আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । গত দিনের ফ্রি নেট টিউন আশা করি কাজে এসেছে । কিন্তু ফেসবুকে এবং টিটিতে আমি অনেক প্রস্নের সম্মুখীন হয়েছি । এই যেমন - Portable version সমস্যা , ফেসবুক পিসি ভিউ আসে না , সরাসরি Google ব্রাউজ করা যাচ্ছে না , লেটেস্ট ব্রাউজার সাপোর্ট করছে না ইত্যাদি । তাই আজকের এই টিউন । এই টিউনের সম্পূর্ণ কৃতিত্ব engineer boy shammu ভাইয়ের । কারন তিনি একটি মন্তব্যে একটি Software এর নাম উল্লেখ করেন । আমি এটি নেট থেকে সংগ্রহ করে এর কনফিগ ফাইল তৈরি করেছি । আশা করি ব্যবহার করে মজা পাবেন ।
১। এখান থেকে TG HTTP ফাইল ডাউনলোড করে ইন্সটল দিন ।
২। এখান থেকে config ফাইল ডাউনলোড করুন ।
৩। এবার gpmms দ্বারা মডেম কানেক্ট করুন । Redial চালু করুন যেন ৩ মিনিট পর পর অটো কানেক্ট হয় ।
৪। TG HTTP ওপেন করুন । File থেকে Load config File এ ক্লিক করুন ।
৫। এবার পূর্বে ডাউনলোডকৃত config File টি সিলেক্ট করুন ।
৬। নিচের ছবিগুলোর মত অটো সেটিং লোড হবে । আপনাকে কোন পরিবর্তন করতে হবে না ।
বিঃদ্রঃ যদি ফাইল লোডে সমস্যা হয় তাহলে manually নিচের মত সেটিং করুন বা এডিট করুন ।
ক। use query , use host এ টিক দিন ।
খ। Use proxy তে টিক দিন । proxy 10.128.1.2 এবং port 8080 ।
গ। listen port 8080
ঘ। front query 10.102.61.249:8002 @
ঙ । HTTP header সেটিং –
Header name- User-Agent
Replacement text – By_Alea/5.0
Header name – Server
Replacement text – Localhost
Header name – Host
Replacement text – 10.128.1.2
চ। Replacer নিচের টি সিলেক্ট করুন ।
Replace string - HTTP/1.1
To string - HTTP/1.0
৭। file থেকে save default setting এ ক্লিক করুন ।
৭। এবার নিচের ছবির মত Start এ ক্লিক করুন । মিনিমাইজ করে রাখুন ।
৯। এবার আপনি যে ব্রাউজার ব্যবহার করতে চান তাতে proxy – port সেট করতে হবে । আমি এখানে Mozilla Firefox এ দেখালাম ।
Tools-Options-Advanced-Network-Manual proxy configuration থেকে HTTP proxy দিন - 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন । আপনার ব্রাউজার এখন ফ্রি নেট ব্যবহার করার উপযোগী ।
১০। ডাউনলোড করার জন্য IDM ( Internet Download Manager ) ব্যবহার করুন । IDM এ Options- Proxy থেকে Use HTTP Proxy তে টিক দিন । proxy দিন - 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন । আপনার IDM এখন ফ্রি ডাউনলোড করার উপযোগী ।
১১। ফেসবুক ব্যবহারের জন্য প্রথমে ০.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।
(wordpress সাইটে পোস্ট লিখতে সমস্যা হলে Header থেকে User-Agent টিক তুলে দিন )
এখন থেকে নেট ব্যবহার করতে চাইলে প্রথমে gpmms দ্বারা মডেম কানেক্ট করুন , এরপর TG HTTP ওপেন করে start এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vhai https site golo browse korar jonnow kiso koren plz…….( https://mail.yahoo.com
https://accounts.google.com/
ae doroner site golote login korte partasi na…….
asha kori ae problem golo o apni solve kore falven……….
@গেমস মাস্টার: আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!
@টেকপোকা: আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!
@ROBI5537: আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!
@আবু বকর জিলানী: ভাই জাহিদ ভাইয়ের আগের টাতে https লোড হতো না কিন্তু এতাতে তো হচ্ছে।তবুও আপনাকে একটু হেল্প করি আপনি যদি ফেসবুক এ ঢুকতে চান তাহলে প্রথমে address এ এটা লিখুন…0.facebook.com এটাতে ঢুকে গেলে আবার address এ এটা লিখুন…www.facebook.com তাহলে দেখবেন facebook pc মোডে চলে এসেছে।আর আপনার যদি google এ ঢুকতে problem হয় তাহলে address এ শুধু এটা লিখুন 173.194.33.42 এবার Enter চাপুন দেখবেন google এ ঢুকে যাবে।ধন্যবাদ ভাই!
জাহিদ ভাই আমার একটা প্রবলেমঃ ৩ নাম্বার স্টেপ টা করা হয় যাতে ৩ মিনিট পর পর রিকানেক্ট হয় কিন্তু সমসসা হচ্ছে ৩মিনিট পর রিকানেক্ট হলে ইন্টারনেট আর চলে না।মানে আর কানেকশন পাই না।পরে ম্যানুয়ালি দিস্কানেক্ট করে কানেক্ট করলে চলে।আমি আইডিএম দিয়ে ট্রাই করলাম একটা ডাউনলোড দিয়ে রাখলাম ৩ মিনিট পর রিকানেক্ট হওার পর আর কানেকশন পায়না।ব্রাওসিং এ একি অবস্থা প্লিজ হেল্প
zahid vai apni asolei big boss apni asen bolei amra aj free net chalate parci.vai apnake dhonnobad dibar vasa nei amar kase.apni jibone onek boro hon ai doai kori.vai apnar jonno aj amra ato gulo manus free net use korte parsi.vai abar jodi free net off hoia jai thokhon o amader pase thakian amni kore.amra sobai apnake khub balobasi.I love u and many many many ……..thanks@@@Zahid Vai@@@.You are Great man.
@গেমস মাস্টার: @hackerboss34: ভাই facebook.com লিখে এন্টার করুন । আশা করি কাজ করবে । আমার কাজ করে । এবং আপনি এই টিউনটা দেখতে পারেন। লিঙ্ক – https://www.techtunes.io/internet/tune-id/250516
@mdarb: এখান থেকে ডাউনলোড কিরে নিন। http://www.internetdownloadmanager.com/download.html
@Ctg_mizan: Reconnect software ব্যাবহার করেন । লিঙ্ক http://f14.wapkafiles.com/download/4/0/5/1624980_4058b482df9db85baefc6a2e.exe/d28bb72cc27f92f69be9/ReConnect.exe
আমি বর্তমান FREE NET PC তে কিছু কিছু সাইটে ঢুকতে পারছিনা এই সাইটে http://WWW.BOESL.ORG.BD এইটা আসে. আর GMAIL আসেনা
জাহিদ ভাই @অসংখ্য ধন্যবাদ আপনাকে..এটা কাজ করছে..ভাই আমি Nokia PC suite দিয়ে পিসিতে নেট চালাই..এটা 3 মিনিট পর পর disconnect হয়ে যায়..তাই আবার connect করে নেট চালাতে হয়..ভাই মডেমের মত auto connect হওয়ার কোন system থাকলে জানাবেন প্লিজ..আর ভাই এটা দিয়ে live TV চলে না..তার কোন সমাধান থাকলে ও জানাবেন প্লিজ..আবারও ধন্যবাদ ভাই..
ভাই আপনাকে ধন্যবাদ না দিলে নিজেকে ছোট মনে হত……।। কারন গত দুই দিন আপনার পথ এ চলে অন্তত ৩০০ এমবি ডাউনলোড দিয়েছি……
আমার কিছু কথা ছিল।
১। মেদিয়াআগুন থেকে ডাউনলোড দিলে ৩ মিনিট পর লাইন কেটে গেলে আর রিজুম হয় না।
২। গুগল মেইল হচ্ছে না।
৩। আর আমার সবচে যেটা বেশি লাগবে তা হল অদেস্ক চলছে না। আপনি যে করেই হক অন্তত অদেস্ক যাতে চলে সেই বেবস্তা করে দিন……
আবার ও আপনাকে ধন্যবাদ…………………।
@Zadid: clear browser cache then ০.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।
@faisal2020: এই টিউনটা দেখেন । লিঙ্ক – https://www.techtunes.io/internet/tune-id/250516
ভাই , আমি win XP ইউস করি , অ্যান্ড গ্রামিন MF190 + GP sim ইউস করি । আপনার দেখানো মত সব কিছু ই করলাম , কিন্তু নেট আসছে না । কি করব সমাধান দরকার , টাকা নাই তাই ফ্রি নেট এর প্রয়োজন । আপনার ইমেল টা দেন , আমি আপনার সরাসরি হেল্প নিতে চাই।
আমার ইমেইল ঃ [email protected]
THanks
জাহিদ ভাই, আপনার এই তথ্যপূর্ণ পোস্টের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি WIN 7 ULTIMATE চালাই। আপনার দেয়া টিউটরিয়াল অনুযায়ী সবই করেছি। তিন মিনিট পরপর ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য আমি রিডায়েল সফটওয়ারটি ব্যবহার করছি। কিন্তু সমস্যা হল ডাউনলোডে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরপরই আইডিএম এর ডাউনলোডিং বন্ধ হয়ে যায়। অন্য কোন ব্যবস্থা আছে কি? অথবা আমার জন্য কোন পরামর্শ দিতে পেরেন কি?
আমি আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম। আবারও ধন্যবাদ ভাই…
জাহিদ ভাই, আপনার এই তথ্যপূর্ণ পোস্টের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি WIN 7 ULTIMATE চালাই। আপনার দেয়া টিউটরিয়াল অনুযায়ী সবই করেছি। তিন মিনিট পরপর ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য আমি রিডায়েল সফটওয়ারটি ব্যবহার করছি। কিন্তু সমস্যা হল ডাউনলোডে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরপরই আইডিএম এর ডাউনলোডিং বন্ধ হয়ে যায়। অন্য কোন ব্যবস্থা আছে কি? অথবা আমার জন্য কোন পরামর্শ দিতে পেরেন কি?ameo chai
আমি http://www.sslpro.org/ সাইড দিয়ে যে কোন পেজ এ ঢুকতে পাচ্ছি। কিন্তু টেনশনে আছি।
@Torikul Meherpur: আপনি অন্য সাইট দ্বারা চেষ্টা করতে পারেন ।
http://adfreeproxy.com/
http://www.rxproxy.com
http://000freeproxy.com/
জাহিদ ভাই… thanks a lot – trick share করার জন্য ।
Bro…….
একটা problem…
TG দিয়া নেট ইউস করতেছি,কিন্তু বেশির ভাগ সময় এটার স্প্রিড আগের proxyfire থেকেও স্লো মনে হয় ।
fb এর profile page load এ দিলে ৩ মিনিটে অর্ধেক ও লোড হয় না,, ডিস্কানেক্ট হলে আবার রিলোড করতে হয়,, না হলে পরের ৩ মিনিটে নতুন কিছুই আসে না …। আর ডিস্কানেক্ট হওয়ার পর TG তে নতুন করে ডাটা নামতে ও কিছু সময় পার করে দেয় ।
কোন সমাধান ?????????????
আমার মত আর কারও কি সমস্যাটা হচ্ছে ??????????
জাহিদ ভাই …… thnks a lot — trick ta share korar jonno .
বিশাল problem …
TG দিয়া নেট ইউস করতেছি,কিন্তু বেশির ভাগ সময় এটা আগের proxyfire থেকেও স্লো মনে হয় ,, লোডে দিলে fb এর প্রফাইল পেজ ৩ মিনিটে অর্ধেক ও লোড হয় না,, তার উপর ডিস্কানেক্ট হইলে আবার রিলোড করা লাগে নাইলে পরের ৩ মিনিটে নতুন করে কিছুই আসে না । কোন সমাধান আছে… bro ???
@Awesome_linkers: এটা তো ফাস্ট । আপনি ফেসবুক ব্যবহারের জন্য আপনার ব্রাউজারের cache clear করুন । এবার 0.facebook.com এ লগইন করুন । ব্রাউজার ক্লোজ করুন । এখন থেকে http://www.facebook.com এ লগইন করবেন । আর একটি বিষয় TG HTTP তে user agent আমি যেভাবে দিতে বলেছি ঠিক সেভাবে দিন । ধন্যবাদ ।
ভাই আমি bdjobs.com এ login করতে পারছি না। http://www.sslpro.org এই সাইট ব্যবহার করেছি তাতে login হয় কিন্তু profile Edit করা যায় না। এর সমাধান দিলে উপকার হয়।
@kamrul_islam: আপনি অন্য সাইট দ্বারা চেষ্টা করতে পারেন ।
http://adfreeproxy.com/
http://www.rxproxy.com
http://000freeproxy.com/
@jahid vai.
Vaia. . . May b etao gese! Hay re! Ei koydin dhumse use korci. But goto kal theke ekhon porjnto try kore jachhi. . . Kin2 hchhe na to vai. . . Ki bepar? Bondho e kore dilo naki? Vai kindly ektu janan. . .
Karo ki r kaj kortese? Ami to aro 2,3 jn er kas thke khobr pelam. Ispce or tg http er kno tai hotath kaj kortese na. :-O ? ?
Vaia. . . May b etao gese! Hay re! Ei koydin dhumse use korci. But goto kal theke ekhon porjnto try kore jachhi. . . Kin2 hchhe na to vai. . . Ki bepar? Bondho e kore dilo naki? Vai kindly ektu janan. . .
Karo ki r kaj kortese? Ami to aro 2,3 jn er kas thke khobr pelam. Ispce or tg http er kno tai hotath kaj kortese na. :-O ? ? vai? @jahid vai.
ভাই কাজ করছে,অনেক অনেক ধন্নবাদ+জাহিদ ভাই,সব অস্ত্র এখুনি ডাইলেন না,1 by 1 ঢালেন।হারামিরা একটা off করব ত আরেকটা ছারবেন।আবার ধন্যবাদ।