ত সেবা গুলো পাবেন এর মাধ্যমে
এই সার্ভিস পাওয়ার জন্য আপনার ইসলামী ব্যাংকে একটি Savings Account/ School Savings Account থাকতে হবে।
প্রথমে এই https://ibblportal.islamibankbd.com সাইট এ গিয়ে
এরপর Sign Up করুন
এরপর continue করুন
আপনার নাম, ইমেইল দিয়ে সাবমিট করুন
এরপর আপনার মেইল বক্স থেকে লিঙ্ক ওপেন করে
বাকি কাজ User Manual দেখে করে নিন
আরো বিস্তারিত জানতে যেকোন মোবাইল থেকে 16259, বিদেশ থেকে (+880)-2-8331090.
আমি শামসুদ্দীন আকন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আরো বিস্তারিত জানতে যেকোন মোবাইল থেকে 16259, এই নম্বরে কর করলে কী টাকা কাটবে নাকী ফ্রি ।