Teletalk 3G, Citycell Zoom Ultra, Banglalion, Qubee, এবং অন্যান্য 3G ইন্টারনেট সার্ভিস নিয়ে আমাদের অনেকের সাধারন অভিযোগ হচ্ছে, “আমার বাসায় নেটওয়ার্ক পায়না, নেটওয়ার্ক আসে আর যায়, স্পীড নাই” ইত্যাদি। এর মূলে আছে দুর্বল সিগন্যাল, যার জন্য আমদের পছন্দের অপাটেরের ইন্টারনেট সার্ভিস নিতে পারিনা। অনেকের কম্পিউটার বেস স্টেশন টাওয়ার থেকে দূরে বা অবস্থানগত কারনে দুর্বল সিগন্যাল পেয়ে থাকতে পারেন, যার দরুন ইন্টারনেট স্পীড কম পেতে পারেন।
এরকম ভুক্তভোগিদের জন্য আমার পরামর্শ থাকবে একটি ভালো মানের USB Extension Cable কিনবেন। ভালো মানের USB Extension Cable তিন মিটার , পাঁচ মিটার বা তারও বেশি হয়ে থাকে। ভালো মানের তিন মিটার USB Extension Cable এর দাম ২০০ টাকা থেকে শুরু। বিভিন্ন কম্পিউটার এক্সেসোরিজ এর দোকানে পাবেন। BCS computer city (আই,ডি,বি ভবন) তে অনেক দোকানে আছে।
এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন।
এই USB Extension Cable একটি Antenna হিসেবে কাজ করবে, যেটি আরো ভালো সিগন্যাল রিসিভ করতে সাহায্য করবে।যারা 3G, Wimax, অথবা Citycell এর Zoom ultra নেটওয়ার্কের বাইরে আছেন ,তাদের জন্যেও এই ক্যাবলটি হয়ত নেটওয়ার্কের সিগন্যাল ধরে স্থিতিশীল ইন্টারনেট এর স্বাদ এনে দেবে। যে সব এলাকায় উপরে বর্নিত ঠিকমত সিগন্যাল পায়না বা বাতাসের মত আসে যায়, তাদের জন্য এই ক্যাবলটি খুব কাজের।
দুই নাম্বার টিপসঃ যারা 3G ব্যাবহার করেন তারা অবশ্যই মডেমটি চালানোর জন্য যে সফটওয়্যারটি রয়েছে, সেটির নেটওয়ার্ক সেটিংস থেকে WCDMA only অথবা 3G only সিলেক্ট করে দিবেন। Autometic অথবা Dual Mode দিবেন না।
আর যারা সিটিসেল Zoom ultra ব্যবহার করেন তারা নেটওয়ার্ক সেটিংস থেকে EVDO only সিলেক্ট করবেন। Autometic, Dual Mode, বা Hybrid দিবেন না।
এবার প্রশ্ন আসতে পারে, আমি 3G only বা EVDO সিলেক্ট করব কেন? এর উত্তর অতি সহজ, তার আগে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, কয়েক মাস আগে সাভারের এক প্রত্যন্ত এলাকা, গ্রামঃ দোকাঠি, কাঠগড়া বাজার থেকে এক কিলোমিটার ভিতরে, আশুলিয়া থানার অন্তর্গত একটি ফ্যাক্টরিতে 3G ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য গেলাম, কিন্তু সেখানে যেয়ে কপিউটার রুমে কোন নেটওয়ার্ক পেলাম না, বাইরে একটি বার (এক দাগ) দেখায়, আমার কাছে থাকা একটি USB Extension Cable লাগিয়ে কম্পিউটার রুমে এক দাগ, দুই দাগ নেটওয়ার্ক পেল। ইন্টারনেট কানেকশন হলো। কিন্তু শামুক গতিতে চলছে। স্ক্রীনে ভাল করে খেয়াল করে দেখলাম, মডেমের সফটওয়্যারে EDGE লেখা, তার মানে হল 2G চলছে। কি করি? কিছুক্ষন ঘাটাঘাটির পর নেটওয়ার্ক সেটিংস এ 3G Only সিলেক্ট করে দিলাম। ব্যস কেল্লা ফতে, UMTS দেখাচ্ছে, তার মানে 3G চালু হল। কখনো এক দাগ পায় আবার কখন পায়না, কিন্তু ইন্টারনেট চলে, তাও 3G, ফুল স্পীডে। এখনো চলছে, কিন্তু এতে মডেম একটু বেশি গরম হয়। ভাবছিলাম মডেমটা তারাতারি নষ্ট হয়ে যাবে, কিন্তু না, খোজ নিয়ে দেখেছি এখনো চলছে।
আসলে আপনি যখন Automatic, Dual Mode, বা Hybrid দিবেন, তখন 3G এর সিগন্যাল 2G এর তুলনায় একটু দুর্বল হলে আপনার ইন্টারনেট কানেকশন Automatic 2G তে চলে যাবে, অর্থাৎ কচ্ছপ গতির ইন্টারনেট উপভোগ করবেন। আর যদি আপনি Only 3G দেন তাহলে আপনার মডেম শুধু 3G সিগন্যাল খুজবে, এবং সিগন্যাল যদি একটুও পায়,তাহলেই ফুল স্পীডে 3G উপভোগ করবেন। কারন 3G স্পীড উঠানামা নাই বললেই চলে। কোন রকমে একটু সিগন্যাল পেলেই হবে। অন্যদিকে সিটিসেলের EVDO সিলেক্ট করবেন ঠিক একই রকম কারনে, আশা করি, আর বুঝিয়ে বলার দরকার নাই।
আগামি দু এক দিনের মধ্যেই একটি হট টিউন আসছে, “মাত্র ২০ টাকায় পরীক্ষা করে ভালো ও মান সম্পন্ন ক্যামেরার স্মার্টফোন কিনুন।”
এখন এটুকুই, ভাল থাকুন, জানার কিছু থাকলে কমেন্টে লিখুন।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhai, broadband ar mobile broadband -er modde different ki?