টেলিটক ৩জি দিয়ে লাইভ টিভি দেখুন পিসি তে বড় স্ক্রিনে

আপনি ইচ্ছে করলে টেলিটক ৩জি দিয়ে সাবস্ক্রাইব করে পিসিতে টিভি  দেখতে পারেন। যদিও অনেকে জেনে থাকতে পারেন ।তারপর ও  যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি।

টিউন টি আমি একদম নভিস লেভেল দের জন্য করছি যাতে সবাই বুঝতে পারে

এজন্য যা যা লাগবে

১। VLC PLAYER   ডাউনলোড লিঙ্ক : http://goo.gl/Kn9etI

২। টেলিটক ৩জি সিম

৩। ৩জি ডাটা মডেম

অথবা নোকিয়া মোবাইল হলে nokia pc suite    ডাউনলোড লিঙ্ক : http://goo.gl/xJrTFs

অথবা এন্ড্রয়েড মোবাইল হলে Easy Tether app     ডাউনলোড লিঙ্ক :  http://goo.gl/AeXq0t

ধাপ  ১

প্রথমে আপনাকে মডেম অথবা মোবাইল usb cable অথবা wifi দিয়ে ( নতুন স্মার্ট ফোন গুলকে কে সহজে wifi router হিসেবে ও ব্যাবহার করা যায়)  পিসির সাথে সংযোগ করুন । উপরের সফটওয়্যার গুলোর যেকোনো একটির সাহায্যে পিসি তে ইন্টারনেট কানেকশন নিতে হবে। যারা এ ব্যাপারে জানেন না তারা একটু গুগল এ সার্চ করলে ই পেয়ে যাবেন।

ধাপ ২

আপনার ওয়েব ব্রাউজার দিয়ে  http://portal.teletalk.com.bd  এই লিঙ্কে যান

ধাপ ৩

Mobile TV থেকে LIVE TV তে যান যেকোনো একটি চ্যানেল এ ঢুকুন এবং More Tariffs থেকে  আপনার পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ সাবস্ক্রাইব করুন।

ধাপ ৪

এবার নিচ থেকে আপনার পছন্দ অনুযায়ী চ্যানেল এর লিঙ্ক টি কপি করুন ।

GTV                           : http://goo.gl/2wUGYw

ATN BANGLA       : http://goo.gl/EH1akS

Independent TV  : http://goo.gl/fBpNiR

CHANNEL I            : http://goo.gl/mjsPI1

DESH TV                  : http://goo.gl/W2YPF2

RTV                            : http://goo.gl/aXGn35

ধাপ ৫

আপনার পিসি থেকে VLC PLAYER  ওপেন করুন । Media>Open Network Stream এ যান এবার Network tab এর খালি অংশে আপনার কপি করা

লিঙ্ক টি পেস্ট করে নিচের play বাটনে ক্লিক করুন ।

এবার আরাম করে  টিভি দেখতে থাকুন ।

টিউনটি ভাল লাগলে আমার ফেসবুক পেইজ DEEJAY XBOLT এ একটা লাইক দিয়ে আসবেন । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

বি ঃ দ্রঃ আপনাকে অবশ্যই টেলিটক এর পোর্টাল এ লগ ইন অবস্থায় থাকতে হবে ।

Level 0

আমি misbah129। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

tech guy


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালো

হুমমম! বুঝলাম।

channel ki 7/8 tai naki aro ase?

    Level 0

    আপাতত এগুলি ই আছে

Level 0

ভাই আমি যদি দৈনিক ৫-৬ ঘন্টা লাইভ টিভি দেখি তাহলে কোন প্যাকেজটা ভাল হয় একটু বলবেন।

    Level 0

    ১ মাসের প্যাকেজটা টা নিতে পারেন ১৮০ টাকা পড়বে