আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । ফ্রি নেট বিষয়ে আমার ২ টি টিউন নিশ্চয় আপনি মিস করেন নি । যারা মিস করেছেন তারা নিচের লিঙ্ক থেকে টিউন ২ টি দেখে নিতে পারেন ।
যাহোক উভয় পদ্ধতিতে আমরা দেখেছি যে - ব্রাউজার এবং IDM এ HTTP- Proxy 127.0.0.1 এবং Port- 8080 সেট করতে হয় । আপনি হয়ত এমন ব্রাউজার ব্যবহার করেন যাতে Proxy- Port সেট করতে আপনার ঝামেলা হচ্ছে । যেমন প্রথম অবস্থায় অনেকে Internet Explorer এ এই কাজ করতে হিমশিম খেতে পারেন । আজ থেকে যেকোন ব্রাউজার , IDM কে Proxy-Port এর আওতায় নিয়ে আসবেন খুব সহজেই । এই কাজটি করার জন্য আমরা Proxifier ব্যবহার করব । আর বলে রাখা ভাল - এই টিউন টি ISPCE+TG HTTP- দ্বারা গ্রামীণ ফোনে যারা ফ্রি নেট ব্যবহার করছেন তাদের জন্য । তো শুরু করা যাক-
১। Proxifier ওপেন করুন । Profile- Advanced- HTTP Proxy Servers এ যান ।
২। Enable HTTP proxy server support এ টিক দিন । ok ক্লিক করুন ।
৩। Configure proxy server setting এ ক্লিক করুন । add এ ক্লিক করুন । address – 127.0.0.1 এবং port 8080 , protocol- HTTP দিয়ে ok (যে কয়বার প্রয়োজন ) ক্লিক করুন ।
৪। Profile থেকে Proxification Rules এ যান । add এ ক্লিক করুন । browse এ ক্লিক করুন । C drive থেকে ISPCE/ TG HTTP exe সিলেক্ট করুন । Action Direct সিলেক্ট করুন । ok ক্লিক করুন ।
৫। এবার মুল কাজ । আপনি যে ব্রাউজার বা IDM বা Software গুলোকে Proxy-Port এর আওতায় নিয়ে আসতে চান সেগুলো Add করার পালা । ISPCE/ TG HTTP exe যেভাবে add করলেন ঠিক একই ভাবে বাকি সব ব্রাউজার বা IDM বা Software গুলো add করবেন । শুধু মাত্র Action সিলেক্ট করুন - Proxy HTTP 127.0.0.1 । ok ক্লিক করুন ।
Portable version হলে আপনাকে হয়ত বারবার সেটআপ দিতে হবে । তাই Profile save করে রাখুন , যেন import করতে পারেন ।
আবারও বলি Localhost ( auto add হবে ) এবং ISPCE/ TG HTTP এই দুইটির Action Direct থাকবে ।
নেট ব্যবহার করার সময় একই সাথে ISPCE/ TG HTTP এবং Proxifier চালু রাখতে হবে । আর অবশ্যই ব্রাউজার , IDM এ আলাদাভাবে কোন Proxy সেট করা যাবে না ।
সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লেগেছে। ভাই https এর জন্য কিছু করেন।
আর একটা কথা আপনার একটা টিউন আমার দরকার যদি লিঙ্ক দেন। Grameenphone 3G Speed Hack যেটা
Techtunes এর Moderator ডিলিট করে দিয়েছে।