এখন অনেকেই ISPCE সফটওয়্যার টি ব্যাবহার করে HTTPS সাইট গুলো ব্যাবহার করতে পারছেন না তাদের জন্য এই পোস্ট টি সহায়ক হবে । যদিও সব Secure সাইট ব্যাবহার করা সম্ভব নয় ।তাই কিছু দরকারি সাইট যা আমরা প্রতিদিন ই ব্যাবহার করি সেগুলো সম্পর্কে তুলে ধরেছি। । এ ব্যাপারে অবশ্য বেশ কিছু পোস্ট আগে হয়ে গেছে ।তবে কিছু কিছু বেপার অনেকেরই বোধগম্য নয় । তাদের জন্য এ টিউন টি করা
ফেসবুক ব্রাউজ
আমারা যখন ফেসবুক এ ঢুঁকি তখন প্রথম থেকেই ই https সাইট দেখায়। এটা ফেসবুক এবং সব বড় জনপ্রিয় সোশিয়াল নেটওয়ার্ক গুলো data encryption বা তথ্য নিরাপত্তার জন্য ব্যাবহার করে । যদি আপনার নিজস্ব পিসি এবং নেট না থকে তবে নিচের পদ্ধতি গুলো ব্যাবহার না করার অনুরোধ রইল। কারন এতে আপনার তথ্য hack বা চুরি হবার আশংকা বেড়ে যায় ।তাই নিজ দায়িত্বে কাজ গুলো করবেন ।
তবে এখন এ নিয়ে বেশি কিছু বলবনা ।মুল কাজে ফিরে আসা যাক
ispace সফটওয়্যার টি দিয়ে ফেসবুক ব্রাউজ করতে হলে আপনার ফেসবুক আকাউন্ট টির Account Setting > Security > Secure Browsing এ গিয়ে
Browse Facebook on a secure connection (https) when possible এ টিক চিহ্ন টি তুলে দিন । আপনার পাসওয়ার্ড চাইলে দিবেন এবং Save
Changes এ ক্লিক করবেন ।
এখন https:// এর পরিবর্তে http://www.facebook.com দিয়ে আপনার আকাউন্ট টি ব্যবহার করতে পারবেন ।
জিমেইল ব্যাবহার
https ছাড়া জিমেইল ব্যাবহার করতে আপনি Google Chrome এর পরিবর্তে Firefox ব্রাউজার ব্যাবহার করতে হবে।
এজন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট এ ঢুকে ডানে কোণে gear চিহ্ন টিতে ক্লিক করতে হবে ওখান থেকে setting > General tab আসবে ।
এখানে উপর থেকে নিচে ৫ নাম্বার সারিতে Browser connection: Don't always use https এ টিক চিহ্ন দিয়ে Save Changes দিন ।
এখন https://mail.google.com এর পরিবর্তে http://mail.google.com ব্যাবহার করতে পারবেন
বি ঃ দ্রঃ এই কাজ গুলো এম বি কিনে আগে করে ফেলবেন ফলে পরে ISPCE দিয়ে ব্যাবহার করতে অসুবিধা হবেনা।
আমি misbah129। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tech guy
thanks for give the tips.
Esay way
1. Go to http://www.kproxy.com then u can see a box
2.type there http://www.gmail.com press enter and give ur name pass.♥♥