3G, 4G, zoom ultra ব্যাবহারকারীদের জন্য কার্যকরী ২টি টিপস। ( UPDATED)

Teletalk 3G, Citycell Zoom Ultra, Banglalion, Qubee, এবং অন্যান্য 3G ইন্টারনেট সার্ভিস নিয়ে আমাদের অনেকের সাধারন অভিযোগ হচ্ছে, “আমার বাসায় নেটওয়ার্ক পায়না, নেটওয়ার্ক আসে আর যায়, স্পীড নাই” ইত্যাদি। এর মূলে আছে দুর্বল সিগন্যাল, যার জন্য আমদের পছন্দের অপাটেরের ইন্টারনেট সার্ভিস নিতে পারিনা। অনেকের কম্পিউটার বেস স্টেশন টাওয়ার থেকে দূরে বা অবস্থানগত কারনে দুর্বল সিগন্যাল পেয়ে থাকতে পারেন, যার দরুন ইন্টারনেট স্পীড কম পেতে পারেন।

এরকম ভুক্তভোগিদের জন্য আমার পরামর্শ থাকবে একটি ভালো মানের USB Extension Cable কিনবেন। ভালো মানের USB Extension Cable তিন মিটার , পাঁচ মিটার বা তারও বেশি হয়ে থাকে। ভালো মানের তিন মিটার USB Extension Cable এর দাম ২০০ টাকা থেকে শুরু। বিভিন্ন কম্পিউটার এক্সেসোরিজ এর দোকানে পাবেন। BCS computer city (আই,ডি,বি ভবন) তে অনেক দোকানে আছে।

এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন।

এই USB Extension Cable একটি Antenna হিসেবে কাজ করবে, যেটি আরো ভালো সিগন্যাল রিসিভ করতে সাহায্য করবে।যারা 3G, Wimax, অথবা Citycell এর Zoom ultra নেটওয়ার্কের বাইরে আছেন ,তাদের জন্যেও এই ক্যাবলটি হয়ত নেটওয়ার্কের সিগন্যাল ধরে স্থিতিশীল ইন্টারনেট এর স্বাদ এনে দেবে। যে সব এলাকায় উপরে বর্নিত ঠিকমত সিগন্যাল পায়না বা বাতাসের মত আসে যায়, তাদের জন্য এই ক্যাবলটি খুব কাজের।

দুই নাম্বার টিপসঃ যারা 3G ব্যাবহার করেন তারা অবশ্যই মডেমটি চালানোর জন্য যে সফটওয়্যারটি রয়েছে, সেটির নেটওয়ার্ক সেটিংস থেকে WCDMA only অথবা 3G only সিলেক্ট করে দিবেন। Autometic অথবা Dual Mode দিবেন না।

আর যারা সিটিসেল Zoom ultra ব্যবহার করেন তারা নেটওয়ার্ক সেটিংস থেকে EVDO only সিলেক্ট করবেন। Autometic, Dual Mode, বা Hybrid দিবেন না।

এবার প্রশ্ন আসতে পারে, আমি 3G only বা EVDO সিলেক্ট করব কেন? এর উত্তর অতি সহজ, তার আগে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, কয়েক মাস আগে সাভারের এক প্রত্যন্ত এলাকা, গ্রামঃ দোকাঠি, কাঠগড়া বাজার থেকে এক কিলোমিটার ভিতরে, আশুলিয়া থানার অন্তর্গত একটি ফ্যাক্টরিতে 3G ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য গেলাম, কিন্তু সেখানে যেয়ে কপিউটার রুমে কোন নেটওয়ার্ক পেলাম না, বাইরে একটি বার (এক দাগ) দেখায়, আমার কাছে থাকা একটি USB Extension Cable লাগিয়ে কম্পিউটার রুমে এক দাগ, দুই দাগ নেটওয়ার্ক পেল। ইন্টারনেট কানেকশন হলো। কিন্তু শামুক গতিতে চলছে। স্ক্রীনে ভাল করে খেয়াল করে দেখলাম, মডেমের সফটওয়্যারে EDGE লেখা, তার মানে হল 2G চলছে। কি করি? কিছুক্ষন ঘাটাঘাটির পর নেটওয়ার্ক সেটিংস এ 3G Only সিলেক্ট করে দিলাম। ব্যস কেল্লা ফতে, UMTS দেখাচ্ছে, তার মানে 3G চালু হল। কখনো এক দাগ পায় আবার কখন পায়না, কিন্তু ইন্টারনেট চলে, তাও 3G, ফুল স্পীডে। এখনো চলছে, কিন্তু এতে মডেম একটু বেশি গরম হয়। ভাবছিলাম মডেমটা তারাতারি নষ্ট হয়ে যাবে, কিন্তু না, খোজ নিয়ে দেখেছি এখনো চলছে।

আসলে আপনি যখন Automatic, Dual Mode, বা Hybrid দিবেন, তখন 3G এর সিগন্যাল 2G এর তুলনায় একটু দুর্বল হলে আপনার ইন্টারনেট কানেকশন Automatic 2G তে চলে যাবে, অর্থাৎ কচ্ছপ গতির ইন্টারনেট উপভোগ করবেন। আর যদি আপনি Only 3G দেন তাহলে আপনার মডেম শুধু 3G সিগন্যাল খুজবে, এবং সিগন্যাল যদি একটুও পায়,তাহলেই ফুল স্পীডে 3G উপভোগ করবেন। কারন 3G স্পীড উঠানামা নাই বললেই চলে। কোন রকমে একটু সিগন্যাল পেলেই হবে। অন্যদিকে সিটিসেলের EVDO সিলেক্ট করবেন ঠিক একই রকম কারনে, আশা করি, আর বুঝিয়ে বলার দরকার নাই।

আগামি দু এক দিনের মধ্যেই একটি হট টিউন আসছে, “মাত্র ২০ টাকায় পরীক্ষা করে ভালো ও মান সম্পন্ন ক্যামেরার স্মার্টফোন কিনুন।”

এখন এটুকুই, ভাল থাকুন, জানার কিছু থাকলে কমেন্টে লিখুন।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai, broadband ar mobile broadband -er modde different ki?

    Level 0

    @mana: there is no technology of mobile broadband, its a term of marketing policy. What we know as mobile broadband, infact it is wireless Internet access through a portable modem, mobile phone, USB wireless modem, tablet or other mobile devices.

thanks…

    Level 0

    @ashik-ahmed: Thanks too

এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন।
ekhon প্রশ্ন,মদেম টা কি ঘরে ঝুলাব নাকি জানালা দিয়ে বাহিরে পাঠিয়ে দিবো।
tnx 4 ur nice post

    @hafiz anower: ঘরে ঝুলাবেন অবশ্যই! 😛

    Level 0

    @hafiz anower: বৃষ্টিতে ভেজার বা চুরি হওয়ার ভয় না থাকলে বাইরে পাঠিয়ে দিন। কিন্তু আমি ঘরেই রেখেছি।

    Level 0

    @hafiz anower: বৃষ্টিতে ভেজার বা চুরি হওয়ার ভয় না থাকলে বাইরে পাঠিয়ে দিন। ।

এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন। amra keu beparta jantam na je cable er akpranto pc te usb porte arek pranto usb modeme lagate hoy…..thanx vi eto bistarito lekhar jonno….ghore je jhulabo koto feet upore jhulabo??? fan er shathe bari khele ki khoti hobe??vertically naki horizontally jhulabo ???jhulanor pore ki dori dea bedhe dibo ???????

    @sheikh nahid: ভাই লগিন করার ভয়ে কমেন্ট করিনা তার পরেও আপনার কমেন্ট টা দেখে হাঁসি থামাতে পারছিলামনা তাই কমেন্ট করলাম। ভাই যদি আপনি দড়ি দিয়ে মডেমটি বাঁধেন তবে সুতলীর দড়ি নয় প্লাসটিকের দড়ি মানে লাইলন কটদিয়ে বাঁধবেন কেমন ?

    Level 0

    @sheikh nahid: koto feet upore jhulabo?
    Ans: ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী ঝুলাবেন অথবা কিছুর সাথে আটকে দিবেন।
    fan er shathe bari khele ki khoti hobe?
    Ans: জ্বী ভাই আপনার মডেমের বড় ধরনের ক্ষতি হতে পারে, ক্যাবল ফ্যানের ব্লেডে পেচিয়ে ব্লেড বাঁকা হতে পারে।
    vertically naki horizontally jhulabo ?
    Ans: যেভাবে খুশী ঝুলাতে পারেন।
    jhulanor pore ki dori dea bedhe dibo ?
    Ans: দড়ি দিয়ে বাঁধা জরুরী মনে করলে অবশ্যই হার্ডওয়্যারের দোকান থেকে ভালো পাটের দড়ি কিনে এনে টাইট করে বাঁধবেন। একা বাঁধতে না পারলে আমাকে ডাকবেন।

    মাননীয় প্রশ্নকর্তা আপনার আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন, ভালো থাকুন। প্রশ্ন করুন। আপনার প্রশ্ন করার অধিকার আছে।
    আপনি হয়ত বেশি জানেন, আপনার জানার পরিধি আরো বাড়ুক। কিন্তু যিনি কম জানেন, তাকে জানার সুযোগ দিন।

Level 0

টিটি তে আমার প্রোফাইল পিকচার নাই, ইদানিং প্রোফাইল পিকচারের স্থানে উদ্ভট কার্টুন শোভা পাচ্ছে, ভাবছি এবার অলসতা ছেড়ে, একটা পিকচার আপলোড খুব জরুরি।

ভাই , আপনাকে জানাই যাযাকাল্লাহ ! USB Extension Cable এর ভালো কোন ব্রান্ড আছে কিনা , বললে খুশি হতাম ।

    Level 0

    @সিরাজুল ইসলাম শেখ: কোন নির্দিষ্ট ব্র্যান্ড সম্পর্কে ধারনা নাই। চাইনিজ লেখা থাকে। ভালো দোকান থেকে কিনলেই হবে আশা করি।

Level 0

আমি Grameenphone E1550 মডেম ব্যবহার করি। এটা USB ক্যবলের মাধ্যমে কাজ করে না। এই সমস্যার ব্যপারে কিছু বললে খুশি হতাম। USB ক্যবল ব্যবহার করলে একটু পর পর মডেম ডিসকানিক্ট হয়ে যায়। নেটওয়ারক পায় না ইত্যাদি সমস্যা হয়।

    Level 0

    @apmym70: আপনার USB ক্যবলে সমস্যা আছে। এটা আপনার মডেমের জন্য উপযোগী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। আপনি ৩ মিটারের ভালো ক্যাবল কিনে দেখতে পারেন। ক্যাবলে ক্যাপাসিটর থাকাটা জরুরি, টিউনের ছবিটা ভালো করে দেখেন, ঐটাতে ক্যাপাসিটর লাগানো আছে ।
    আশা করি ভালো ক্যাবলে কাজ হবে।

      Level 0

      @Rasel: আপনি ছবিতে যেই ক্যবলটি দিয়েছেন আমি সেই ক্যবলটিই ব্যবহার করেছি কিন্তু কাজ হয় না।

      আর হ্যা আপনার পোষ্টা খুব ভাল হয়েছে।

      আপনি বলেছেন যে, যারা 3G ব্যাবহার করেন তারা অবশ্যই মডেমটি চালানোর জন্য যে সফটওয়্যারটি রয়েছে, সেটির নেটওয়ার্ক সেটিংস থেকে WCDMA only অথবা 3G only সিলেক্ট করে দিবেন। Autometic অথবা Dual Mode দিবেন না।,, এখানে WCDMA only বা 3G only এর কি সুবিধা একটু বুঝিয়ে বলবেন।

      ধন্যবাদ

        Level 0

        @apmym70: আপনি নতুন ক্যাবল কিনেন। আশা করি কাজ হবে।
        আর টিউনে নতুন আপডেট এনেছে, এবার দেখুন, আপনার উত্তর পাবেন

          Level 0

          @Rasel: ভাই আমার মডেমে তো 3G, HSDPA, HSDPA+, UMTS নাই। আছে শুধূ WCDMA preferred and WCDMA only. যখন আমি টেলিটক 3G ব্যবহার করি তখন নেটওয়ার্ক পায় WCDMA কিন্তু যখন নেট কানেক্ট দেই তখন দেখায় HSDPA. এই ব্যাপারে কিছু বলবেন কি?

          ধন্যবাদ কষ্টকরে উত্তর দেওয়ার জন্য

Level 0

প্রতি ঈদের কয়েকদিন আগে থেকেই সিটিসেল জুম আল্ট্রায় ফ্রি 1mbps স্পিড দেয়া রাত ০১.০০ টা থেকে সকাল ০৯.০০ টা পর্যন্ত। পুরো স্পিড পাওয়ার জন্য ইয়া লম্বা ইউএসপি এক্সটার্নাল ক্যাবল দিয়ে মডেম বাশের ডগায় ঝুলিয়ে দিয়ে পুরো স্পিড পেয়েছিলাম। এভাবে প্রতি রাতে দুটো করে সিনেমা নামিয়েছিলাম।

সে যাই হোক, কোনো ভাইয়ের কাছে যদি জুম আল্ট্রায় ফ্রি নেট ব্যবহার করার টেকনিক জানা থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল।

    Level 0

    @tanvirbd5: আমার ফ্রি নেট ব্যবহার করার টেকনিক জানা নাই, অন্য কেউ জেনে থাকলে তানভির ভাইকে হেল্প করুন।

vai, kisudin age theke lomba ekta cable diye modem connct kori, and eta 100% real je net speed valo pay net signal o valo pay, cable chara use korlei 12ta baje
akhon bujhlam oi lomba cable a modem lagale net speed valopay keno!
vai , oneke ulta palta commnt korse tader vul vanganor jonno login korlam.
ami abar bolchi,really eta khub karjokori

    Level 0

    @ছোট ছেলে: Thanks for your comment.

Level 0

আমার কাছে বিভিন্ন কৌশলে ফ্রী ইন্টারনেট ব্যবহার করাটা নৈনিকতা বিবর্জিত কাজ মনে হয়, এটা এক ধরনের চুরি, যদিও এই চুরিতে মালিকের বিশেষ কোন ক্ষতি হয়না, তবুও চুরিত চুরিই। এটা অন্যায় কাজ, আমাদের বোঝা উচিৎ, আমরা কেউ চোর নই। আমাদের সকলের এ থেকে ফিরে আসা উচিৎ। আমরা অন্য কোন পথ অবলম্বন করতে পারি।

@Rasel: ভাই তারা আমাদের সবার কাছ থেকে ডাকাতি করে আর আমরা অল্প কিছুলোক তার কিছুটা উসুল করি৷ আর আপনার পোষ্টের জন্য ধন্যবাদ৷

Level New

আপনাকে ধন্যবাদ। আমি গ্রামীণ মডেম দিয়ে টেলিটক চালাতে আগ্রহী। কোন সমস্যা হলে আপনাকে জানাবো। আশা করি সহায়তা করবেন।

Level 0

Vai amat Basa Ashulia Katgora, Ami Dewan Varir Pola…………………………..

Level 0

@Spirit of truth: আপনি ধৈর্য্য ধরেন। সাইফুল ভাই এর উপর রাগ করার কিছু নাই।
আপনি নির্দিষ্ট কোন বিষয়ে প্রথমে লিখুন, তারপর সেটি পোস্ট না করে প্রতিদিন একবার করে আপনার লেখাটা পড়ুন। ভুল অসংগতি গুলো শুধরে নিন প্রতিদিন। কমপক্ষে চারদিন সংশোধনের জন্য পড়ুন।
আশা করি একটু সময় লাগলেও একদিন ভালো টিঊনার হবেন।
সাইফুল ভাইকে ছাড়িয়ে অনেক উপরে
good luck