পিসিতে গ্রামীণ ফোন ফ্রি নেট চালানোর আরও একটি পদ্ধতি , ফেসবুক পিসি ভিউ , সরাসরি Google ব্রাউজ , লেটেস্ট ব্রাউজার সাপোর্টেড ।

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । গত দিনের ফ্রি নেট টিউন আশা করি কাজে এসেছে । কিন্তু ফেসবুকে এবং টিটিতে আমি অনেক প্রস্নের সম্মুখীন হয়েছি । এই যেমন - Portable version সমস্যা , ফেসবুক পিসি ভিউ আসে না , সরাসরি Google ব্রাউজ করা যাচ্ছে না  , লেটেস্ট ব্রাউজার সাপোর্ট করছে না  ইত্যাদি  । তাই আজকের এই টিউন । এই টিউনের সম্পূর্ণ কৃতিত্ব engineer boy shammu ভাইয়ের । কারন তিনি একটি মন্তব্যে একটি Software এর নাম উল্লেখ করেন  । আমি এটি নেট থেকে সংগ্রহ করে  এর কনফিগ ফাইল তৈরি করেছি ।  আশা করি ব্যবহার করে মজা পাবেন ।

১। এখান থেকে TG HTTP ফাইল ডাউনলোড করে ইন্সটল দিন ।

২। এখান থেকে config ফাইল ডাউনলোড করুন ।

৩। এবার gpmms দ্বারা মডেম কানেক্ট করুন ।   Redial চালু করুন যেন ৩ মিনিট পর পর অটো কানেক্ট হয় ।

৪।  TG HTTP ওপেন করুন । File থেকে Load config File এ ক্লিক করুন ।

৫। এবার পূর্বে ডাউনলোডকৃত config File টি সিলেক্ট করুন ।

৬। নিচের ছবিগুলোর মত অটো সেটিং লোড হবে । আপনাকে কোন পরিবর্তন করতে হবে না ।

বিঃদ্রঃ  যদি ফাইল লোডে সমস্যা হয় তাহলে manually নিচের মত সেটিং করুন বা এডিট করুন ।

ক। use query , use host  এ টিক দিন ।

খ। Use proxy তে টিক দিন । proxy  10.128.1.2 এবং port 8080 ।

গ। listen port 8080

ঘ। front query 10.102.61.249:8002 @

ঙ । HTTP header সেটিং –

Header name- User-Agent

Replacement text – By_Alea/5.0

Header name – Server
Replacement text – Localhost
Header name – Host
Replacement text – 10.128.1.2

চ। Replacer  নিচের টি সিলেক্ট করুন ।

Replace string - HTTP/1.1

To string - HTTP/1.0

৭। file থেকে save default setting এ ক্লিক  করুন ।

৭। এবার নিচের ছবির মত Start এ ক্লিক করুন । মিনিমাইজ করে রাখুন ।

৯। এবার আপনি যে ব্রাউজার ব্যবহার করতে চান তাতে proxy – port সেট করতে হবে । আমি এখানে Mozilla Firefox এ দেখালাম ।

Tools-Options-Advanced-Network-Manual proxy configuration  থেকে HTTP proxy দিন - 127.0.0.1     এবং port দিন 8080  .  ok  ক্লিক করুন । আপনার  ব্রাউজার এখন ফ্রি নেট ব্যবহার করার উপযোগী ।

১০। ডাউনলোড  করার জন্য IDM ( Internet Download Manager ) ব্যবহার করুন । IDM এ Options- Proxy থেকে Use HTTP Proxy তে টিক দিন । proxy দিন - 127.0.0.1     এবং port দিন 8080  .  ok  ক্লিক করুন । আপনার  IDM এখন ফ্রি ডাউনলোড করার উপযোগী ।

১১। ফেসবুক ব্যবহারের জন্য প্রথমে ০.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com  অবশ্যই https দিবেন না ।

(wordpress সাইটে পোস্ট লিখতে সমস্যা হলে Header থেকে  User-Agent টিক তুলে দিন )

এখন থেকে নেট ব্যবহার করতে চাইলে প্রথমে gpmms দ্বারা মডেম কানেক্ট করুন , এরপর TG HTTP  ওপেন করে start এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কাজ করছে,অনেক অনেক ধন্নবাদ+জাহিদ ভাই,সব অস্ত্র এখুনি ডাইলেন না,1 by 1 ঢালেন।হারামিরা একটা off করব ত আরেকটা ছারবেন।আবার ধন্যবাদ।

    @hafiz anower: সিরাম বলেছেন হাফিজ ভাই

    @hafiz anower: thanks

      @জাহিদ ইসলাম: JAHID vai apnake oshonkho dhonnobad. Ami korte perechi. Allah apnake dirgho jibi korun.

      Level 2

      @জাহিদ ইসলাম: জাহিদ ইসলাম ভাই Robi এর জন্য ব্যবস্তা করুন দয়া করে

Level 2

kaj hoyeche but apnar ager ta parlam na ota onek jotil.

আমি আপনার আগের সিস্টেমে ফ্রী নেট বেবহার করতেছি , আগের টাই করব নাকি নতুন টি তে ? স্পীড কোনটাই বেশি ?

    @রুবেল হাসান: as you like best , there is no problem to try both system

      @জাহিদ ইসলাম: জাহিদ ভাইয়া , নতুন টি বেশি ভাল , ফেসবুক পিসি লুক পাওয়া যাইতেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

    @রুবেল হাসান: enjoy yourself

Level 0

Bhai settings gula toh sob akoi…facebook toh 0.fb dia use korte hobe tobe parthokko ta ki?

thanx bhaia…. jotil…

Level 0

অনেক ধন্যবাদ ভাই………

Level 0

Bhai 3min por por jokhon reconnect hoy bar bar gp website chole ase.amar notun gp modem bondho korar kono option nai please bhai help me

    @Minhaz76: never I used it but I guess that you find this option on gp pc suite

    Level 0

    @জাহিদ ইসলাম: @Minhaz76:
    gp modem> tools > options > ‘launch internet.grameenphone.com when connect to internet…” এইটাতে টিক তুলে দিন, তাহলেই হবে @ Minhaz76

      Level 0

      @r0xt3r: Jahid bhai notun gp modem e ai option ta nai…

      Level 0

      Brother amar pc theo same problem ektu bolle valo hoy kivabe reconnect problem ta solve korbo

Level 0

Jahid bhai tnx please help me

Difference ta koto tuku ager ta theke?

    @সাদিক নাঈম: main difference – facebook, Google, browser support, windows os (for those who can’t install ispce)

zahid bhai…tnx……pc view te kivabe facebook use korbo? Use kora jabe ki?

Level 0

vhai https site golo browse korar jonnow kiso koren plz…….( https://mail.yahoo.com
https://accounts.google.com/
ae doroner site golote login korte partasi na…….
asha kori ae problem golo o apni solve kore falven……….

জাহিদ ভাই আগের টিউনে কমেন্ট করি নাই, মাফ করবেন। কিন্তু আজও না করলে নিজের কাছেই ছোট মনে হত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফ্রি নেট ইউজ করে মজা পাই। সবেচেয়ে বেশী ভাল লাগে গ্রামীনেফোনের মত একটা কোম্পানীর কিছুটা হলেও লস হচ্ছে ভেবে। আপনাকে হাজার সালাম। ভাল থাকবেন।

config ফাইল ঠিকমত লোড হইছে, নেট কানেকশনও পাইছে কিন্তু ফেসবুক বা গুগল বা অন্য কোন https সাইট তো আসছেই না।
ফেসবুকের যে লিঙ্কই দেই না কেন সামনে https চলে আসছে… 🙁

আমার আগে থেকেই ফেসবুকে লগইন করা আছে, এতে কোন সমস্যা হবে কি?

config ফাইল ঠিকমত লোড হইছে, নেট কানেকশনও পাইছে কিন্তু ফেসবুক বা গুগল বা অন্য কোন https সাইট তো আসছেই না।
ফেসবুকের যে লিঙ্কই দেই না কেন সামনে https চলে আসছে… 🙁

আমার আগে থেকেই ফেসবুকে লগইন করা ছিল, এতে কোন সমস্যা হবে কি?

Level 0

jahid bhai thanks..ei tar speed bhalo ache.setting gulao automatically hoise.Thanks

    @pixiemnz: @its ok, enjoy

      @জাহিদ ইসলাম(boss): jahid vai , amr shobtheke beshi speed ashe. karon ami 3G te free net chalassi. 😀 tobe dukher kotha holo gpmms e limite kora ase. tai full speed paoa jai na. age 2G te speed 27-29kb ashto. er akhon 32kb er niche name na. all time 36kb-40kb uthe. 60min e 100mb download hoe jai.

        @engineer boy shammu: দুঃখের বিষয় এখনও সবাই 3g সুবিধা পেল না ।

Level 0

jahid vai sob thikthakmoto follow korlam but win 7 e kaj holona. opera latest 24. version … help me plz.

    @mohammadp: what’s problem with you

      Level 0

      @জাহিদ ইসলাম: browser a onekhon loading cholar por bolce try again…. ar ha ami cc cleaning dia clean and pc restart diaou dekhce kaj holona bro. solve me ……

জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ । আর কিছু দেয়ার নেই

vai apnake onak dhonnobad…vai blogger a ঢুকতেছে না ।কোন উপায় আছে কি ?

Level 0

vaia windows 7 ultimate a ki valovabe kaj hobe ?

জাহিদ ভাই ধন্যবাদ। অনেক কারনে https সাইট দরকার হয়। যেমন gmail চালাতে গেলে must। ভাই যত কিছুই করেন https এর পদ্ধতি বাহির না করলে অনেক কিছুই করা যাচ্ছেনা। তাই যদি এই জিনিসটা বের করেন তাহলে অনেক উপকার হবে।

    @গেমস মাস্টার: really. everyday we need to login Gmail at least one time. I will try to solve this as soon as possible .thanks

    @গেমস মাস্টার: আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!

      @Kamrul: ভাই আপনার কথা ঠিক আছে। তবে সুবিধা থেকে অসুবিধা বেশি । কারন এভাবে আপনি Facebook এর Account Settings এ যেতে পারবেননা ।তাই https দরকার। আবার gmail বা yahoo mail এ যাওয়ার জন্য https দরকার । https ছাড়া অনেকা কাজ করা যায়না ।

Level 0

jahid vai…. oita te pok pok koira apnare bohut jalaisi…. vai maf koira dien …. u really boss!…. bt vai ar ekta pok pok…. youtube er video download resuming??? 🙁 @jahid vai

p3 te hobe
?

@গেমস মাস্টার: really. everyday we need to login Gmail at least one time. I will try to solve this as soon as possible .thanks

    @জাহিদ ইসলাম: https টা হলেই সিস্টেমটা কমপ্লিট হয়ে যায়। দেখেন পারেন কিনা…
    respect….

      @টেকপোকা: আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!

        Level 0

        @Kamrul: ভাই আমারও win7. সব ঠিক আছে কিন্তু কিছুতেই প্রথম ধাপ Re connect কোথাও খুজে পাচ্ছি না…যার কারনে ১-২ মিনিট পর পর কেটে যায় আবার connect করতে হয়। pls আমাকে বলেন control panel এর কোথা থেকে এর সমাধান করতে পারি?

vi ame p3 pak use kori . hobe ki?

ai niomer sob tik ace but speed o help me !

@mohammadp: please check your browser setting, apn setting, stop other proxy apps like ispce,proxifire from taskbar if it running

thanks Zahid vai

@Asjad: all you are big boss

vi proxifire dea 33gb use korce but ata hoce na .ame win 7 a use kortam naw win 7

vai apnake oshonkkho dhonnobad. sobsomoy amader pase thakben asha kori.

Level 0

@জাহিদ ভাই
P1 প্যাক বলে তো কিছু নাই, P2-P6 আছে P1 বলতে কি আপনি মিনিপ্যাক ২ এম বি বুঝিয়েছেন।

    @karimr: p1 বলতে আমি pay per use প্যাকেজ বুঝিয়েছি । অর্থাৎ আপনি যে পরিমান MB ব্যবহার করবেন , আপনাকে সেই পরিমান বিল পে করতে হবে ( কিন্তু ফ্রি নেটে করতে হবে না ) । Dial *111*6*1# , choose Edge , then for mobile , then new pay as you go .

অনেক ধন্যবাদ জাহিদ ভাই, ফেবুতে চ্যাট করতে না পেরে প্রায় দমবন্ধ অবস্থা হয়ে গিয়েছিল! বাচালেন!

kew ki achen win 7 a use korcen ? help me plz just miss 01715803641

    @অর্থহীন আমি তো 7 এ ই্উজ করতেছি

      Level 0

      @আবু বকর জিলানী: ভাই আমারও win7. সব ঠিক আছে কিন্তু কিছুতেই প্রথম ধাপ Re connect কোথাও খুজে পাচ্ছি না…যার কারনে ১-২ মিনিট পর পর কেটে যায় আবার connect করতে হয়। pls আমাকে বলেন control panel এর কোথা থেকে এর সমাধান করতে পারি?

Level 0

ai neome koi din free net clolte pare

Level 0

vaia facebook a dhukle server not found dekhai help me?

    @ROBI5537: আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!

Level 0

বাই আপনাকে অনেক ধন্যবাদ i love you bi

Level 0

at lastttttttttttt……………………… llllooottttttttts of thnx jahid vai….. resuming works!…….. sorry vai….. oonnek pok pok korlam……
tttttttttttttthhhhhhhhhhhhnnnnnnnnnnnnxx vai! @jahid vi.
and also @টেকপোকা 😛

jahid vai proxyfier bondho hoye jaoyar por apni achen bole amra free internet bebohar korte parchi ,apnake dhonnobad diye shes kora jabe na .shudhu ato tuku bolte chai gp jodi ai system off kore dey tahole amader pashe thaiken .Chaliye jao BOSS

    @Asjad: ঠিক আছে । খুশি তো ! @আবির: দোয়া রাখবেন । ধন্যবাদ ।

      Level 0

      @জাহিদ ইসলাম: ji vai…. onnnnek!… 😀

      Level 0

      @জাহিদ ইসলাম: ji vai…. onnnnek!… 😀 onek onek dhonnobad vai.

অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই…………..

Many many thanks. Now I can browse PC view Facebook.

    @মোল্লা আনিসুজ জামান।: আমি তো ভেবে ছিলাম আপনি হারিয়ে গেছেন ! আপনার কোন সাড়া নেই ! ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই আমি বাংলা লিখতে পারছিলাম না । এখন ফন্টেও কোনো সমস্যা নেই। আবার ও ধন্যবাদ

Level 0

bro win 7 e ki ai trick kaj kore na…..

    @Shadhin Ahmed: আপনাকেও ধন্যবাদ । @faruk06: অনেকের করছে । তাদের সাথে কথা বলুন ।

gread post………carry on vai…………………..a lot of tnxxxxxxxxxxxxx

অশেষ ধন্যবাদ জাহিদ ভাই

zahid vai amar vul hola khoma korben…
ami 64bit windows 7 user tg http install dila open hoina.
pls help korben pls…pls…pls…

    @proshenjit kumar: TG HTTP টা তে বাম click করে Run as adminitrator এ click করুন।এতে যদি না হয় তাহলে windows 32 bit দিয়ে নিন!

Level 0

THANK YOU VAI, THANK YOU VERY MUCH. AMADER TECHTUNES SOKOL VAI AR UPOKAR HOLO.

সব কিছু হয় শুধু https এ লোড হয় না । ভাই কিছু করেন……..
আর কেউ কি https লোড করতে পেরেছেন …

    @আবু বকর জিলানী: ভাই জাহিদ ভাইয়ের আগের টাতে https লোড হতো না কিন্তু এতাতে তো হচ্ছে।তবুও আপনাকে একটু হেল্প করি আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!

Level 0

vai plz kew bolben amar teletalk 3g modem e redile chalo korbo kivabe?

Level 0

ধন্যবাদ , ফ্রি নেট দিয়ে কমেন্ট দিলাম ( 100% windows 8 কাজ করছে)

Level 0

chrome v30.0.1566.2 কাজ করে 100%

    Level 0

    @নদ: vi proxy settings a giye ki korlen?

জাহিদ ভাই আমার একটা প্রবলেমঃ ৩ নাম্বার স্টেপ টা করা হয় যাতে ৩ মিনিট পর পর রিকানেক্ট হয় কিন্তু সমসসা হচ্ছে ৩মিনিট পর রিকানেক্ট হলে ইন্টারনেট আর চলে না।মানে আর কানেকশন পাই না।পরে ম্যানুয়ালি দিস্কানেক্ট করে কানেক্ট করলে চলে।আমি আইডিএম দিয়ে ট্রাই করলাম একটা ডাউনলোড দিয়ে রাখলাম ৩ মিনিট পর রিকানেক্ট হওার পর আর কানেকশন পায়না।ব্রাওসিং এ একি অবস্থা প্লিজ হেল্প

    @Syed Sayeedur Rahman: ভাই আপনি Reconnect software টা ব্যবহার করেন তাহলে কোন problem হবে না!!

      Level 0

      @Kamrul: ভাই আমি Reconnect software download করেছি কিন্তু এটা কাজ করবে কিভাবে? আমি পারছি না। pls help me

    @Syed Sayeedur Rahman: gpmms ছাড়া সবগুলো internet connection ডিলিট করে ফেলুন । ফোন *99***2# দিন ।

zahid vai apni asolei big boss apni asen bolei amra aj free net chalate parci.vai apnake dhonnobad dibar vasa nei amar kase.apni jibone onek boro hon ai doai kori.vai apnar jonno aj amra ato gulo manus free net use korte parsi.vai abar jodi free net off hoia jai thokhon o amader pase thakian amni kore.amra sobai apnake khub balobasi.I love u and many many many ……..thanks@@@Zahid Vai@@@.You are Great man.

জাহিদ ভাই আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ!

Level 0

sob tik ase.bt fb te page a photo upload krte parci na je?? Plz help

Level 0

ভাই চলছে fb pc view e আসছে+free net deia comment dilam thanks jahid vai

Level 2

google chorme e fb use kora jayna

Level 0

আমার pc তে virus ঢুকে আমার pc টা খুব slow হয়ে যাই যখন 1 টা থেকে 2 কাজ করি যেমন কনো file copy করার সমই slow হয়ে যাই।
Game খেলার সমই hang হয়ে যাই।windows setup দিয়াও কাজ হইনা।
2.5Gzh prosesor
intel dule core
2GB ram
250GB hard disk…

SO any one HELP me PLEASE Please please……….

    @ROBI5537: HDD এর partition ভেঙ্গে আবোর Partiton করেন।

Level 0

ভাই আমি অটো কানেক্ট ঠিক করতে পারছিনা। আমি টেলিটক ৩জি মডেম ও নকিয়া পিছি স্যুট দিয়ে ব্যাবহার করছি। আপনি যেভাবে বলেছেন আমি ঠিক এভাবে করেছি।

Level 0

অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আপনার পূর্বের দুটি টিউনে কাজ হয় নি কিন্তু এটিতে কাজ হয়েছে। আশা করি আপনি আরও নতুন কিছু আমাদের জন্য নিয়ে আসবেন । কারন জিপি কখন এটিও বন্ধ করে তার ঠিক নেই ।

অবশেষে আমি ও পারলাম ফ্রি নেট চালাতে @ ধন্যবাদ জাহিদ ভাই

    @হোছাইন আহম্মদ: কি কন হোছাইন ভাই আপনি ফ্রি নেট চালাতেন না। যাক অভিন্দন আপনাকে যে আপনাকেও জাহিদ ভাই ফ্রি নেট চালানো শিখিয়ে দিল।

ভাই নেট চলে । কিন্তু facebook চলে না …download হয় না……please help me….

Level 0

প্রিয় জাহিদ ভাই…IDM আমি কোথায় পাব…দয়া করে বলবেন

Level 0

প্রিয় জাহিদ ভাই…IDM আমি কোথায় পাব…দয়া করে বলবেন

@জাহিদ ভাইঃ সালাম ভাই …।। আপনাকে অনেক ধন্যবাদ এই টিউন টি করার জন্য। আমার অনেক উপকার হইসে। তবে ভাই আমি আপনার এই টিউন পরে Techtunes Site এ রেজিস্ট্রেশান করেছি।ভাই আমার একটি অনুরুধ ছিল আপনার কাছে…… ফ্রী নেট এ skype চালানুর পদ্ধতি টা যদি একটু দিতেন তাহলে অনেক ভাল হয়।

Level 0

জাহিদ ভায়ের নতুন trick ব্যবহার করে ফেসবুক এ কোন ছবি আপলোড হয় না , । kindly একটা উপায় বলুন

Level 0

vai apnake onek onek thnx… apni akta jotil kaz korsen.. bt vai ami facebook to use korte patasi na vai jodi pani facebook use korar system ta detail boilla diten taile onek valo hoit… onek onek onek khushi hotam… 😀

Level 0

many many thanks jahid vai.kintu ai poddhotite facebook e 0.facebooke dhuke browse korar fole chobi upload and dekha jayna.

Vy..Dhonno-bad die apna k soto korbo na,,,shudhu ai tuku boli..anpi vai..just awesome! Apner ai Post ta o Otuloniyo. 😀

Level New

zahid vai thenks thenks thenks.kisu somossa thaka sottew. Nai mamar cheye kana mama onek onek onek valo

Ami Apnar Sob Guli system a free net try korsi andoid mobile a but in vain. akta solutin den.

Level 0

vai ami odesk a dukte parsi na help koren………@jahid vai @all

Level 0

The theme isn’t a bangla font friendly theme & Only for personal blog.

Level 0

ভাই…………………. আমি কি বলবো….ভাষা হারিয়ে ফেলছি.
আপনি তো “বস” । জাহিদ ভাই আমাদের “বস” । ভাই আপনি যদি আমার বাসার পাশের বন্ধু হতেন। তাহলে নিশ্চিত আমার হাতে মাইর খাইতেন……………. এতোদিন এই টিপস কোথায় আছিলো মিয়াভাই।

Level 0

ভাই সব ভাইদের উদ্দেশ্যে বলছি…আমি win7 এ use করি, ভালভাবেই সব হচ্ছে কিন্তু সমস্যা একটাই jahid ভাইয়ের প্রথম ছবিটা মানে Re dial up কিছুতেই সেট করতে পারছিনা, যার কারনে ১-২ মিনিট পর পর Re connect করতে হয়। তাছাড়া সব ঠিক আছে…যারা যানেন , সেই ভাইয়েরা Help করেন্‌্‌…pls

Level 0

জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ না দিলে ছোট করা হবে আপনাকে। মূলত আপনাদের মত বড় ভাইদের থেকে শিকার জন্য আমরা আগ্রহ নিয়া থাকি। খুব ভাল লাগছে যে কাজটি থিক ভাবে করতে পারছি বলে। ভাই আপনার জন্য শুভকামনা আসা করি সামনে আর ভাল কিছু পাব।

Level 0

vai win 7 a kevabe holo ami sob step moto korce konovabey hoinai….. help

win 7 use koce onek try korar por

Level 0

windows 7 ultimate a ki hobe

Level 0

vi aiy ta dea parche.thanks vi

Level 0

vi aiy ta dea parche.thanks

গুগল এর জন্য ফায়ারফক্স এ একটি আইপি দিয়ে এন্টার চাপুন
173.194.113.17
173.194.33.32
173.194.33.33
173.194.33.34
173.194.33.35
173.194.33.36
173.194.33.37
173.194.33.38
173.194.33.39
173.194.33.40
173.194.33.41
173.194.33.42

Level 0

জাহিদ ভাই প্লীজ বলেন কিভাবে ছবি আপলোড করতে পারবো ?

Tnx bro Zahid Islam. You are really boss.
Hats Off
this comment is for you vaia Free net Gp mms 🙂

Level 0

Reconnect করার কোন system থাকলে একটু দিয়ে সাহায্য করবেন প্লিজ জাহিদ ইসলাম ভাই

Level 0

o jahid vai…. new problem.! gmail e to age thekei dhuktese na. r yahoo teo kno file attachment e nitei chay na. upload ney na…. matro 15 kb er ekta word file! taile boro file e ki hoibo? ay hay! eita kon bipod vai? ami win 7 ultimate e mainly chrome browser use kori. mozilla o also…… 🙁 🙁

Level 0

vaia amar win 7 a tg soft ta instal hoache but free net use hoache na please help me

    @ROBI5537: “একবার না পারিলে দেখ শতবার ।” win 7 ব্যবহার কারীদের কাছে হেল্প নিন

আমি হারিয়ে যাইনি। তোমার দেওয়া ট্রিক্স ব্যবহার করে ফ্রি ইন্টারনেট চালাতে পেরে খুব শান্তিতে আছি। তোমার মত মেধাবী ও প্রযুক্তিবিদের বড় প্রয়োজন বাংলাদেশে। তুমি করে বললাম, কিছু মনে করোনা। তোমার ছবি দেখে মনে হয়েছে, তুমি আমার চেয়ে বয়সে ছোট। ভাল থেকো।

    @মোল্লা আনিসুজ জামান।: ২৬ বছর । অবশ্যই তুমি বলবেন । আমার ভাল লাগবে ।

Level New

জাহিদ ভাই বলেন কি করব

    Level New

    আমি বর্তমান FREE NET PC তে কিছু কিছু সাইটে ঢুকতে পারছিনা এই সাইটে http://WWW.BOESL.ORG.BD এইটা আসে. আর GMAIL আসেনা

ভাই আপনার টিউন টা কাজ করেছে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার fb id টা দেন।

আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে সুস্থ রাখেন।

Level 0

জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

জাহিদ ভাই @অসংখ্য ধন্যবাদ আপনাকে..এটা কাজ করছে..ভাই আমি Nokia PC suite দিয়ে পিসিতে নেট চালাই..এটা 3 মিনিট পর পর disconnect হয়ে যায়..তাই আবার connect করে নেট চালাতে হয়..ভাই মডেমের মত auto connect হওয়ার কোন system থাকলে জানাবেন প্লিজ..আর ভাই এটা দিয়ে live TV চলে না..তার কোন সমাধান থাকলে ও জানাবেন প্লিজ..আবারও ধন্যবাদ ভাই..

Level 0

ভই সব টিক আছে ।। FACEBOO এ ডূকা যাছে। কিন্তু facebook এ কোন ফটো আপলোট করতে পারছি না। কোন সমাদান আছে নাকি ভাই????

facebook a dhuksa na

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ না দিলে নিজেকে ছোট মনে হত……।। কারন গত দুই দিন আপনার পথ এ চলে অন্তত ৩০০ এমবি ডাউনলোড দিয়েছি……
আমার কিছু কথা ছিল।
১। মেদিয়াআগুন থেকে ডাউনলোড দিলে ৩ মিনিট পর লাইন কেটে গেলে আর রিজুম হয় না।
২। গুগল মেইল হচ্ছে না।
৩। আর আমার সবচে যেটা বেশি লাগবে তা হল অদেস্ক চলছে না। আপনি যে করেই হক অন্তত অদেস্ক যাতে চলে সেই বেবস্তা করে দিন……
আবার ও আপনাকে ধন্যবাদ…………………।

Level 0

ও ভাই। আর একতা কথা। আগের নিয়ম এ রি-ডাইলার কাজ করার সময় বার বার সামনে আসতো না। কিন্তু নতুন এই নিয়ম এ রি-ডাইল হউয়ার সময় বার বার রি-ডাইলার বক্স সামনে চলে আসে। বিরক্ত লাগে খুব এটা। এটা বন্ধ করা জায় না ????

Level 0

জাহিদ ভাই ছবি আপলোড হয় না যে কিছু উপায় অন্তত বলেন

    @ayanx23: ফেসবুকে হয়না । অন্য কিছুতে হয় ।

      Level 0

      @জাহিদ ইসলাম: hm vai…. etai. email eo file upload hoy na… 🙁

জাহিদ ভাই TnXxx…. vaIiii aMiiiTOooo (WWW.0.facebook.com) diYa ager moToooo uSee korTasiiii.
soB kiSuuu koRaa jaYY aiTaTee

Level 0

vai jotil vabe okkkkkk hoise many many thnx khali ektu slow martese. previous ta o hoile aro khushi hotam. jai hok apne amar net er taka bachai disen thnx vai apni o sei tk r vagider vai apner number ta den ami recharge kore patai dei kisu tk

Level 0

vai facebook e http:// dileo “problem loading page” ashe ar http:// aita https:// hoye jai

জাহিদ ভাই। আমি চালাতে পারছি না,Load config file ঠিক ভাবেই লোর্ড হয়েছে। কোন ওয়েব সাইট এ ডোকতে গেলে Try again দেখায়। এর সমাধান দেন Please………………………….

Level 0

ZAHID VHAI…tricks ta ki ekhono kaj korche…ami amar nokia mobile die PC te onek bar chestha korlam but holona 🙁

জাহিদ ভাই, Apn হচ্ছে gpmms……. তার পর ও হচ্ছে না…….

জাহিদ ভাই আমি লাইনে আছি।।। এর সমাধান দেন।।।।।।।।।।।

ভাইয়া আমিতো আপনার fan হয়েগছি !
thanks….

Level New

আমি বর্তমান FREE NET PC তে কিছু কিছু সাইটে ঢুকতে পারছিনা এই সাইটে BOESL.ORG.BD এইটা আসে. আর GMAIL আসেনা

Level 0

via goole chrome a sine hoy na. gmail openhoy na

Level 0

জাহিদ ভাইয়া আপনার প্রতিটা টিউন আমি ৪/৫ বার করে পড়ি…আমি আপনার অনেক বড় এক জন ফ্যান হয়েগেছি বড়ভাই…আমি টেক টিউনে জয়েন করেছি ২০১১ এ…আ%E://10.102.61.249:8002 @0

vai upload hosse na please bolben ki vabe upload dibo…

Level 0

আমি win7 use করি এবং আমার মডেম টা পুরাত্ন মডেল…এটা দিয়ে কোন ভাবেই Redial/auto reconecc করতে পারছিনা। winXP setup dile সমাধান হবে কি ? pls কেউ XP দিয়ে use করে থাকেন দয়া করে জানাবেন।

    @mdarb: এই Reconnect সফটওয়্যারটা ডাউনলোড করুন কাজ করবেই। লিঙ্ক -http://f14.wapkafiles.com/download/4/0/5/1624980_4058b482df9db85baefc6a2e.exe/d28bb72cc27f92f69be9/ReConnect.exe

      Level 0

      @গেমস মাস্টার: ভাই আমি সফলভাবে Reconnect software d.load করেছি…কিন্ত open করে Connect চাপলে no connection available দেখায়….ভাই যদি setting করার নিয়ম টা বলে দিতেন তাহলে অনেক উপকার হতো…

        @mdarb: Reconnect চালু করে settings থেকে connection সিলেক্ট করে connect করতে হবে। যেটা gpmms সেটিংস্‌ সেটা এখান থেকে সিলেক্ট করে চালু করতে হবে। ধন্যবাদ

Level 0

vai google chrome ta singned kora jai na . gmail open hoy na.

zahid vai apni asolei boss

Level 0

ভাই , আমি win XP ইউস করি , অ্যান্ড গ্রামিন MF190 + GP sim ইউস করি । আপনার দেখানো মত সব কিছু ই করলাম , কিন্তু নেট আসছে না । কি করব সমাধান দরকার , টাকা নাই তাই ফ্রি নেট এর প্রয়োজন । আপনার ইমেল টা দেন , আমি আপনার সরাসরি হেল্প নিতে চাই।

আমার ইমেইল ঃ [email protected]

THanks

Thanks for share. kaj hoice……

Level 0

idm thea dawnload dela kechu khun por dial up user & passwerd chai okhana ke debo.ar fb & gmail dhuka jay na .please help

    @rshahjalal: go to idm>options>dial up/vpn>use windows dial up theke tik chinno uthia din tahole ei rokom hobe na …. tnx

      Level 0

      @অমৃত দাশ বিজয়: vi ata korar por download hoy but 3menet por reconect howar por sending theka jay .ar hoyna

ভাই আমি তো গুগল,ইউটিউব কিছুতে সাইন করতে পারতেছি না……………।। কিভাবে করব একটু জানাবেন প্লিজ

Level 0

vi fb ase na akhon ?

Level 0

sorry vi fb asce .

ভাই, Android এর জন্য কিছু করেন। আগে তো Orbot কাজ করত, এখন তো তাও করে না। পিসিতে যখন হইছে, Android এও অবশ্যই হবে। এই আশা নিয়ে রইলাম।

google,gmail a ঢুকতে পাচ্ছি না

জাহিদ ভাই আমার Redail টা চালু হইতেছে না।XP3 চালাই। redail এর পুরো পদ্ধতি টা যদি বলতেন।

    @kamrul_islam: Network connections- gpmms connection- properties-options-redial attempts 1 , betwwen 1 second , select redial if line is dropped – ok

Level 0

expart vi ara please help tg http ar free neta ame idm dea download dela 3menet por reconnect howar por sending theka jacha download hoy na.sudu sending theka jacha .please help me

    @rshahjalal: আপনি IDM এ redial চালু করে দেখতে পারেন । IDM-Dial up- সেটিং থেকে connection চিনিয়ে দিন এবং times-3 , seconds -1 করে দিন ।

Level 0

thanks vaiya.apnake asongkho dhonnobadh………………

জাহিদ ভাই, আপনার এই তথ্যপূর্ণ পোস্টের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি WIN 7 ULTIMATE চালাই। আপনার দেয়া টিউটরিয়াল অনুযায়ী সবই করেছি। তিন মিনিট পরপর ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য আমি রিডায়েল সফটওয়ারটি ব্যবহার করছি। কিন্তু সমস্যা হল ডাউনলোডে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরপরই আইডিএম এর ডাউনলোডিং বন্ধ হয়ে যায়। অন্য কোন ব্যবস্থা আছে কি? অথবা আমার জন্য কোন পরামর্শ দিতে পেরেন কি?
আমি আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম। আবারও ধন্যবাদ ভাই…

    @মোঃ হেমায়েতুল্লাহ শুভ: আপনি IDM এ redial চালু করে দেখতে পারেন । IDM-Dial up- সেটিং থেকে connection চিনিয়ে দিন এবং times-3 , seconds -1 করে দিন ।

Level 0

জাহিদ ভাই, আপনার এই তথ্যপূর্ণ পোস্টের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি WIN 7 ULTIMATE চালাই। আপনার দেয়া টিউটরিয়াল অনুযায়ী সবই করেছি। তিন মিনিট পরপর ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য আমি রিডায়েল সফটওয়ারটি ব্যবহার করছি। কিন্তু সমস্যা হল ডাউনলোডে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরপরই আইডিএম এর ডাউনলোডিং বন্ধ হয়ে যায়। অন্য কোন ব্যবস্থা আছে কি? অথবা আমার জন্য কোন পরামর্শ দিতে পেরেন কি?ameo chai

    @rshahjalal: আপনি IDM এ redial চালু করে দেখতে পারেন । IDM-Dial up- সেটিং থেকে connection চিনিয়ে দিন এবং times-3 , seconds -1 করে দিন । ধন্যবাদ ।

আমি http://www.sslpro.org/ সাইড দিয়ে যে কোন পেজ এ ঢুকতে পাচ্ছি। কিন্তু টেনশনে আছি।

আমি রি কানেক্ট এর সফটার দিয়ে রি কানেক্ট করতেও পারছি না আবার অফসন এ গিয়েও পাচ্ছি না

Level 0

brothers fb to cholce but font valo ashce na mane যুক্ত বর্ণ গুল বিযুক্ত দেখাচ্ছে

    @popoto: আপনার ব্রাউজারের ফন্ট সেটিং ঠিক করুন । ধন্যবাদ ।

জাহিদ ভাই… thanks a lot – trick share করার জন্য ।
Bro…….
একটা problem…
TG দিয়া নেট ইউস করতেছি,কিন্তু বেশির ভাগ সময় এটার স্প্রিড আগের proxyfire থেকেও স্লো মনে হয় ।
fb এর profile page load এ দিলে ৩ মিনিটে অর্ধেক ও লোড হয় না,, ডিস্কানেক্ট হলে আবার রিলোড করতে হয়,, না হলে পরের ৩ মিনিটে নতুন কিছুই আসে না …। আর ডিস্কানেক্ট হওয়ার পর TG তে নতুন করে ডাটা নামতে ও কিছু সময় পার করে দেয় ।
কোন সমাধান ?????????????
আমার মত আর কারও কি সমস্যাটা হচ্ছে ??????????

জাহিদ ভাই …… thnks a lot — trick ta share korar jonno .
বিশাল problem …
TG দিয়া নেট ইউস করতেছি,কিন্তু বেশির ভাগ সময় এটা আগের proxyfire থেকেও স্লো মনে হয় ,, লোডে দিলে fb এর প্রফাইল পেজ ৩ মিনিটে অর্ধেক ও লোড হয় না,, তার উপর ডিস্কানেক্ট হইলে আবার রিলোড করা লাগে নাইলে পরের ৩ মিনিটে নতুন করে কিছুই আসে না । কোন সমাধান আছে… bro ???

    @Awesome_linkers: এটা তো ফাস্ট । আপনি ফেসবুক ব্যবহারের জন্য আপনার ব্রাউজারের cache clear করুন । এবার 0.facebook.com এ লগইন করুন । ব্রাউজার ক্লোজ করুন । এখন থেকে http://www.facebook.com এ লগইন করবেন । আর একটি বিষয় TG HTTP তে user agent আমি যেভাবে দিতে বলেছি ঠিক সেভাবে দিন । ধন্যবাদ ।

tnxx x viaa amio use korce

ভাই আমি bdjobs.com এ login করতে পারছি না। http://www.sslpro.org এই সাইট ব্যবহার করেছি তাতে login হয় কিন্তু profile Edit করা যায় না। এর সমাধান দিলে উপকার হয়।

windows 8 e ki kaj korena e

windows 8 এ কাজ করেনা কেন ভাইয়া

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি একটা সমস্যায় পড়েছি সেটা হল নোকিয়া c2 dual sim a 3 মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হলে আর সংযোগ হয় না মানে p.c. তে সংযোগ দেখায় যদিও মোবাইল এ সংযোগ বিচ্ছিন্ন হইয়া যাই । আশা করি এইটার সমাধান দিবেন। টরেন্ট এর কি করা যায় । সব শেষে আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।

Level 1

zahid vhai tg http or ispce kono ta diya speed pacena ki korbo,kono upai thakle bolen plz.

ভাই আমি আর ফ্রি চালাতে পারলাম না। আমর দিকে একটু নজর দেন,কেন কাজ হয় না।

ঠিক আছে চালিয়ে যাও ভাই , আপনাকে ধন্যবাদ , আমার ফ্রি নেট হইসে ।

কেন
@mister_hasan2 ভাই আপনার সমস্যা কি ?

vai ami sob tik mto krci browng kora jai bt kono ksu dwnlad korte gele dekhai “cannot trnsfer the download to idm”ami idm er sob kaj korci bt hsse na.r http dilow auto https chole ase d page loding prblm dekhai.0.fb dia hoi bt pic ase pls bro gve me suggestion:-(pls

ভাই config file টা লোর্ড হয়েছে। Default ও করেছি। browser এ settings করেছি। gpmms settings করেছি। address bar এ ঠিকানা দিয়ে গেলে বুঝা যায় কাজ হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর Try again দেখায়। আবার চেষ্টা করি সেই একই অবস্থা। ভাই কেউ পারলে একটু সমাধান দেন Please please please………………………………………………………………….

Level 1

zahid vhai gpmms bondo notun trick then. ajj shara din try kocy kono page open hoy nai. plz help .

Level 0

@jahid vai.
Vaia. . . May b etao gese! Hay re! Ei koydin dhumse use korci. But goto kal theke ekhon porjnto try kore jachhi. . . Kin2 hchhe na to vai. . . Ki bepar? Bondho e kore dilo naki? Vai kindly ektu janan. . .
Karo ki r kaj kortese? Ami to aro 2,3 jn er kas thke khobr pelam. Ispce or tg http er kno tai hotath kaj kortese na. :-O ? ?

apnar ki akon o kau free net use korcen???

Level 0

Vaia. . . May b etao gese! Hay re! Ei koydin dhumse use korci. But goto kal theke ekhon porjnto try kore jachhi. . . Kin2 hchhe na to vai. . . Ki bepar? Bondho e kore dilo naki? Vai kindly ektu janan. . .
Karo ki r kaj kortese? Ami to aro 2,3 jn er kas thke khobr pelam. Ispce or tg http er kno tai hotath kaj kortese na. :-O ? ? vai? @jahid vai.

welcome vai